Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৯ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ০৮ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৯ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ০৮ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি


    ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন ধংসস্তুপে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর গণহত্যার এক বিবরণ উঠে এসেছে সম্প্রতি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। খবর দ্য সাইলেন্স এবং এপির।

    তাদের বিবরণে, ‘যতদূর চোখ গিয়েছে, চোখের সামনে যা কিছু পেয়েছে, ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে, গুলি করে তা স্তিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনই এখানে ফিরতে না পারেন, সেই ব্যবস্থাই করেছে দখলদার সেনারা।’

    স্থানীয় সময় ৭ এপ্রিল, সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দখলবিরোধী এই ভেটেরান্স গ্রুপের প্রতিবেদনে জানা গেছে, গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল প্রশাসন।

    শুধু তাই নয় বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার ‘কিলিং জোনে’ পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর ৫০০ মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হত, হোক সে নারী বা শিশু! হতভাগ্য ফিলিস্তিনিরা জানেও না ঠিক কোন পর্যন্ত এই বাফার জোনের বিস্তৃতি। না জেনেই হয়তো প্রবেশ করে ফেলেন মরণ ফাঁদে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা বলেছে, ‘২০২৩ সালের অক্টোবরে তারা (হামাস যোদ্ধারা) আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি, আমরা শুধু তাদের নয়, তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সব কিছুই মারছি।’

    ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে এসোসিয়েট প্রেসকে (এপি) সাক্ষাৎকার দেয় ৫ জন। এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে।

    এপির খবরে ওই পাঁচ সেনা জানায়, বাফার জোনের ফসলের মাঠ, সেচের পাইপ, শস্য, গাছপালা, সরকারি-বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিল তারা। যাতে সেখানে হামাসের কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান। সেনারা জানায়, তারা এত পরিমাণ স্থাপনা ধ্বংস করেছে, তা গুনেও বলতে পারবে না।

    ইসন্ত্রাসী ইসরায়েলি সেনারা গাজার যে অংশে বাফার জোন তৈরি করেছে, সেটি এক সময় লাখ লাখ ফিলিস্তিনির পদচারণায় মুখরিত ছিল। গাজার কৃষিকাজের জন্য এই ভূমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়, ওই এলাকাগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাফার জোন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করলে বাফার জোনে অতিরিক্ত আরও সেনা মোতায়েন করে দখলদার ইসরায়েল।


    তথ্যসূত্র:
    1. T h e P e r i m e t e r
    Soldiers’ testimonies from the Gaza Buffer Zone
    -https://tinyurl.com/yc2nzvac
    2.MIsrael military razed Gaza perimeter land to create ‘kill zone’, soldiers say
    https://tinyurl.com/amnjnywm

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন




    ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।বিক্ষোভের মধ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। ০৭ এপ্রিল, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ০৬ এপ্রিল,রবিবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। থৌবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কে আয়োজিত এক সমাবেশে ৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন।

    আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত থাকলেও পরে আধাসামরিক বাহিনী এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় আলিয়া মাদ্রাসা এলাকা দিয়ে লিলং হাওরেবিতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল।

    লিলং হচ্ছে সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা। রোববার দুপুরের নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন।

    এছাড়া সকাল থেকেই বিভিন্ন মুসলিম এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং যেকোনও ধরণের প্রতিবাদ ও সমাবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।


    তথ্যসূত্র:
    1. BJP leader’s house set ablaze in Manipur amid protests against Waqf Amendment Act
    -https://tinyurl.com/mryb5azs
    2.set ablaze BJP minority leader’s house for supporting Waqf (Amendment) Act 2025 in
    https://tinyurl.com/yjdhkcmn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      দখলদার ইসরায়েলের সঙ্গে চুক্তি, প্রতিবাদ করায় ২ কর্মীকে বরখাস্ত করলো মাইক্রোসফট


      সন্ত্রাসী ইসরায়েলের দখলদার বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহ করায় মাইক্রোসফট কোম্পানির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদ জানান প্রতিষ্ঠানটির দুই কর্মচারী। এর জের ধরে ওই কর্মীদের বরখাস্ত করেছে মাইক্রোসফট।

      ৭ এপ্রিল,সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি নিউজ।

      দখলদার ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সরবরাহ করায় কোম্পানির কর্মী ইবতিহাল আবৌসাদ এবং ভানিয়া আগরওয়াল প্রতিবাদ জানান।

      গাজায় ইসরায়েলের আগ্রাসনে সহায়তা করার জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমারের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ করেছেন সংস্থাটির কর্মী ভানিয়া আগরওয়াল। তিনি বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আপনাদের সাহস হলো কীভাবে? তাদের (ফিলিস্তিনিদের) রক্তের ওপর উদযাপন করার জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত।

      মাইক্রোসফটকে ‘ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক’ আখ্যা দিয়ে ভানিয়া আগরওয়াল বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে। এ সময় তিনি কোম্পানিটিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান।

      আগরওয়ালকে পরে হল থেকে জোর করে বের করে দেওয়া হয়। ভানিয়া আগরওয়াল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ১৩৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সংস্থাটির এআই এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন।

      গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ।


      তথ্যসূত্র:
      1. Microsoft workers say they’ve been fired after 50th anniversary protest over Israel contract
      -https://tinyurl.com/mvuzrmt8
      2.Microsoft workers say they’ve been fired after 50th anniversary protest over Israel contract
      https://tinyurl.com/ympuce98


      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X