Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ রমযান, ১৪৪৬ হিজরী || ২৫ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ রমযান, ১৪৪৬ হিজরী || ২৫ মার্চ, ২০২৫ ঈসায়ী

    ভারতে মসজিদ ভাঙার দাবিতে বুলডোজার নিয়ে মিছিল করলো হিন্দুত্ববাদীরা


    ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি মসজিদকে ‘অবৈধ’ ও ‘ভূমি জিহাদের’ অংশ বলে দাবি করে সেটি ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তবে মুসলিম বাসিন্দারা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, মসজিদের বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সব নথি তাদের কাছে রয়েছে।

    গত ২৪ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা হাটাই খেদা এলাকায় মসজিদের দিকে বুলডোজার নিয়ে মিছিল করে। তিনতলা বিশিষ্ট ওই মসজিদের কিছু অংশ এখনো নির্মাণাধীন। তবে হিন্দুদের বিক্ষোভের পর প্রশাসন আপাতত নির্মাণকাজ স্থগিত করে দিয়েছে।

    বুলডোজার মিছিলের সময় গণমাধ্যমকে এক হিন্দুত্ববাদী বিক্ষোভকারী জানায়, ‘যদি প্রশাসন মসজিদের বিরুদ্ধে বুলডোজার না চালায়, তাহলে আমরা নিজেরাই এটি গুঁড়িয়ে দেব।’ এ সময় তারা ‘ভূমি জিহাদ মানা হবে না’ বলে স্লোগান দেয়। অন্য একজন বিক্ষোভকারী জানায়, ‘আমরা যে কোনো মূল্যে এই মসজিদ ভেঙে ফেলব। সরকার অনুমতি দিক বা না দিক, আমরা এটি গুঁড়িয়ে দেব। সরকার যা করার করুক – আমাকে জেলে পাঠাক বা ফাঁসি দিক, আমি পিছপা হবো না।’

    আরেক বিক্ষোভকারী দাবি, ‘ভোপালের বিভিন্ন এলাকায় ‘ভূমি জিহাদ’ চলছে, এবং এই মসজিদ তারই অংশ। তিনতলা মসজিদ নির্মাণ মেনে নেওয়া যাবে না।’ একদল বিক্ষোভকারী বুলডোজারের ওপর উঠে সরকারের প্রতি হুঁশিয়ারি দেয়।

    স্থানীয় মুসলিমরা জানিয়েছে, মসজিদের জমি সরকারি নয়। এই মসজিদের সব বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। তবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা পাল্টা দাবি করেছে, মসজিদটি সরকারি জমিতে নির্মিত। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তারা আরও অভিযোগ করে যে, ওই এলাকায় রোহিঙ্গা মুসলিমদের এনে বসবাস করানো হচ্ছে।

    মুসলিম বাসিন্দারা আরও জানিয়েছেন, ভারতজুড়ে পরিকল্পিতভাবে মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে। এক স্থানীয় মুসলিম বলেন, ‘এদের সব মসজিদের সঙ্গেই সমস্যা। তারা তাজমহল, লাল কেল্লা নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। সম্প্রতি সম্ভল মসজিদের বিষয়টি সামনে আনা হয়েছে। এখন তারা মসজিদ খুঁড়ে মন্দির খোঁজার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চাইছে। সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’

    উল্লেখ্য যে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ‘দখলদারিত্ব সরানোর’ নামে প্রশাসন ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট এবং এখন মধ্যপ্রদেশেও মসজিদের বিরুদ্ধে আন্দোলন চলছে। এর আগে উত্তরপ্রদেশ ও গুজরাটের কয়েকটি মসজিদ ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    তথ্যসূত্র:
    1. Madhya Pradesh: Hindutva Groups Seek Demolition of Bhopal Mosque
    https://tinyurl.com/3348wze9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিজিএফের কার্ড চাওয়ায় ‘তুই আমা‌কে ভোট দিস‌নি’বলে বৃদ্ধাকে থাপ্পর দিল আওয়ামী ইউপি সদস্য


    কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফের স্লিপ চাওয়াকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে মারধ‌রের অভিযোগ উঠে‌ছে আওয়ামী লীগ সম‌র্থিত এক ইউপি সদস‌্যর বিরু‌দ্ধে।

    অভিযুক্ত ইউপি সদস্যের নাম শফিকুল ইসলাম। সে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

    গত শুক্রবা‌র (২১ মার্চ) এ ঘটনা ঘটলেও সোমবার (২৪ মার্চ) ভুক্ত‌ভোগী বৃদ্ধা রুপভানু (৬০) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে বিষয়‌টি প্রকাশ্যে আসে। রুপভানু একই ওয়ার্ডের বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলীর স্ত্রী।

    ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গে‌ছে, শুক্রবার রুপভানু তার ওয়া‌র্ডের ইউপি সদস‌্য শফিকুল ইসলামের বা‌ড়ি‌ যান। সেখানে তি‌নি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন‌্য বরাদ্দকৃত ভি‌জিএফের এক‌টি স্লিপ চান। স্লিপ চাওয়ায় ইউপি সদস‌্য ক্ষুব্ধ হ‌য়ে বৃদ্ধা রুপভানু‌কে বকাঝকা করেন।

    একপর্যায়ে ওই ইউপি সদস‌্য বলে, ‘তুই আমা‌কে ভোট দিস‌নি, তো‌কে কে‌নো স্লিপ দেব?’ এ কথা কথা ব‌লেই সে বৃদ্ধার কানের ওপর সজোরে থাপ্পড় দেয় ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্বজনরা তা‌কে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। থাপ্পড়ের পর থেকে কানে শুনতে পাচ্ছেন না বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ভুক্তভোগী।

    স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ইউপি সদস‌্য শ‌ফিকুল ইসলাম আওয়ামী লীগ স‌মর্থিত। নির্বাচ‌নের পর থে‌কে সে বেপ‌রোয়া ছিলে। কু‌ড়িগ্রাম-৪ আস‌নের সাবেক এম‌পি বিপ্লব হাসান পলা‌শের ঘনিষ্ঠজন হি‌সে‌বে পরি‌চিত। এম‌পির সমর্থ‌নে আগামী নির্বাচ‌নে চেয়ারম‌্যা‌নের পদ‌ বা‌গি‌য়ে নি‌তে চে‌য়ে‌ছি‌ল শ‌ফিকুল ইসলাম।

    তথ্যসূত্র:
    ১. ‘তুই আমা‌কে ভোট দিস‌নি’ বলেই বৃদ্ধা‌কে থাপ্পড় ইউপি সদস্যের
    https://tinyurl.com/ytv223ta
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‘ফিলিস্তিনের গল্প বলে যান’- ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের শেষ আহ্বান


      ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল জাজিরার সাংবাদিক হোসসাম শাবাতকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

      ২৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, গাজার বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসসাম শাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আল জাজিরার ‘মুবাশির’ বিভাগে কাজ করতেন।

      মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম জানিয়েছেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। এরপরও তিনি গাজায় সংবাদ কাভারেজ চালিয়ে যাচ্ছিলেন।

      তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তার গাড়িতে হামলা চালিয়েছে।’

      আল জাজিরার এই সাংবাদিক শেষবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্টে লিখেছিলেন:

      ‘আমি উত্তর গাজ্জার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দিতে চেয়েছিল, তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে—যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। মাসের পর মাস ক্ষুধা সহ্য করেছি, তবুও কখনো আমার জনগণের পাশে দাঁড়ানো বন্ধ করিনি। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি—গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।’

      তথ্যসূত্র:
      1. Al Jazeera condemns Israel’s killing of journalist Hossam Shabat in Gaza
      https://tinyurl.com/bdftxvjr
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X