Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৩ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ০২ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৩ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ০২ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    ভারতে মুসলিম ইতিহাসের সাথে জড়িত ১৫টি স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দত্ববাদী সরকার




    ভারতের উত্তরাখণ্ডে মুসলিমদের ইতিহাসের সাথে জড়িত ১৫টি স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। সোমবার (৩১ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামী। পরিবর্তনকৃত ওই স্থানগুলো উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উধম সিং নগর জেলায় অবস্থিত। পরিবর্তনকৃত অধিকাংশ নামই ভারতীয় মুসলিম শাসকদের ইতিহাসের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।

    হরিদ্বার জেলায়, মুঘল শাসক সম্রাট আওরঙ্গজেব এর নামে থাকা ‘আওরঙ্গজেবপুর’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিবাজি নগর’। একই ভাবে ‘গাজীওয়ালি’ থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘আর্য নগর’, ‘চাঁদপুর’ থেকে ‘জ্যেতিবা ফুলে নগর’ এবং ‘মুহাম্মাদপুর জাট’ থেকে পরিবর্তন করে ‘মোহনপুর জাট’ রাখার সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।

    এছাড়াও হরিদ্বারে, ‘খানপুর কুরশিলি’ থেকে ‘আম্বেদকার নগর’, ‘ইন্দিরিসপুর’ থেকে ‘নানদপুর’ এবং ‘আকবারপুর-ফজলপুর’ এর নাম পরিবর্তন করে বিজয়নগর রাখার সিদ্ধান্ত নেয় হয়েছে।

    দেরদুন জেলায়, ‘মিয়ওয়ালা’ থেকে ‘রামজিওয়ালা’ , ‘পিরওয়ালা’ থেকে ‘কেসারিওয়ালা’, ‘চাঁদপুর নগর’ থেকে ‘পৃথ্বীরাজ নগর’ এবং ‘আব্দুল্লাহ নগর’ এর নাম পরিবর্তন করে দক্ষিণ নগর রাখা হয়েছে।

    নৈনিতাল জেলায়, ‘নবাবী রোড’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অটল মর্গ’, অন্যদিকে পঞ্চক্কি থেকে আইটিআই-এর সাথে সংযোগকারী রাস্তাটি এখন গুরু গোলওয়ালকর মার্গ নামে পরিচিত হবে।

    উধম সিং নগর এলাকায়, সুলতানপুর পট্টি পৌর পরিষদের নাম এখন কৌশল্যা পুরী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উগ্র হিন্দুত্ববাদী সরকার।


    তথ্যসূত্র:
    1. Uttarakhand govt announces renaming of 15 places linked to Muslim history
    https://tinyurl.com/y2d4dc9b
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ তৈরির হুমকি দিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী



    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর হিন্দুত্ববাদীরা চরম উগ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিয়েছে ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য।

    এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ড. ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছে। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর-পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

    ড. ইউনূসের মন্তব্য

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চীনে চার দিনের সফরের সময় ড. ইউনূস বলেছেন, ‘ভারতের সাতটি রাজ্য, যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত, সেগুলো একেবারে ভূমিবেষ্টিত (ল্যান্ডলকড)। তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক। এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে, যা চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে।’

    আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

    আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত ‘চিকেনস নেক’ করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উসকে দিচ্ছে।’

    ত্রিপুরার প্রতিক্রিয়া

    এদিকে ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য বলেছে, ‘ভারতকে এখনই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ-নির্ভরতা কমানো যায়। ১৯৪৭ সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়েছে। এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে, যা হাস্যকর।’

    সে আরও বলে, ‘যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশকেই ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বহু ত্রিপুরি, গারো, খাসিয়া ও চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে। তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সুযোগ ব্যবহার করা উচিত।’


    তথ্যসূত্র:
    1.’Might As Well Split Bangladesh…’: Northeast Leaders Slam Dhaka Remark
    https://tinyurl.com/mr3c9yrv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারতে ঈদের নামাজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় গ্রেফতার মুসলিম যুবক




      ভারতে ঈদের নামাজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় কয়েকজন যুবককে গ্রেফতার করেছে উগ্র হিন্দুত্ব-বাদী ভারতীয় সরকার। উত্তর প্রদেশের সাহারানপুরে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

      ছড়িয়ে পড়া ওই ফুটেজগুলোতে দেখা যায়, একদল মুসলিম যুবক তাদের ভারত এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে গাজায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে।

      এই কেবল ভিডিওর উপর ভিত্তি করেই ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে।

      গ্রেফতারকৃত তরুণরা সাহারানপুরের জানাক নগরের বাসিন্দা। গ্রেফতারকৃতদের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, তাদের ছেলেরা কোনও প্রকার মিছিলে অংশগ্রহণ করেনি। কোনও কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেফতার করেছে।

