মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি হিন্দু কর্মকর্তার; শাস্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তির কারণে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। এতে মহাখালী থেকে আসা-যাওয়ার সড়কটি বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের আগ থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসলেও পরিস্থিতি শান্ত হয়নি।
জানা গেছে, কারখানার কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে এক কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।
শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তথ্যসূত্র:
১.নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
-https://tinyurl.com/mphs6mbj










Comment