ভারতে মুসলিম ইতিহাসের সাথে জড়িত ১৫টি স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দত্ববাদী সরকার

ভারতের উত্তরাখণ্ডে মুসলিমদের ইতিহাসের সাথে জড়িত ১৫টি স্থানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। সোমবার (৩১ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামী। পরিবর্তনকৃত ওই স্থানগুলো উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উধম সিং নগর জেলায় অবস্থিত। পরিবর্তনকৃত অধিকাংশ নামই ভারতীয় মুসলিম শাসকদের ইতিহাসের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।
হরিদ্বার জেলায়, মুঘল শাসক সম্রাট আওরঙ্গজেব এর নামে থাকা ‘আওরঙ্গজেবপুর’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শিবাজি নগর’। একই ভাবে ‘গাজীওয়ালি’ থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘আর্য নগর’, ‘চাঁদপুর’ থেকে ‘জ্যেতিবা ফুলে নগর’ এবং ‘মুহাম্মাদপুর জাট’ থেকে পরিবর্তন করে ‘মোহনপুর জাট’ রাখার সিদ্ধান্ত নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
এছাড়াও হরিদ্বারে, ‘খানপুর কুরশিলি’ থেকে ‘আম্বেদকার নগর’, ‘ইন্দিরিসপুর’ থেকে ‘নানদপুর’ এবং ‘আকবারপুর-ফজলপুর’ এর নাম পরিবর্তন করে বিজয়নগর রাখার সিদ্ধান্ত নেয় হয়েছে।
দেরদুন জেলায়, ‘মিয়ওয়ালা’ থেকে ‘রামজিওয়ালা’ , ‘পিরওয়ালা’ থেকে ‘কেসারিওয়ালা’, ‘চাঁদপুর নগর’ থেকে ‘পৃথ্বীরাজ নগর’ এবং ‘আব্দুল্লাহ নগর’ এর নাম পরিবর্তন করে দক্ষিণ নগর রাখা হয়েছে।
নৈনিতাল জেলায়, ‘নবাবী রোড’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অটল মর্গ’, অন্যদিকে পঞ্চক্কি থেকে আইটিআই-এর সাথে সংযোগকারী রাস্তাটি এখন গুরু গোলওয়ালকর মার্গ নামে পরিচিত হবে।
উধম সিং নগর এলাকায়, সুলতানপুর পট্টি পৌর পরিষদের নাম এখন কৌশল্যা পুরী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উগ্র হিন্দুত্ববাদী সরকার।
তথ্যসূত্র:
1. Uttarakhand govt announces renaming of 15 places linked to Muslim history
– https://tinyurl.com/y2d4dc9b
Comment