কাশ্মীরে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসে এপ্রিল মাসে নিহত ৯, আটক প্রায় আড়াই হাজার

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ভারতীয় হিন্দুত্ববাদী বাহিনীর অব্যাহত দমন-পীড়নে এপ্রিল মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন কাশ্মীরি। কাশ্মীর মিডিয়া সার্ভিসের (KMS) গবেষণা বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৩ জনকে ভুয়া সংঘর্ষ ও পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে।
শুধু প্রাণহানিই নয়, পুরো এপ্রিল মাস জুড়ে কাশ্মীরজুড়ে চালানো হয়েছে ৩২২টি কর্ডন-অ্যান্ড-সার্চ অভিযান। এসব অভিযানে হিন্দুত্ববাদী বাহিনী ৩৬টি বসতবাড়ি ধ্বংস করেছে।
এছাড়াও, সেনা, রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলো যৌথ অভিযানের নামে মোট ২৪৮০ জন বেসামরিক নাগরিককে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন রাজনৈতিক কর্মী, তরুণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। অনেককে ‘কালো আইন’ হিসাবে পরিচিত ইউএপিএ (UAPA) এবং পাবলিক সেফটি অ্যাক্ট (PSA)-এর আওতায় আটক করা হয়েছে।
সম্প্রতি অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় প্রশাসনের ‘ঔপনিবেশিক দমননীতি’ আরও তীব্র হয়েছে। এলজি মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন এপ্রিল মাসে কাশ্মীরে অবৈধভাবে ৩১টি সম্পত্তি জব্দ করেছে। এর মধ্যে রয়েছে বাসগৃহ, দোকান ও কৃষিজমি। বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ কাশ্মীরিদের অর্থনৈতিকভাবে দুর্বল করে তাদের দাবি ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দমন করতেই নেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1. Indian troops martyr 9 Kashmiris in April in IIOJK
– https://tinyurl.com/4hhr9pbp
Comment