Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১১ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১০ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১১ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১০ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    সব মাদরাসায় পালন করতে হবে চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ





    দেশের সব মাদরাসায় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ৯ এপ্রিল, বুধবার এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সব মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।

    অফিস আদেশে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসাসমূহে নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশ দেয়া হলো।

    মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদরাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে। সে আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

    গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রধান ইসলামি দলগুলো সহ সর্বস্তরের নাগরিক সমাজ। সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।


    তথ্যসূত্র:
    1.
    সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ
    https://tinyurl.com/226z9cwu
    2. দেশের সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ পালনের নির্দেশ
    https://tinyurl.com/bdf246jj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বর্বর ইসরায়েলি অবরোধে গাজায় ৬০ হাজার শিশু চরম অপুষ্টিতে, বন্ধ ২১টি পুষ্টিকেন্দ্র





    দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অন্যদিকে কঠোর অবরোধের মুখে গোটা উপত্যকায় খাদ্য, পানীয়সহ সব ধরনের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা।

    ৯ এপ্রিল, বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজায় বর্তমানে প্রায় ৬০,০০০ শিশু ‘অপুষ্টির কারণে চরম স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে রয়েছে’।

    এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইহুদিবাদী দখলদার বাহিনীর জারি করা বাস্তুচ্যুতির নির্দেশনার কারণে ২১টি পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। যার ফলে ইতোমধ্যেই অপুষ্টিতে ভোগা প্রায় ৩৫০ শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে।

    এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, সন্ত্রাসী সনইসরায়েল গাজায় গণহত্যামূলক আগ্রাসন ও শিশুদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। এ জন্য ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    প্রতি বছর ৫ এপ্রিল ফিলিস্তিনে শিশু দিবস পালিত হয়। তবে এবার দিবসটি এমন এক সময়ে এসেছে, যখন গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১৯,০০০ শিশু নিহত হয়েছে। যাদের মধ্যে ২৭৪টি নবজাতক ও ৮৭৬ টি এক বছরের কম বয়সি শিশুও রয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত ও ১,১৫,৬৮৮ জন আহত হয়েছে। তবে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস নিখোঁজ থাকা ফিলিস্তিনিদের সংখ্যা আপডেট করে মোট প্রাণহানির সংখ্যা ৬২,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে।


    তথ্যসূত্র:
    1. At least 60,000 children malnourished in Gaza as Israel keeps blocking aid
    https://tinyurl.com/3wjxuyvw
    2. Malnutrition in Gaza leaves 60,000 children at risk of serious complications
    https://tinyurl.com/p7evvsxj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইয়েমেনের হোদেইদায় মার্কিন হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে




      হোদেইদা শহরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন। বার্তা সংস্থা এএফপি এ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

      ইয়েমেনের আল মাসারাহ টিভি চ্যানেল জানায়, হোদেইদার পূর্ব অংশে আমিন মুকবিলের আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হোদেইদায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপ অপসারণে অভিযান চলছে।

      ৮ এপ্রিল, মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

      হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, বিমান হামলায় চার শিশু ও দুইজন নারী নিহত হয়েছেন।

      এর আগে হোদেইদা ও এর আশেপাশের এলাকায় বিমান হামলায় দুই নারী এবং চার শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

      এছাড়াও, ৬ এপ্রিল, রবিবার রাতে আরেক হামলায়, সানা অঞ্চলে একটি বাড়িতে ৪ শিশু নিহত এবং ২৫ জন আহত হয়। এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।


      তথ্যসূত্র:
      1. Death toll from US strikes on Yemen’s Hodeidah port rises to eight
      https://tinyurl.com/3v8fm6ez
      2. Suspected US strikes in Yemen kill at least 8 people, Houthi rebels say
      https://tinyurl.com/bdenyhwr
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় আবাসিক ভবনে বোমাবর্ষণে নিহত ৩৫, নিখোঁজ অর্ধশতাধিক



        ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে ৯ এপ্রিল, বুধবার নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫৫। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে নিলেও অস্ত্রোপচারের মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

