Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২১ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২০ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২১ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২০ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    ভারতের হায়দ্রাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিমদের বিশাল সমাবেশ



    ভারতে ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে গত ১৯ এপ্রিল রাতে হায়দ্রাবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর ডাকে এই সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ।

    ‘সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও’ শীর্ষক এই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গমসহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এআইএমআইএম এর সদর দপ্তর দারুসসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় ঘরে ঘরে আলো নিভিয়ে ‘বাত্তি গুল’ প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়।

    সমাবেশে এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, আমরা মাথানত করবো না। যারা আমাদের মুছে দিতে চায়, আমরা তাদেরই মুছে দেবো।

    তিনি বলেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম, তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

    সমাবেশে এআইএমপিএলবির সভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেন, আমরা আদালতের ওপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি, এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে।

    তিনি অভিযোগ করেন, এই আইন ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে, আইনটি কার্যকর হলে মুসলিমরা নিজেদের জমির ওপরও ‘ভিজিটর’ হয়ে পড়বে। ‘মক্কা মসজিদ থেকে যেকোনো মসজিদকেই ওয়াকফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে। কত ভয়ংকর এই আইন!’


    তথ্যসূত্র:
    1. ‘We will not bow our heads’: In show of strength against Waqf Act, Muslim Personal Law Board, Owaisi’s AIMIM rally several parties in Hyderabad
    https://tinyurl.com/yv4mrych
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ


    ভারত সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে দুই যুবকের জমি জব্দ করেছে ভারতীয় পুলিশ। কাশ্মীরে বারমুল্লা এলাকায় এই ঘটনা ঘটেছে। নয়া দিল্লি কর্তৃক নিয়োগ-কৃত গভর্নর মনোজ সিনহার নির্দেশে এই ওই দুই কাশ্মীরি যুবকের জমি দখল করা হয়েছে।

    কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, কাশ্মীরের লালপোড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহ শাহ বুখারি নামক এক যুবকের ১ কানাল ও ১০ মারলা জমি অর্থাৎ প্রায় ১৯ শতক। ইউসুফ শাহ এলাকার বাসিন্দা গোলাম রাসুল নামক এক যুবকের ১২ মারলা অর্থাৎ ৮ শতক জমি জব্দ করা হয়েছে।

    এই জমিগুলো বিতর্কিত অবৈধ কার্যক্রম দমন আইনের আওতায় জব্দ করা হয়েছে বলে দাবী করেছে ভারতীয় পুলিশ। ইতিপূর্বে এই আইন নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই আইন তৈরি করা হয়েছে।


    তথ্যসূত্র:
    1. Indian regime attaches properties of two more Kashmiris in IIOJK
    https://tinyurl.com/yc883p94
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে মারধর



      ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ১৩ বছরের এক কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে হামলা চালিয়ে জখম করেছে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক। ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ঘটনাটি ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘দি মুসলিম মিরর’।

      ওই খবরে বলা হয়, একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক মুসলিম ভুক্তভোগী কিশোরকে অপমান করে তাদের পা ধরতে বলে। পরে ওই মুসলিম কিশোর তাদের পা’ ধরতে অস্বীকৃতি জানালে ওই উগ্রবাদী যুবকেরা তার উপর ক্ষীপ্ত হয় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য বাধ্য করে। ওই মুসলিম কিশোর পুণরায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও অস্বীকার করে। স্লোগান দিতে অস্বীকার করায় উগ্রবাদী যুবকের দল তাকে একটি কাঁচের বোতল দিয়ে আঘাতে করে করে। এত গুরুতর আহত হন ওই মুসলিম কিশোর।

      ওই হামলার ফলে গুরুতর আহত হন ভুক্তভোগী ওই মুসলিম কিশোর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

      ন্যক্কারজনক এই হামলায় স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।


      তথ্যসূত্র:
      1. 13-year-old Muslim boy stabbed with glass bottle in Kanpur after allegedly refusing to chant ‘Jai Sri Ram’
      https://tinyurl.com/2dsxb2b2
      2. Video: https://tinyurl.com/mwc89wk4
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ করল অন্তবর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন





        দেশের প্রচলিত শ্রম আইনে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে অন্তবর্তী সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশন। একই সঙ্গে গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে কমিশন।

        শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে নারীবিষয়ক সংস্কার কমিশন প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

        সুপারিশে বলা হয়েছে, ‘বাংলাদেশে পতিতাদের আইনগত স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায় পতিতারা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হয়। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকে। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তাও পায় না।’

