Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৭ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৬ এপ্রিল, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৭ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৬ এপ্রিল, ২০২৫ ঈসায়ী​​

    আখাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের চোখে গুলি করলো বিএসএফ



    বাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ২০২০/১১ এস পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত আসাদুল ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

    বিজিবি ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে ইটনা সীমান্তে কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। এ সময় আসাদুলের ডান চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


    তথ্যসূত্র:
    ১.বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ
    -https://tinyurl.com/56ec4cdj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পবিত্র নগরী মক্কার নিকটে অশ্লীল পপ কনসার্ট: ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব



    সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বহু মুসলিম। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

    ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ নামের ওই প্রতিযোগিতায় অংশ নেয় মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ।

    দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছে।

    জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, পবিত্র কাবার কাছাকাছি জায়গায় এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি।

    মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্ব আছে তার।

    এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিল জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল।


    তথ্যসূত্র:

    1. Jennifer Lopez Saudi Arabia Grand Prix concert near Mecca sparks outrage
    https://tinyurl.com/bd4uufp6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪




      ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। ২৫ এপ্রিল, শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

      মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার করা সম্ভব হয়নি তাদের। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

      এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের বর্বর বাহিনীর হামলায় গত দেড় বছরে ৫১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

      জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।


      তথ্যসূত্র:
      1. Gaza death toll tops 51,400 as Israeli army kills 84 more Palestinians
      https://tinyurl.com/y78f7jkc
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        স্বাধীনতাকামী সংগঠনে যুক্ত থাকার অভিযোগ তুলে আরেক কাশ্মীরি মুসলিমের কয়েক লক্ষ রুপি মূল্যের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ




        ভারত সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে আরও এক কাশ্মীরি নাগরিকের জমি জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। কাশ্মীরের কুপাওয়ারা জেলায় সম্পদ জব্দের এই ঘটনাটি ঘটেছে।

        শুক্রবার (২৫ এপ্রিল) ওই ঘটনার একটি সংবাদ প্রকাশ করেছে কাশ্মীর মিডিয়া সার্ভিস।

        কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জেলার কাজিয়াবাদ এলাকায় আব্দুল্লাহ গনি নামক এক কাশ্মীরি মুসলিমের কয়েক লক্ষ রুপি মূল্যের সম্পদ জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। মোদি সরকার কর্তৃক নিযুক্ত গভর্নর মনোজ সিনহার নির্দেশে ওই সম্পদ জব্দ করা হয়।

        ওই মুসলিমের বিরুদ্ধে স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে তার সম্পদ জব্দ করা হয়। এর আগেও একই ধরণের অভিযোগ তুলে অসংখ্য কাশ্মীরি মুসলিমের জমি দখল করা হয়েছে।

        তথ্যসূত্র:
        1.Indian police seize property of another Kashmiri in Kupwara
        https://tinyurl.com/yy5mkuey
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নিজ দেশের বেসমারিক লোকদের উপর বোমা ফেলল ভারতীয় বিমান বাহিনী



          নিজ ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে।

          ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, মনোজ সাগর নামের এক ব্যক্তির বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

          প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলো। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।


          তথ্যসূত্র:
          1.Indian Air Force bombs own civilians amid panic after Pahalgam incident
          https://tinyurl.com/mt3c6udm
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন; প্যান্ডেলে আগুন দিল স্থানীয় জনতা



            গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের আয়োজন করায় প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তবে আগেই টের পেয়ে জুয়াড়ি ও আয়োজকরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

            শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

            পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে এক দিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেলজুড়ে চলে নাচগানের সঙ্গে অশ্লীল নৃত্য। পাশাপাশি সেখানে বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর।

            এলাকাবাসী গণমাধ্যমকে জানায়, বৈশাখ উপলক্ষে এক দিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনে একটি প্যান্ডেলে ম্যাজিক শো হলেও রাতে সেখানে চলে অশ্লীল নৃত্য। সেই সঙ্গে বসে জুয়ার আসর। স্থানীয়রা বাধা দিলেও আয়োজকরা তা উপেক্ষা করে আসর বসালে, বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে প্যান্ডেল ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।


            তথ্যসূত্র:
            ১. মেলার আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্য, প্যান্ডেলে আগুন দিল জনতা
            -https://tinyurl.com/53mvxj3x
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              বোরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগীর ই-মেইল



              বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে।

              বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী। এরপর ঘটনা তদন্তে বিশেষ সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

              বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

              ভুক্তভোগী ওই শিক্ষার্থী শিক্ষক তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও নম্বর টেম্পারিং করে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ করেন।

              নাম পরিচয় নাম প্রকাশ না করার শর্তে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার বরাবর ইমেইলের মাধ্যমে অভিযোগ দেন তিনি। অভিযোগে তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চান তিনি।

