Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৫ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৫ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরায়েল



    অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল যেন থামছেই না। ১৪ এপ্রিল, সোমবার আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

    এর ফলে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। বাস্তবচিত্র আরও ভয়াবহ—ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই।

    ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার নতুন করে হামলা শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি।

    জাতিসংঘের হিসাব অনুযায়ী, দখলদার ইসরায়েলের এই টানা হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এবং পানি-বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাও।

    তথ্যসূত্র:
    1. Gaza death toll nears 51,000 as Israel’s genocidal war continues unabated
    https://tinyurl.com/k5sxupfn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    নিউইয়র্কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত



    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। ১৪ এপ্রিল, সোমবার সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কলাম্বিয়া কাউন্টিতে একটি প্রাইভেট বিমান অবতরণের সময় ভূপাতিত হয়েছে। এ সময় বিমানে ছয় আরোহী ছিল। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিতসুবিশি এমইউ-২বি মডেলের এই বিমানটি কোপাকে শহরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানায়, বিমানটি উচ্চগতিতে মাটিতে আছড়ে পড়ায় যাত্রীদের উদ্ধারের কোনো সুযোগই ছিল না।

    ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রতিনিধি টড ইনম্যান এক সংবাদ সম্মেলনে বলেছে, বিমানটি সম্পূর্ণ বিকৃত ও মাটির মধ্যে প্রায় গেঁথে গিয়েছিল। এটি অত্যন্ত দ্রুতগতিতে ভূপাতিত হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার ৬ জনের মধ্যে কোনো জীবিত ব্যক্তি নেই বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের তালিকায় রয়েছে এমআইটি স্নাতক জেমস স্যান্টোরো, সাবেক এমআইটি ফুটবলার ও ২০২২ সালের এনসিএএ নারী বর্ষসেরা কারেননা গ্রফ, তার বাবা স্নায়ুবিজ্ঞানী ড. মাইকেল গ্রফ, মা ইউরোগাইনোকোলজিস্ট ড. জয় সাইনি, ভাই জ্যারেড গ্রফ (সোয়ার্থমোর কলেজ গ্র্যাজুয়েট) এবং জ্যারেডের সঙ্গী আলেক্সিয়া কুয়াউইটাস দুয়ার্তে।

    তদন্তে জানা গেছে, পাইলট ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস পরিচালনা করছিল। ঘটনার সময় মাঠে বরফ থাকায় এবং মেঘলা আবহাওয়া (তাপমাত্রা ৩৫ ডিগ্রি ফারেনহাইট) দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনটিএসবি বিমানের ধ্বংসাবশেষ এবং একটি ভিডিও ফুটেজ পরীক্ষা করছে, তবে তা জনসাধারণের দেখার জন্য প্রকাশ করা হবে না বলেই জানানো হয়েছে।

    বিমানটির মালিকানা ছিল ম্যাসাচুসেটসের ডায়নামিক স্পাইন সলিউশনস এলএলসি, যার একমাত্র এজেন্ট হিসেবে নথিভুক্ত ছিল ড. মাইকেল গ্রফ। বিমানটি গত বছর আধুনিক এভিয়োনিক্স সিস্টেম সহকারে কেনা হয়েছিল।


    তথ্যসূত্র:
    1. Karenna Groff, former NCAA woman of the year, among 6 killed in family plane crash in upstate New York
    https://tinyurl.com/42c4dscm
    2.Top former college athlete among six dead in New York plane crash
    https://tinyurl.com/tbzuet2a
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X