        নারী বিষয়ক সংস্কার কমিশনের উক্ত সুপারিশের সমালোচনা করে বিশিষ্টজনরা বলছেন, এই সুপারিশ মূলত পতিতাবৃত্তিকে বৈধতা দেয়ার প্রচেষ্টার অংশ, যা নব্বই ভাগেরও বেশি মুসলমানের দেশে ধর্ম অবমাননার শামিল। যেহেতু ইসলাম পতিতাবৃত্তিকে সুস্পষ্টভাবে অবৈধ ঘোষণা করে। এছাড়াও এই সুপারিশ নারীদের প্রতি বৈষম্যমুক্তির নামে মূলত নারীদের প্রতি চালু থাকা বৈষম্যকে আইনগত স্বীকৃতি প্রদানের শামিল। যেখানে অভাবের তাড়নায় নারীরা এহেন অপমানজনক কর্মে লিপ্ত হয়ে পড়ে, তাদের সামাজিকভাবে পুনর্বাসনের প্রস্তাব না দিয়ে, উক্ত অপমানজনক কর্মের বৈধতা দানের সুপারিশ মানবতাবিরোধী।


        তথ্যসূত্র:
        ১. যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ
        -https://tinyurl.com/mma4epbd




        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          গাজায় বোমা হামলা অব্যাহত, প্রাণ হারিয়েছে আরও ৫৪ জন



          ফিলিস্তিনের গাজায় ১৯ এপ্রিল, শনিবার দিনভর বর্বর ইসরায়েলি হামলায় অন্তত আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০ এপ্রিল, রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

          আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনভর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সন্ত্রাসী নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

          পৃথক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ১৫৭ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

          স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া বর্বর ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় চার হাজার ৭০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।


          তথ্যসূত্র :
          1. LIVE: Israel kills 54 in Gaza; Netanyahu orders more pressure on Hamas
          -https://tinyurl.com/3bh4badk
          2. At least 54 killed in new Israeli strikes across Gaza
          https://tinyurl.com/57f7ru8h
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ইয়েমেনে আবারও বর্বর হামলা চালিয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র



            ইয়েমেনের হোদেইদা প্রদেশে অবস্থিত রাস ঈসা বন্দর ও বিমানবন্দরে একযোগে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা পূর্বের হামলার ঠিক দুই দিন পর সংঘটিত হয়, যেখানে অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। ইয়েমেনের টিভি চ্যানেল আল মাসিরাহ এসব তথ্য জানিয়েছে।

            ১৯ এপ্রিল, শনিবার রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়াহ জেলাতেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ।

            জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন এই বিমান হামলা নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। তার মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছে, এই হামলায় বেসামরিক মানুষের মৃত্যু ছাড়াও পাঁচজন মানবিক সহায়তাকর্মী আহত হয়েছে।


            তথ্যসূত্র :
            1. US attacks Yemen again after at least 80 people killed in Hodeidah
            -https://tinyurl.com/mrxyydwb
            2.Fresh US airstrikes on Yemen’s Houthi rebels said to target airport, port
            https://tinyurl.com/3fudt8u9
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ





              মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আবারও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। ১৯ এপ্রিল, শনিবার যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

              রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। হোয়াইট হাউজের বাইরে টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন।

              অনেক বিক্ষোভকারী ‘রাজতন্ত্রকে না বলুন’ লেখা পোস্টার বহন করছিলেন, যা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সূচনার স্মরণে একটি বার্তা। এছাড়া ‘শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’, ‘অভিবাসীদের সুরক্ষা দাও, পৃথিবীকে রক্ষা করো’, অভিবাসীদের স্বাগত’সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিল। বিক্ষোভের সময় ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘ঘৃণা কোনো জাতিকে মহান করে না’, ‘সবার জন্য সমান অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয়’।

              কোনো কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়েহ গলায় জড়াতে দেখা গেছে। তাঁরা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান। অনেকে ‘ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত’ বলে স্লোগান দেন।

              ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে। তাঁদের অনেককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এসব শিক্ষার্থীদের অনেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বর্তমান প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নীতি নিয়েও অনেকের আপত্তি রয়েছে। অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতি সমালোচনা করে আসছে।

              যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিক্ষোভ ক্রমেই বাড়ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রজুড়ে প্রথম বিক্ষোভের আয়োজন করা হয়েছিল ৫ এপ্রিল। ‘হ্যান্ডস অফ’ নামের ওই আন্দোলনেও ব্যাপক জনসমাগম হয়েছিল। সেটি ছিল শনিবারের চেয়েও বড় বিক্ষোভ। সে সময় ৫০টি অঙ্গরাজ্যের ১,২০০টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ছিল ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় জাতীয় প্রতিবাদ। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।