              এর আগে সচেতন শিক্ষার্থীরা এ শিক্ষকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা দিয়েছে। গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের তিনটি অডিও ফাঁস হলে আলোচনার সৃষ্টি হয়।


              তথ্যসূত্র:
              ১. শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ
              https://tinyurl.com/bdhvxchj
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ভিডিও || ভারতে মুসলিম যুবককে হত্যার পর ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি




                ভারতের আগ্রায় গুলফাম নামে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি দেয় ওই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

                গত ২৫ এপ্রিল ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, আগ্রা শহরে একটি বিরিয়ানি দোকান চালাতেন মুসলিম যুবক গুলফাম। ২৩ এপ্রিল রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার দোকানে পৌঁছায়। তারা গুলফামকে নাম জিজ্ঞেস করে, তিনি নাম বলার সঙ্গে সঙ্গেই তারা তাঁর বুকে গুলি চালায়। সে সময় গুলফামের চাচাতো ভাই সাইফ আলী দোকান পরিষ্কারের কাজ করছিলেন। গুলির শব্দে তিনি বাইরে এলে তাঁর দিকেও গুলি ছোড়া হয়, তবে গুলিটি ঘাড়ে লাগায় তিনি বেঁচে যান।

                এই নৃশংস হত্যাকাণ্ডের একদিন পর হামলাকারীরা একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানে তারা দাবি করে, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ‘বদলা’ নিতে তারা ২ হাজার ৬০০ মুসলিমকে হত্যা করবে। ভিডিওতে এক হামলাকারী নিজেকে ‘ক্ষত্রিয় গোরক্ষক দল’-এর সদস্য হিসেবে পরিচয় দেয়।

                এ ঘটনায় ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

                ভিডিও প্রকাশের পর পুলিশ একজনকে আটক করেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, যাকে আটক করা হয়েছে তাকে ভিডিওতে দেখা গেছে। পুলিশ দাবি করেছে, ওই হামলাকারী রাজনৈতিক নিরাপত্তা পেতে এখন নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে।

                ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
                ভিডিও লিংক: https://archive.org/details/muslim-y...-up-23-04-2025


                তথ্যসূত্র:
                1. Agra Muslim victim’s cousin recognised the killer in gau rakshak video, called police
                https://tinyurl.com/mr3r6kmw
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ইতিহাসের দীর্ঘতম অবরোধে গাজায় মানবিক বিপর্যয় চরমে




                  ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সীমান্ত অবরোধের শিকার গাজা উপত্যকা। ৫০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় কোন ধরনের খাদ্য, পানি এবং ওষুধ প্রবেশ করতে দেয়নি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা।

                  জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার জানিয়েছে, গাজায় সমস্ত খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। কারণ ইহুদিবাদী ইসরায়েল গত ২ মার্চ থেকে সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে অবরুদ্ধ গাজাজুড়ে এখন খাবারের জন্য হাহাকার!

                  এদিন এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডব্লিউএফপির নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার রান্নাঘরগুলোতে তাদের হাতে মজুদ থাকা সর্বশেষ খাবার সরবরাহ করেছে। এই রান্নাঘরগুলো গাজার অর্ধেক জনগণের দৈনন্দিন খাদ্য চাহিদার মাত্র ২৫ ভাগ জোগান দিয়ে আসছিল। তবে কয়েকদিনের মধ্যে সেগুলোও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

                  স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদোলু জানিয়েছে, গাজা বর্তমানে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সীমান্ত অবরোধের শিকার হয়েছে। ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকাটিতে টানা সাত সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক বা বাণিজ্যিক সহায়তা প্রবেশ করেনি।

                  সেখানে যুদ্ধবিরতির সময়ের তুলনায় বর্তমানে খাদ্যের দাম ১৪০০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। মৌলিক পণ্যের ঘাটতি চরমে পৌঁছেছে। যার ফলে শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী ও বয়স্কদের জন্য গুরুতর পুষ্টিহীনতার আশঙ্কা দেখা দিয়েছে।

                  ডব্লিউএফপি জানায়, ১০ লাখ মানুষের চার মাসের জন্য যথেষ্ট হবে এমন ১ লাখ ১৬ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা সীমান্ত খুললেই গাজায় পাঠানো যাবে।

                  একই সঙ্গে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আবারও একটি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। মানুষ আর সহ্য করতে পারছে না’।

                  পাশাপাশি, ‘গাজার নাগরিকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। অবিলম্বে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে’ বলে বিশ্বের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


                  তথ্যসূত্র:
                  1. UN says its food stocks in Gaza completely ‘depleted’ amid Israeli blockade
                  https://tinyurl.com/2s4t7vs3
                  2. WFP runs out of food stocks in Gaza
                  https://tinyurl.com/47mxmj7d
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X