Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৭ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৭ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    ভারতের হরিয়ানায় ৫০ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে প্রশাসন



    ভারতের হরিয়ানার ফরিদাবাদ জেলার বাদখাল গ্রামে ৫০ বছরের পুরনো একটি মসজিদ ‘আকসা মসজিদ’ অবৈধ ঘোষণা দিয়ে ভেঙে দিয়েছে পৌর প্রশাসন। তবে স্থানীয় মুসলিমদের দাবি, এই জায়গা নিয়ে মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং কোনো চূড়ান্ত আদেশ ছাড়াই মসজিদ ধ্বংস করা হয়েছে—যা আইন ও ন্যায়ের স্পষ্ট লঙ্ঘন।

    ১৬ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম ক্লারিওন ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ এপ্রিল সকালে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ছাড়াও ঊর্ধ্বতন পৌর কর্পোরেশন কর্মকর্তারা উপস্থিত ছিল।

    স্থানীয়দের মতে, এই ‘আল আকসা’ মসজিদটি গড়ে উঠেছিল পাঁচ দশক আগে, গ্রামের তৎকালীন নির্বাচিত প্রধান (সরপঞ্চ) রাক্কার দানকৃত জমির উপর। দীর্ঘ সময় ধরে এটি মুসলিমদের নামাজ আদায়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে এটিকে অবৈধ আখ্যা দিয়ে সরকারি জমি বলে দাবি করে পৌর কর্পোরেশন। কিন্তু গ্রামবাসীরা বলছেন, জমিটি কখনোই কর্পোরেশনের মালিকানায় ছিল না।

    একজন স্থানীয় বাসিন্দা মুশতাক বলেন, ‘প্রথমে তারা কয়েকটা ছোট দোকান ভাঙল, তারপর সরাসরি আমাদের মসজিদের দিকে এগিয়ে এল। আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, সময়ও দেওয়া হয়নি। সবকিছু খুব দ্রুত ও আচমকা ঘটল। এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল।’

    প্রশাসনের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, কোনো রায় বা আদেশ আদালতের পক্ষ থেকে এখনো প্রকাশ্যে আসেনি, বরং বিষয়টি এখনো বিচারাধীন। এতে স্পষ্টতই আদালতের ওপর প্রশাসনের একতরফা পদক্ষেপের প্রশ্ন উঠছে।

    গ্রামের নেতা আসলাম কুরেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘যদি বিষয়টি আদালতে বিচারাধীন থাকে, তবে এত তাড়াহুড়ো কেন? এটা কি মুসলিম সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি করে নির্বাচনের আগে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা নয়?’

    তিনি আরও বলেন, ‘এই ধরণের কর্মকাণ্ড শুধু জমি নিয়ে নয়—এটা আমাদের ধর্মীয় পরিচয়, বিশ্বাস ও মর্যাদার উপর আঘাত। যারা এমন কাজ করছে, তারা গণতন্ত্রের নামে বিভাজনকেই এগিয়ে নিচ্ছে।’

    শেষ পর্যন্ত, আকসা মসজিদের জায়গাটি এখন শুধুই এক টুকরো ধ্বংসস্তূপ। যেখানে একসময় মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো, আজ সেখানে পড়ে আছে শুধুই শূন্যতা, ক্ষোভ আর অনেক না বলা প্রশ্ন। ৭০ বছর বয়সী হাজী নাসির চোখের পানি মুছে বলেন, ‘তারা আমাদের মসজিদ ধ্বংস করেছে, কিন্তু আমাদের প্রার্থনা আর আশা ধ্বংস করতে পারেনি।’


    তথ্যসূত্র:
    1. Land Dispute Still in SC, But 50-year-old Mosque Demolished in Faridabad Village
    https://tinyurl.com/4ucnkdm6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সীমান্তে গুলি করার পর বাংলাদেশি যুবককে মারধর করে ভারতে নিয়ে গেল বিএসএফ



    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে হাছেনুর (২২) নামের এক যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    ‎বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে।

