Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২০ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৯ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২০ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ১৯ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে আলেম-জনতার বিক্ষোভ





    ইসরায়েল অনেক দূরে—সেখানে সরাসরি প্রতিরোধে অংশ নেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু ভারতের অবস্থান ঠিক বাংলাদেশের পাশেই। তাই ভারতের মাটিতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হলে, সীমান্ত পেরিয়ে বাংলার কোটি মুসলমান প্রতিবাদে ও প্রতিরোধে নামতে বাধ্য হবে — এমনই হুঁশিয়ারি দিয়েছেন নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে উপস্থিত আলেম-ওলামা ও তৌহিদি জনতা।

    ১৮ এপ্রিল, শুক্রবার জুম্মার নামাজ শেষে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জিআরপি মোড়ে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ওই হুশিয়ারি দেওয়া হয়।

    এসময় তারা আরও বলেন, নব্য ইসয়য়েল ভারতে মাত্রাতিরিক্তহারে মুসলিম নির্যাতন বেড়েছে। কখনো মুসলিম মেয়েদের হিজাব ও বোরকা খুলে ফেলছে,আবার আলেমদের দাড়ি নিয়ে টানাহেঁচড়া করছে।

    মুসলিমদের ওপর অব্যাহত নির্যাতনের পাশাপাশি ওয়াকফ বিলের মাধ্যমে ভারতে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, মাজার ভাঙ্গার গভীর ষড়যন্ত্র করেছে উগ্র বিজেপি সরকার। তাই ইসরায়েল ও নব্য ইসরায়েল ভারতের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে। ইসরায়েল দূরে থাকায় হয়তো বাংলার মুসলমানরা সেখানে যেতে পারছে না, কিন্তু ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারতে যেতে ঘন্টাও লাগবে না বলে হুশিয়ারি দিয়ে বক্তারা ইসরায়েল ও ভারতের পণ্য বয়কটেরও আহ্বান জানান।

    এর আগে জুম্মার নামাজের পর পরই বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লা থেকে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে ওই সমাবেশে জড়ো হন। একই সময় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের অগণিত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোস্ট অফিস থেকে শুরু করে জামে মসজিদ মােড় পর্যন্ত। এসময় তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, ভারতে মুসলিম নির্যাতন বন্ধ কর বন্ধ কর, চা ওয়ালা মোদী থাকবে না তোর গদী ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।

    পরে বিশাল ওই প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং জিআরপি মোড়ে এসে দরুদ সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


    তথ্যসূত্র :
    1. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর অত্যাচারের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ
    https://tinyurl.com/2s48nyp8


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪




    ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় ১৮ এপ্রিল, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৪ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

    শুক্রবার যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে এইদিন মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল- অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটির বিমানবাহিনী।

    বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ১৭ হাজার জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।


    তথ্যসূত্র :
    1. LIVE: Israel kills at least 70 people as homes, tent camps bombed in Gaza
    https://tinyurl.com/52xzwuay



    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় ঝরছে রক্ত, সৌদিতে চলছে অশ্লীল নাচ-গান আর চলচ্চিত্র উৎসব






      ৫৫০ দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা। আগুন–রক্ত–ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। স্বজন হারানোর আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ।

      নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে মানুষ বিক্ষোভে অস্থির, তখন আরব দেশগুলোতে চলছে অশ্লীল নাচ-গান আর চলচ্চিত্র উৎসব।

      এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরবে ক্রমবর্ধমান চলচ্চিত্র সংস্কৃতিকে এগিয়ে নিতে চলচ্চিত্র উৎসবের ১১তম আসর শুরু হয়েছে। ১৭ এপ্রিল, বৃহস্পতিবার কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথ্রা) জমকালো আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

      আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলা এই প্রোগ্রামটি তারকাদের একটি অবিচ্ছিন্ন প্রবাহ যা চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার, কর্মশালা, মাস্টারক্লাস এবং লোভনীয় গোল্ডেন পাম পুরস্কারসহ নানা ইভেন্টে পরিপূর্ণ থাকবে।

      ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সৌদির এই চলচ্চিত্র উৎসব কিংডমের দীর্ঘতম চলমান সিনেমা ইভেন্টে পরিণত হয়েছে। এ বছর, ৬৮টি স্ক্রীনিংয়ের মধ্যে ৩৬টি সৌদি এবং উপসাগরীয় চলচ্চিত্র লাইভ-স্ট্রিম করা হচ্ছে।

      চলতি সপ্তাহেই সৌদি আরবের আল-উলা’র জাবাল আল-ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ-গানে মেতেছে তরুণ-তরুণীরা। যা এরইমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।


      তথ্যসূত্র :
      1.11th Saudi Film Festival opens with a night of cinema, culture, stars
      -https://tinyurl.com/22xh2nyt
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত দুই


        দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৯ এপ্রিল (শনিবার), ইসরায়েলি ড্রোন থেকে চালানো পৃথক দুটি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে টানা চারদিন ধরে দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

        প্রথম হামলাটি হয় লেবাননের উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত গাড়ির ওপর, যেখানে একজন নিহত হন। একই দিন দ্বিতীয় হামলাটি চালানো হয় সীমান্তবর্তী আইতা আশ-শা’ব ও রমেইশ গ্রামের মধ্যবর্তী একটি সড়কে, একটি যানের ওপর।

        লেবাননের নিরাপত্তা বাহিনী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাইদনের হামলায় একটি ফোর-হুইল-ড্রাইভ গাড়িকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গাড়িটি দগ্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাস্থলে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। জনতা সেখানে জড়ো হয়ে ধ্বংস হওয়া গাড়িটি দেখছিলেন।

        গত নভেম্বরে ঘোষিত এক বছরব্যাপী অস্ত্রবিরতি কার্যকর থাকলেও বাস্তবে তা বারবার ভঙ্গ করা হচ্ছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতা এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়ার অনুপস্থিতি লেবাননে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠছে।


        তথ্যসূত্র :
        1. At least two killed in Israeli strikes on southern Lebanon
        -https://tinyurl.com/4kepj4da
        2.Israeli strikes kill two in Lebanon, Hezbollah chief says ‘will not let anyone disarm’ it
        -https://tinyurl.com/45satm7s

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X