ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম; দেশব্যাপি বিক্ষোভের ঢেউ

গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর সংগঠিত হয়েছে একের পর এক বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও দোয়া মাহফিল। ফিলিস্তিনি জনগণের ওপর চালানো নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে।
রাজধানী ঢাকায় উত্তাল বায়তুল মোকাররম এলাকা জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এবং বাংলাদেশ তিসরি ইনসাফ দলসহ একাধিক ইসলামী সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল কেবল গাজায় নয়, গোটা মানবতাকেই হত্যার পরিকল্পনায় নেমেছে। শিশু, নারী, নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের ভূমিকা হতাশাজনক ও নৈতিকভাবে দেউলিয়া। এ অবস্থায় মুসলিম উম্মাহর উচিত, একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং তাদের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। দেশীয় ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য আমদানি বন্ধেরও আহ্বান জানানো হয়।
জেলাজুড়ে বিক্ষোভের ঢেউ রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি।
লক্ষ্মীপুর
চক বাজার জামে মসজিদ, দক্ষিণ তেমুহনীসহ বিভিন্ন স্থান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন ও ফিলিস্তিন সংহতি লক্ষ্মীপুর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উত্তর তেমুহুনী শহীদ আফনান চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে ইসরায়েল ও তাদের মিত্রদের নিন্দা জানান।
যশোর
যশোরে হেফাজতে ইসলাম, ইমাম পরিষদ ও আহলে হাদিস বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় সমাবেশ, মিছিল ও মানববন্ধন। দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে নেতারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল খুলনা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় জনতাও অংশগ্রহণ করেন।
মাদারীপুর
জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
কুড়িগ্রাম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও ইসলামী যুব আন্দোলনের জেলা শাখা পৃথকভাবে শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেষ হয়। বক্তারা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পঞ্চগড়
জেলায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রতীকী মরদেহ বহন করে হাজারো মানুষ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানান। ‘মার্চ ফর গাজা’ শিরোনামে অনুষ্ঠিত কর্মসূচিতে মুসল্লিরা স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন পুরো এলাকা। সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি মুসলিম উম্মাহকে একসাথে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।
তথ্যসূত্র:
১. ফিলিস্তিন ইস্যুতে উত্তাল বায়তুল মোকাররম, জেলায় জেলায় বিক্ষোভ
– https://tinyurl.com/2fynte9v
Comment