    ‎প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। একপর্যায়ে তাকে গুলি করে বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুকের গোড়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে তারা। একপর্যায়ে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। ফলে গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা জানা যায়নি।


    তথ্যসূত্র:
    ১. সীমান্তে বাংলাদেশিকে গুলি, পরে পিটিয়ে ভারতে নিয়ে গেলো বিএসএফ
    https://tinyurl.com/bdhf75ub
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সুন্দরবনে বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের উপর হামলা চালিয়েছে বিএসএফ; ছিনিয়ে নিয়েছে ২টি নৌকা




      সুন্দরবনে বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

      মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

      ভুক্তভোগী জেলেরা গণমাধ্যমকে জানিয়েছে, বিএসএফ সদস্যরা তাদের মারধর করে দুইটি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।

      হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

      ঘটনার শিকার শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানিয়েছে, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দুই দিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন। একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুইটি স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করে।

      তিনি আরও জানান, পেতে রাখা জাল ও সেখানে থাকা নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন জেলেরা। জাল একইভাবে পাতা থাকলেও বিএসএফ সদস্যরা নৌকা দুটি নিয়ে যায়। বর্ডার এলাকায় মাছ ধরতে যাওয়ার কারণে তাদের ওপর হামলা করা হয়েছে।


      তথ্যসূত্র:
      ১. সুন্দরবনে বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা.
      -https://tinyurl.com/4r5zbxr7

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ২০২৪ সালে ভারতে ঘৃণাত্মক বক্তব্য বেড়েছে ২৭০ শতাংশ; শীর্ষে রয়েছে মোদি





        ২০২৪ সালে গোটা ভারতজুড়ে ঘৃণাত্মক বক্তব্যের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে ২৭০ শতাংশ। এর মধ্যে ৯৬ শতাংশ বক্তব্যই লক্ষ্য করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, এসব বক্তব্যের এক তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ দিয়েছেন স্বয়ং দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০২৩ সালে ভারতে মোট ৩৩টি ঘৃণাত্মক বক্তব্য রেকর্ড করা হয়। তবে ২০২৪ সালে তা বেড়ে ১২২ এ দাঁড়িয়েছে।

        গত ১২ এপ্রিল মুম্বাই ভিত্তিক সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি এন্ড সেক্যুলারিজম (সিএসএসএস) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

        প্রতিবেদনে বলা হয়, ১২২টি ঘৃণাত্মক বক্তব্যের ৯৬ শতাংশ মুসলিমদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এসব বক্তব্য দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী। এছাড়া শিখ ও দলিতদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে ০.৮ শতাংশ বা দুটি বক্তব্য।

        প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে উদ্দেশ্য করেই মুসলিমদের বিরুদ্ধে এমন ঘৃণামূলক বক্তব্য প্রচার করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রার্থীরা। এতে তাদের ভোটব্যাংক বৃদ্ধি পায়।

        উল্লেখ্য, মুসলিমদের বিরুদ্ধে দেওয়া এসব ঘৃণামূলক বক্তব্যের মোট ৩১ শতাংশ এসেছে মহারাষ্ট্র থেকে। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ২৩টি, ঝাড়খণ্ডে ৯টি, পশ্চিমবঙ্গে ৮টি, আসাম ও বিহারে ৭টি ও গুজরাটে ৬টি ঘৃণাত্মক বক্তব্যের রেকর্ড করা হয়েছে। বাকি ঘৃণামূলক বক্তব্য এসেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি, ভারতের দখলকৃত কাশ্মীর, হিমাচল প্রদেশ ও ছত্তিশগড় থেকে।


        তথ্যসূত্র:
        1. Hate Speeches Across India Up by 270% in 2024; Modi Tops the List, Says CSSS
        https://tinyurl.com/y4n8bkvd
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও দেড়শো ইসরায়েলি সেনার চিঠি