              ‘৫০৫০১’ আগামী পহেলা মে আবারও যুক্তরাষ্ট্রজুড়ে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। এই দিনের কর্মসূচির নাম ‘মে দিবসের শক্তি’।


              তথ্যসূত্র :
              1. Anti-Trump administration protesters turn out for rallies in the US
              -https://tinyurl.com/4kc5ksk3
              2.Thousands join anti-Trump protests across US
              https://tinyurl.com/ae328c3f
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                শরণার্থীদের অধিকার লঙ্ঘন রোধ করতে পাক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ




                ১৯ এপ্রিল কাবুলে এক বৈঠকে আফগান শরণার্থীদের প্রতি অধিকার লঙ্ঘন বন্ধ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। উক্ত বৈঠকে শরণার্থী, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, ট্রানজিট এবং যৌথ মেগাপ্রকল্পসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন উভয় পক্ষ।

                এ সময় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব তুলে ধরেছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি জানান যে, ইমারতে ইসলামিয়া একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে, যা পাকিস্তানসহ সকল প্রতিবেশি দেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বিকাশে সহায়তা করবে। বাণিজ্য, ট্রানজিট সম্প্রসারণ ও পাকিস্তানের সাথে যৌথ প্রকল্প পরিচালনায় তালিবান সরকার আগ্রহী বলে তিনি মতামত প্রকাশ করেছেন।

                এ বৈঠকে তিনি পাকিস্তানে আফগান শরণার্থীদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, শরণার্থীদের অধিকার লঙ্ঘন রোধ করার জন্য তিনি পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

                অপরদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।

                উল্লেখ্য যে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ এপ্রিল আফগানিস্তান সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সফরে ইমারতে ইসলামিয়ার একাধিক মন্ত্রীর সাথে তারা বৈঠকে একত্রিত হয়েছেন।


                তথ্যসূত্র:
                1. Pakistan must prevent violation of refugee rights, Muttaqi tells Dar
                https://tinyurl.com/ptfb57by
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  কুয়েতে মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ের নামে নতুন নির্দেশনা



                  বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কুয়েত বিদ্যুৎ সাশ্রয়ের নামে মসজিদে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের ভেতরের অংশ বন্ধ থাকবে, মুসল্লিদের বাধ্য হয়ে মসজিদের বাইরের জায়গায় নামাজ পড়তে হবে।

                  গত ১৬ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কুয়েত টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় কুয়েতের সব মসজিদের জন্য এই নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। এছাড়া কুয়েতের ছয়টি বিভাগের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধও রাখা হবে বলে খবরে বলা হয়েছে।

                  নতুন নির্দেশ অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের মূল অংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মুসল্লিরা মূল জায়গার বদলে মসজিদের বাহিরের অংশে নামাজ পড়বেন। মসজিদের মূল বা ভেতরের অংশ শুধুমাত্র জুমার নামাজের সময় খোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভেতরের অংশের এসির তাপমাত্রা ২২ ডিগ্রিতে রাখতে হবে।

                  অপরদিকে মসজিদের বাইরের অংশে যদি এসি থাকে তাহলে সেগুলোর তাপমাত্র ২৫ ডিগ্রিতে রাখতে হবে। এছাড়া বেশিরভাগ মসজিদে নারীদের নামাজের স্থানটি বন্ধ থাকবে। শুধুমাত্র ধর্মীয় কাজের সময় এই অংশটি খোলা রাখা যাবে।

                  এছাড়াও নামাজের সময় কমাতে ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব নামাজ শুরু করতে হবে। বিশেষ করে জোহর ও আসরে এটি করতে হবে। এছাড়া নামাজও দীর্ঘ করা থেকে বিরত থাকতে হবে।

                  এসবের বাইরেও মসজিদগুলোতে জোহরের নামাজের ৩০ মিনিট পর থেকে আসর নামাজ শুরুর ১৫ মিনিট আগ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। অর্থাৎ এই সময়টায় ব্ল্যাকআউটের অধীনে থাকবে ধর্মীয় স্থাপনাগুলো।

                  উল্লেখ্য যে, কুয়েত সরকার মসজিদের এই নির্দেশনা দিলেও বিলাসবহুল শপিং মল, হোটেল বা সরকারি দপ্তরগুলোতে এমন কোনো নির্দেশনা জারি করেনি।


                  তথ্যসূত্র:
                  1. Ministry urges Kuwait’s mosques to adopt energy-saving practices
                  https://tinyurl.com/39cz6rdy
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X