মৃত্যুর মিছিলে আরও ৫১ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। ফলে এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।
ওয়াফা ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ এপ্রিল, রবিবার গাজা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫১ জন প্রাণ হারান। একইসঙ্গে সোমবার ভোরের দিকে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন।
অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। তবে ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু হতাহতকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি আহত আরও ১১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬৯৭ জনের নাম নতুন করে মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে।
তথ্যসূত্র:
1.Israel’s genocide in Gaza: 51 Palestinians killed in 24 hours
– https://tinyurl.com/2y8xccsa
2.I Gaza death toll surges to over 52,200 as Israel continues its genocidal war
-https://tinyurl.com/bderd664
Comment