          খোদ সামরিক বাহিনীতেই জোরালো হচ্ছে যুদ্ধ বন্ধের দাবি। যাতে চাপ বাড়ছে দখলদার ইসরায়েলি প্রশাসনের উপর। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছে কমপক্ষে দেড়শো ইসরায়েলি সেনা অফিসার।

          অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে এ চিঠিতে সাক্ষর করে আইডিএফের গোলানি ব্রিগেডের সদস্যরা। এর আগে গত সপ্তাহেও বিমানবাহিনীর ১ হাজার ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ সদস্য নেতানিয়াহু বরাবর যুদ্ধ বন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছে। তবে শুধু সেনারাই নয়, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে।

          দখলদার ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে। বিমানবাহিনীর ১০০০ সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল। এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানাল ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতোম, এফ্রায়িম হালেভি ও তামির পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এই কষ্ট থামাতে সরকারকে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।’

          চিকিৎসকরা বলেছে, ‘আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসাবে কাজ করি। আমরা দাবি করছি, গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দিদের ফিরিয়ে আনতে হবে।’ তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে।

          পিটিশনে তারা আরও বলে, “৫৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি, এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে, এর সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা চিকিৎসক হিসাবে জীবনের পবিত্রতায় বিশ্বাস করি। যুদ্ধ চালিয়ে যাওয়া ও বন্দিদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী।”

          এদিকে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী ড্যান হালুৎজ। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে সে। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হালুৎজ বলে, ইসরায়েলের জন্য ‘একটি সরাসরি হুমকি’।


          তথ্যসূত্র :
          1. Over 150 ex-Israeli navy officers join air force veterans in urging end to Gaza war
          https://tinyurl.com/3r9n373h
          2.150 Israeli Soldiers Urge Netanyahu to End Gaza War
          https://tinyurl.com/5esvwn65
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল




            নিমর্ম বোমা, বিমান ও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনের ৫১ হাজার মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে লক্ষাধিক মানুষকে হতাহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

            ইহুদিবাদী দখলদারদের এসব বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় ১৫ এপ্রিল, মঙ্গলবার আরো ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি।

            গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

            প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় ১ হাজার ৬৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৩০২ জন। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

            এই মুহূর্তে গাজার পরিস্থিতি শুধুই একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং এটি মানবতার এক ভয়াবহ পরীক্ষা। শিশু, মা, চিকিৎসক, স্বেচ্ছাসেবী— কেউ রক্ষা পাচ্ছে না এই আগ্রাসন থেকে। বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব এখন নিরপেক্ষ মানবিক অবস্থান থেকে এই সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখা। গাজার জনগণের পাশে দাঁড়ানো মানে শুধু একটি ভূখণ্ড রক্ষা নয়, বরং মানবতার মৌলিক ন্যায্যতা রক্ষা করা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহিতা এখন সময়ের দাবি।


            তথ্যসূত্র :
            1. Gaza death toll hits 51,000 as Israel continues destructive onslaught
            https://tinyurl.com/4cvarj5s
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ



              ফিলিস্তিনের জনগণের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশটির সংসদে গৃহীত নতুন আইনে ইসরায়েলিদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

              গত ১৫ এপ্রিল মালদ্বীপের সংসদে আইনটি সর্বসম্মতভাবে পাস হয় এবং সংসদে পাসের পরপরই প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু এতে অনুমোদন দেন। প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

              এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের অটল অবস্থানকে তুলে ধরে। ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

              প্রসঙ্গত, গত বছর (২০২৪ সালের জুনে) প্রেসিডেন্ট মুইজ্জু প্রথমবারের মতো ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় একটি বিশেষ কমিটি গঠন করে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। সব প্রক্রিয়া শেষ করে এবার আনুষ্ঠানিকভাবে আইনটি সংসদে পেশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা অনুমোদন দেওয়া হয়।


              তথ্যসূত্র:
              1. Maldives bans Israeli passport holders in response to Gaza war
              https://tinyurl.com/2dw4t7ep

              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X