Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৭ এপ্রিল, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৭ এপ্রিল, ২০২৫ ঈসায়ী​​

    হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দিলো ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা


    পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানি হঠাৎ ছেড়ে দিয়েছে ভারত। যার ফলে মাঝারি মাত্রার বন্যা সৃষ্টি হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    ২৬ এপ্রিল, শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

    পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে।

    ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।


    তথ্যসূত্র:

    1. POK flood alert after Pakistan accuses India of Jhelum water release: Report
    https://tinyurl.com/344bxchk
    2.Panic and chaos in PoK after Jhelum’s water surges; India blamed for opening Uri Dam without warning
    https://tinyurl.com/4w5a3zf3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ




    ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

    নিহতরা হল- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

    স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।


    তথ্যসূত্র:
    ১. ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
    https://tinyurl.com/bdftjx8v
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাশ্মীরে হামলার দোহাই দিয়ে গর্ভবতী মুসলিম নারীকে চিকিৎসা দিল না হিন্দু চিকিৎসক



      কাশ্মীরে হামলার দোহাই দিয়ে এক মুসলিম গর্ভবতী নারীকে চিকিৎসা দেয়নি ভারতের গাইনি বিশেষজ্ঞ এক হিন্দু মহিলা ডাক্তার। শুক্রবার (২৫ এপ্রিল) পশ্চিম বঙ্গের কলকাতায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।

      গত সাত মাস যাবত কলকাকাতার কাস্তুরি মেমোরিয়াল সুপার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন গর্ভবতী ওই মুসলিম নারী। তাকে চিকিৎসা প্রদান করছিল গাইনি বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডা. সি কে সরকার।

      ভুক্তভোগী ওই মুসলিম নারীর এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ডাক্তার সি.কে সরকার গর্ভবতী ওই মুসলিম মহিলাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। সে বলে, ‘কাশ্মীরের ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি কোনও মুসলিমকে আর সেবা দিবো না।’

      এক পর্যায়ে ওই ডাক্তার আক্রমণাত্মক ভাষায় ভুক্তভোগী মুসলিম নারীকে বলেন, “হিন্দুদের উচিত তোমার স্বামীকে হত্যা করা, তাহলে তুমি বুঝতে পারবে। আমাদের উচিত সকল মুসলিমকে নিষিদ্ধ করা।”


      তথ্যসূত্র:
      1. Kolkata doctor denies treatment to pregnant Muslim woman citing Pahalgam attack
      https://tinyurl.com/242n55ts
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতে ‘ডি-হিউম্যানাইজ’ করা হচ্ছে মুসলিমদের; ছড়ানো হচ্ছে জঘন্য ইসলাম বিদ্বেষ



        ভারতের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের নোটিশ বোর্ডে মুসলিমদের অবমাননা করে একটি নোটিশ টানানো হয়েছে। ওই নোটিশে মুসলিমদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ ক্রমশই বেড়ে চলছে। ওই পোস্টারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ছবি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

        শুক্রবার (২৫ এপ্রিল) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ ভারতীয় গণমাধ্যম ‘দি মুসলিম মিরর’।

        বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত। স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে মুসলিমদের বিরুদ্ধে এমন জঘন্য বিদ্বেষ ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনরা।

        হাতে লেখা ওই পোস্টারে লেখা রয়েছে, “মুসলিম ও কুকুর প্রবেশ নিষেধ। ইসলাম মানে সন্ত্রাসবাদ।”

        গণমাধ্যমের বরাতে জানা যায়, ওই পোস্টার কে বা কারা লিখেছে তা জানা যায়নি। পোস্টারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পরে সরিয়ে ফেলা হয়। ভারতীয় একাধিক মিডিয়া ওই পোস্টারের সত্যতা নিশ্চিত করেছে এবং তারা ওই পোস্টারের ছবিও তুলেছে।

        এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিশিয়াল কোনো বক্তব্য প্রদান করেনি।

        কাশ্মীরে হামলার পর পুরো ভারত জুড়ে ইসলামোফোবিয়ার ঢেউ ছড়িয়ে পড়েছে। এই পোস্টারটি হল তার একটি অন্যতম উদাহরণ।

        বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবী করেছে।


        তথ্যসূত্র:
        1. Controversial poster at Bidhan Chandra Agricultural University sparks outrage: ‘Dogs, Muslims not allowed’
        https://tinyurl.com/mrbde27e
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতে মসজিদের মধ্যে ঢুকে হিন্দুত্ববাদী স্লোগান দিলো বিজেপির এমপি; স্থানীয় মুসলিমদের প্রতিবাদ



          ভারতের বিজেপি শাসিত রাজস্থান জেলায় বিজেপির এক এমপি মসজিদের অভ্যন্তরে ঢুকে মুসলিমদের লক্ষ্য করে হিন্দুত্ববাদী স্লোগান দেয়ার ঘটনা ঘটেছে। সে মসজিদের সিড়িতে আপত্তিকর পোস্টারও লাগিয়ে দিয়েছে। বিজেপির নির্বাচিত ওই এমপির নাম বালমুকুন্ড আচার্য।