      গ্রেফতারকৃতদের একজন হল ৪০ বছর বয়সী ফালাক। গ্রেফতার ফালাকের মা গণমাধ্যমকে জানিয়েছে, তার ছেলে নামাজ পরে ফিরে আসার সাথে সাথেই পুলিশ তাকে কোনও কারণ ছাড়াই গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে তারা কোনও ওয়ারেন্টও জারি করেনি।

      তিনি আরও জানান, ১৫-১৫ জন পুলিশ কোনও আইনের তোয়াক্কা না করেই তাদের বাসায় প্রবেশ করে। ওই সময় তাদের বাসায় শুধু নারী ও শিশুরাই ছিল। কেনও গ্রেফতার তার ছেলেকে গ্রেফতার করা হচ্ছে জানতে চাইলে পুলিশ তাদের সাথে বাজে আচরণ করেছে বলেও জানিয়েছেন গ্রেফতার ফালেকের মা।

      গ্রেফতারকৃতদের আরেকজন হল ২১ বছর বয়সী উজাইফ। নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

      তার পিতা মোহাম্মাদ নাসিম স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, আমার ছেলে বাসায় ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। দুপুর বেলা ১টার দিকে পুলিশ আমাদের বাসয় আসে। ওই সময় উজাইফ ঘুমচ্ছিল। তাকে ঘুম থেকে জাগ্রত করে ভাইরাল ওই ভিডিও দেখিয়ে ভিডিওতে থাকা যুবকদের সম্পর্কে জানতে চায়। উজাইফ যখন বলে সে ভিডিওতে থাকা কাউকে চেনে না, এরপর কোনও কথা ছাড়াই তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

      ভুক্তভোগী আরও যুবকের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, পুলিশ তাদের বাড়ীতে এসে তাদের ছেলের সন্ধান চায়। পরে তার দেখা পাওয়া মাত্রেই কোনও কারণ ছাড়াই গ্রেফতার করে নিয়ে যায়।

      পরে গ্রেফতারকৃত যুবকদের পরিবার সন্তানের সন্ধানে থানায় গেলে তাদের কোনও ধরণের তথ্যই দেয়নি। ওই দিন সন্ধ্যায় পুলিশ তাদের জানায় গ্রেফতারকৃত যুবকদের বিতর্কিত ভারতীয় ১৫১ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে। পরিবারের সদস্যরা দায়েরকৃত এফআইআর এর বিস্তারিত কপি চাইলে তাদের তা দেয়নি পুলিশ।


      তথ্যসূত্র:
      1. Several Muslim men arrested for waving Palestine flag after Eid prayers in UP’s Saharanpur
      https://tinyurl.com/2xy29sw9
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গেল মার্চ মাসে ০৫ কাশ্মীরিকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী



        রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবে অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে গত মার্চ মাসে মোট ০৫ কাশ্মীরিকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। নিহতদের মাঝে ভুয়া এনকাউন্টারের নামে দুইজনকে হত্যা করা হয়েছে।

        এই তথ্য প্রকাশ করেছে কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগ।

        পুরো মার্চ মাস জুড়ে ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেল, ভারতীয় পুলিশ, সিআরপিএফ সহ উগ্রবাদী ভারতীয় সব কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোট ৪৯ জন সাধারণ নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই রাজনৈতিক কর্মী, সাধারণ যুবক, ব্যবসায়ী ও শিক্ষার্থী। অধিকাংশ নাগরিককে ভুয়া আইনের কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।

        এছাড়াও দখলকৃত জম্মু ও কাশ্মীরে নাগরিকদের সাধারণ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে দখলদার ভারতীয় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে আহত হয়েছেন ০৫ জন সাধারণ কাশ্মীরি।


        তথ্যসূত্র:
        1. Indian troops martyr five Kashmiris in March
        https://tinyurl.com/rn3wt2ae
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত




          ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় ১ এপ্রিল, মঙ্গলবার আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশত। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৩৯৯ জনে পৌঁছে গেছে।

          গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

          বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

          মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

          স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।


          তথ্যসূত্র:
          1. Gaza death toll nears 50,400 as Israeli army kills 42 more Palestinians
          https://tinyurl.com/ywajdyc5
          2.Gaza death toll nears 50,400 as Israeli army kills 42 more Palestinians
          https://tinyurl.com/3hrhhr6s
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আর কত মাজলুম মার খেলে মুসলিমদের হুস হবে??
            এখনো অনেক মুসলিম সময় নষ্ট করে। জিহাদি ইলম শিখে না। ট্রেনিং জানে না। বাইক চালাতে পারে না। সাতার পারে না। হাটতে পারে না। দৌরাতে পারে না। রৌদ বৃষ্টি শরিলে সহে না। জাগো মুসলিম জাগো।

            Comment

            Working...
            X