        ১০ এপ্রিল, বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

        এ ঘটনায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ভারী উদ্ধারযন্ত্র না থাকায় অনেকটা অসহায় উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, আটকেপড়াদের অনেকে নিহত হয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

        গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

        দীর্ঘ ১৫ মাস সামরিক আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইহুদিবাদী দখলদার পক্ষ।

        গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৭০০ জন আহত হয়েছেন।

        তথ্যসূত্র:
        1. At least 35 killed in Israeli attack on Gaza residential block
        https://tinyurl.com/yvnj56bt
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি গড়তে ফেসবুকে শতাধিক বিজ্ঞাপন প্রচার




          অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের কার্যকলাপকে ঘিরে মেটা ১০০টিরও বেশি প্ররোচনামূলক বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

          প্রতিবেদনে বলা হয়, এসব বিজ্ঞাপনের মাধ্যমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল এবং খেলার মাঠ ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। কিছু বিজ্ঞাপন এমনকি গাজায় মোতায়েন ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর জন্য বসতি গড়ে তুলতে অনুদানেরও আবেদন করেছে।

          রামাত আদেরেট নামক একটি ফেসবুক পেজ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের প্রচার চালিয়ে আসছে, যেখানে সৌনা, জ্যাকুজি এবং কোল্ড প্লাঞ্জের সুবিধার কথা তুলে ধরা হয়েছে। পিচবুকের তথ্য অনুসারে, ৩০০ মিলিয়ন ডলারের এ প্রকল্পে ইসরায়েলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অর্থায়ন করেছে।

          পশ্চিম তীরের মা’আলে আদুমিম ও ইফরাতের অবৈধ বসতিতে মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট নামের এক সংস্থা অন্তত ৪৮টি বিজ্ঞাপন পোস্ট করেছে। অন্যদিকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে আরও অন্তত ৫২টি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

          এ ব্যাপারে এখনো মেটা কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপন এবং হাউজিং ব্যবসার মাধ্যমে বিশাল মুনাফা করাই ইসরায়েলের অন্যতম লক্ষ্য।

          এদিকে, আরব নিউজ জানায়, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার প্রায় ৫০ শতাংশ এলাকাকে নিয়ন্ত্রণে নিয়েছে। টানা হামলার কারণে অঞ্চলটিতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেনি, ফলে হাজারো মানুষ চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে।


          তথ্যসূত্র:
          1.Facebook hosts Israeli ads promoting illegal activity
          https://tinyurl.com/yc2szfen
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            গাজা একটি কিলিং ফিল্ড হয়ে উঠেছে


            গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণের ফলে পুরো অঞ্চলটি যেন এক নির্মম ‘কিলিং ফিল্ড’-এ পরিণত হয়েছে—এমনই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

            আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিল, মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই উদ্বেগজনক মন্তব্য করা হয়। মন্তব্যে বলা হয়, গাজার বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যু-চক্রে আটকা পড়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা এবং চরমভাবে আরোপিত অবরোধের ফলে পুরো ২৩ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

            গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে দখলদার ইসরায়েল। বিশেষ করে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়ে খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকতে দিচ্ছে না তারা। এতে শিশু, বৃদ্ধ ও আহত মানুষগুলো মারাত্মক সংকটে পড়েছে।

            জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করা হচ্ছে। পূর্ব জেরুজালেমে অবস্থিত ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর সঙ্গে সংযুক্ত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ ও প্রশাসন। এতে শিক্ষাব্যবস্থাও ভেঙে পড়ার মুখে পড়েছে।

            বিশ্বের বহু নেতা-নেত্রী এবং মানবাধিকার সংগঠন ইতোমধ্যেই এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এখনো সংঘর্ষ থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। গাজায় অবরুদ্ধ মানুষদের বাঁচাতে অবিলম্বে সহায়তা পৌঁছানো জরুরি।


            তথ্যসূত্র:
            1.Video: UN chief says Israel has turned Gaza into “a killing field”
            https://tinyurl.com/3pk89a75
            2. Gaza is a ‘killing field’, says UN chief, as agencies urge world to act on Israel’s blockade
            https://tinyurl.com/4ur4m428
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X