বর্বর ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংস ইসরায়েলি হামলায় একদিনে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ৪ মে, রবিবার বর্বর ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে বলে রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্বর ইসরায়েলি হামলায় আহত আরও ১২৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
তথ্যসূত্র:
1. Gaza death toll tops 52,500 as Israel continues its genocidal war
– https://tinyurl.com/3px4k5ww
2.Updates: Israel kills 40, ‘world complicit’ in starvation of Gaza children
– https://tinyurl.com/2bu5ruvj
Comment