          শুক্রবার (২৫ এপ্রিল) তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে রাজস্থান পুলিশ।

          ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজস্থানের জয়পুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এশার নামাজের সময় ওই উগ্রবাদী হিন্দু এমপি মসজিদের ভিতরে প্রবেশ করে মুসলিমদের লক্ষ্য করে উস্কানীমূলক হিন্দুত্ববাদী স্লোগান দেয়। সে মসজিদের সিড়িতে আপত্তিকর পোস্টারও লাগিয়ে দেয়।

          এই ঘটনা স্থানীয় মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, উগ্রবাদী হিন্দু ওই এমপি ইচ্ছকৃত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্ট করছে।

          এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিমরা মসজিদের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। দ্রুত ওই এমপিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে তারা।


          তথ্যসূত্র:
          1. Booked for Jaipur Jama Masjid poster row, BJP MLA no stranger to controversy: Who is Balmukundacharya
          https://tinyurl.com/4ecmvzx6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সীমান্তে আবারও বেপরোয়া বিএসএফ; গুলি করে হত্যা করলো আরও এক বাংলাদেশিকে




            ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

            রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

            নিহত ওবাইদুল ইসলাম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
            এঘটনার পরে ওবায়দুলের বাড়িতে স্বজনদের আহাজারি শুরু হয়েছে।

            স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন শনিবার (২৬ এপ্রিল) মধরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন।


            তথ্যসূত্র:
            ১. ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত
            https://tinyurl.com/bdftjx8v
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              কেবল সন্দেহের বশে কাশ্মীরের নয়টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল হিন্দুত্ববাদী প্রশাসন



              প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামের অপরাধীদের ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়ার ঘোষণার পর উপত্যকায় শুরু হয়ে গেছে ক্ষমতাসীন বিজেপির ‘বুলডোজার নীতি’। ২২ এপ্রিলে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় একজনকেও ধরতে না পারলেও জম্মু–কাশ্মীর প্রশাসন ২৫ এপ্রিল, শুক্রবার থেকে সন্দেহভাজনদের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। শুক্রবার দুটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর ২৬ এপ্রিল, শনিবারও কেবল সন্দেহের বশে বুলডোজার চালিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আরও দুই মুসলিম বাসিন্দার বাড়ি।

              ২৭ এপ্রিল, রবিবার দা ওয়্যার এর প্রতিবেদনে বলা হয়েছে , কাশ্মীরের অনন্তনাগ, বান্দিপোরা, কুপওয়ারা, কুলগাম, পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় নয়জন মুসলিম বাসিন্দার পরিবারের আবাসিক বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

              এর মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার সাতটি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। শনিবার রাতে আরও দুটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে।

              কাশ্মীর উপত্যকায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এই কৌশল একেবারেই নতুন। এতকাল নানাভাবে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। কিন্তু স্রেফ সন্দেহের বশে কারও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়নি। বিজেপিশাসিত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র বা গুজরাটের ‘বুলডোজার নীতি’ এবার চালু হয়ে গেল কেন্দ্রশাসিত জম্মু–কাশ্মীরেও।

              দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যে দুই বাড়ি শনিবার ভেঙে দেওয়া হয়—তার একটি বিস্ফোরণ ঘটিয়ে, অন্যটি বুলডোজার চালিয়ে।

              বিজেপিশাসিত রাজ্যে বুলডোজার নীতির বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্ট একাধিকবার মন্তব্য করেছে। নিয়মবহির্ভূতভাবে নির্মাণ করা হলেও কোনো স্থাপনা ভেঙে দেওয়ার আগে সরকার বা প্রশাসনকে আইন মানতে হবে বলেও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। ভাঙচুরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। এর পরেও কেবল সন্দেহের বশে বিনা দ্বিধায় ও বাধায় বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙা অব্যাহত রয়েছে।


              তথ্যসূত্র:

              1. Despite SC Ruling, J&K Authorities Demolish Homes of Pahalgam Suspects, Others, Without Notice
              https://tinyurl.com/384j4z7x
              2.Indian soldiers demolish homes of Pahalgam attack suspects in Kashmir
              https://tinyurl.com/34wm4whj
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন



                বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. জুবায়ের (২৬) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।

                শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলারের শূন্যরেখার ওপারে এ দুর্ঘটনা ঘটে। আহত মো. জুবায়ের (২৬) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে।

                আহতের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, জুবায়ের দুপুরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন শূন্যরেখা এলাকায়। এ সন্ধ্যায় স্থলমাইন বিস্ফোরণের আওয়াজ শুনে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম পায়ের গোড়ালিসহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়।


                তথ্যসূত্র:
                ১. মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
                -https://tinyurl.com/4xxcexet
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X