ফ্রান্স জুড়ে ইসলাম বিদ্বেষ তুঙ্গে, দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে বিভিন্ন বাক্য
পবিত্র রমজানের প্রাক্কালে ফ্রান্স জুড়ে আশংকাজনক হারে বেড়ছে ইসলাম বিদ্বেষী আক্রমণ। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে ইসলাম বিদ্বেষী বাক্য।
ক্রুসেডার ফ্রান্স তাদের ইসলাম বিরোধী যুদ্ধের অংশ হিসেবে মুসলিমদের ধর্মীয় উপসনালয় মসজিদকে সহসাই হামলার লক্ষবস্তুতে পরিণত করে থাকে। পবিত্র রমজান মাসের শুরুতে ফ্রান্সের মসজিদ জুড়ে সেই হামলা আরেক দফা বৃদ্ধি পেয়েছে।
গত ৯ই এপ্রিল শুক্রবার দেশটির নান্তেস শহরের আর-রাহমা মসজিদে ইসলাম বিদ্বেষীরা অগ্নি সংযোগ করে। মসজিদ ফটকের সামনে দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া তিনটি ঝুড়ি ভর্তি কাগজের বাক্স থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান শিখা মসজিদের কাঠের দরজাটি পুড়িয়ে দেয় ও পেছনে থাকা ধাতব শাটারটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এদিকে আর-রাহমা মসজিদে অগ্নি হামলার ২৪ ঘন্টা না পেরোতেই, ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলীয় রেন্নেস শহরের আরেকটি মসজিদ হিংসাত্মক আক্রমণের শিকার হয়েছে। শহরটির ইসলামিক কালচারাল সেন্টারের দেয়াল জুড়ে উগ্রবাদীরা ইসলাম বিদ্ধেষী বার্তা লিখে রেখে যায়।
"ক্রুসেড (ধর্ম যুদ্ধ) আবার হবে"
"শ্বাশত ফ্রান্সে ইসলামের ঠাঁই নেই"
সম্প্রতি ৩০ মার্চ, ২০২১ ক্রুসেডার ফ্রান্সের মন্ত্রীসভা ১৮ বছরের নিচে মুসলিম মেয়েদের পর্দা প্রথা হিজাব পরিধান রুখতে সিনেটে একটি আইন পাশ করেছে।
পবিত্র রমজানের প্রাক্কালে ফ্রান্স জুড়ে আশংকাজনক হারে বেড়ছে ইসলাম বিদ্বেষী আক্রমণ। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে ইসলাম বিদ্বেষী বাক্য।
ক্রুসেডার ফ্রান্স তাদের ইসলাম বিরোধী যুদ্ধের অংশ হিসেবে মুসলিমদের ধর্মীয় উপসনালয় মসজিদকে সহসাই হামলার লক্ষবস্তুতে পরিণত করে থাকে। পবিত্র রমজান মাসের শুরুতে ফ্রান্সের মসজিদ জুড়ে সেই হামলা আরেক দফা বৃদ্ধি পেয়েছে।
গত ৯ই এপ্রিল শুক্রবার দেশটির নান্তেস শহরের আর-রাহমা মসজিদে ইসলাম বিদ্বেষীরা অগ্নি সংযোগ করে। মসজিদ ফটকের সামনে দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া তিনটি ঝুড়ি ভর্তি কাগজের বাক্স থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান শিখা মসজিদের কাঠের দরজাটি পুড়িয়ে দেয় ও পেছনে থাকা ধাতব শাটারটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এদিকে আর-রাহমা মসজিদে অগ্নি হামলার ২৪ ঘন্টা না পেরোতেই, ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলীয় রেন্নেস শহরের আরেকটি মসজিদ হিংসাত্মক আক্রমণের শিকার হয়েছে। শহরটির ইসলামিক কালচারাল সেন্টারের দেয়াল জুড়ে উগ্রবাদীরা ইসলাম বিদ্ধেষী বার্তা লিখে রেখে যায়।
"ক্রুসেড (ধর্ম যুদ্ধ) আবার হবে"
"শ্বাশত ফ্রান্সে ইসলামের ঠাঁই নেই"
সম্প্রতি ৩০ মার্চ, ২০২১ ক্রুসেডার ফ্রান্সের মন্ত্রীসভা ১৮ বছরের নিচে মুসলিম মেয়েদের পর্দা প্রথা হিজাব পরিধান রুখতে সিনেটে একটি আইন পাশ করেছে।
Comment