Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৮ যিলক্বদ, ১৪৪৬ হিজরী || ০৭ মে ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৮ যিলক্বদ, ১৪৪৬ হিজরী || ০৭ মে ২০২৫ ঈসায়ী​​

    ৫ বিমানসহ ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!




    ভারত আবারও তাদের কাপুরুষোচিত অতীতের পুনরাবৃত্তি করে রাতের আঁধারে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। ভারতের মধ্যরাতের বর্বর হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু এবং একাধিক নারী রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেয়া হয়েছে।

    এদিকে জিও নিউজের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

    পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কাপুরুষোচিত ও উস্কানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং দিয়ে যাব।’

    বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টে সুবহান মসজিদে চারটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। আহত হন ৩১ জন। এছাড়া মুজাফফরাবাদে বিলাল মসজিদ, কোটলিতে আাব্বাস মসজিদ, মুরিদকের উমালকুরা মসজিদে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

    পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভাটিন্ডা, আখনূর এবং আওয়ান্তিপোরা এলাকায় তিনটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    পাক প্রধানমন্ত্রী ৭ মে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘ভারত প্রমাণ ছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলছে এবং চলবে।’


    তথ্যসূত্র:

    1. Pakistan downs 5 Indian jets as retaliation for late-night strikes at 6 sites: officials
    https://tinyurl.com/8car8z4d
    2. Pakistan says it downed 5 Indian jets as retaliation for late-night strikes at 5 sites
    -https://tinyurl.com/bdhy27m7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বেড়েই চলেছে মৃতের সংখ্যা, প্রাণহানির নতুন তথ্য দিলো পাকিস্তান



    পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের বর্বর বিমান হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। ৭ মে, বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

    তিনি বলেন, ‘ভারত আবারও তাদের কাপুরুষোচিত অতীতের পুনরাবৃত্তি করেছে—রাতের আঁধারে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে।’

    তিনি জানান, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্ট এলাকায় একটি মসজিদ লক্ষ্য করে চালানো হামলায় ১৩ জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু কন্যাও ছিলেন। মুরিদকে আরেকটি মসজিদে হামলায় তিনজন নিহত এবং একজন আহত হন।

    মুজাফফরাবাদে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন এবং একজন মেয়ে ও একজন ছেলে আহত হন। কোটলিতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়। আহত হয়েছেন এক মা ও তার মেয়ে।

    শিয়ালকোট ও শাকরগড় এলাকায়ও হামলা হয়েছে, তবে এসব স্থানে হতাহতের খবর পাওয়া যায়নি।

    তিনি আরও জানান, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংস হওয়া বিমানের মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি সু-সিরিজের যুদ্ধবিমান রয়েছে।

    ভারত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একতরফা গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানান আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, এ ধরনের গোলাবর্ষণে ইতোমধ্যেই আরও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি আরও জানান, ভারতীয় হামলায় নীলম-ঝেলম জলবিদ্যুৎ প্রকল্পের নোসেরি ড্যামের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আইএসপিআরের ডিজি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান সশস্ত্র বাহিনী শক্তিশালী ও প্রয়োজনে আরও কঠোর জবাব দেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না।’


    তথ্যসূত্র:

    1. India-Pakistan live: India strikes Pakistan, Pakistan-administered Kashmir
    https://tinyurl.com/2pr3tt65
    2. Pakistan downs 5 Indian jets as retaliation for late-night aggression
    https://tinyurl.com/5958p4vm
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পাকিস্তানে হামলায় ভারতকে ইসরায়েলের সমর্থন


      পাকিস্তান ও পাক-অধ্যুষিত কাশ্মীরে নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতকে প্রকাশ্যে সমর্থন জানালো ইসরায়েল। মঙ্গলবার (৭ মে) ভারতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

      এই হামলার পরেই এক্স-এ (সাবেক টুইটার) বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। সে জানায়, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

      ভারত এই বিমান হামলা চালায় ৭ মে রাত ১টার দিকে। দিল্লি দাবি করছে, দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগাম এলাকায় সেনা সদস্যদের ওপর যে হামলা হয়েছিল, তার জন্য পাকিস্তানই দায়ী। তবে ইসলামাবাদ এই অভিযোগ সাফ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান বলছে, ভারত ভিত্তিহীন অভিযোগ এনে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।

      এদিকে, ভারতের ভেতরেও এই হামলা নিয়ে প্রশ্ন উঠেছিল। দেশটির অনেক বিশ্লেষক ও সাধারণ মানুষ পেহেলগামে হামলার ধরন এবং তখনকার নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

      ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ভারতের এই হামলায় পাক অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি জায়গায় হামলা করা হয়েছে।


      তথ্যসূত্র:
      1. Israel Backs India’s Right To Self-Defence After Operation Sindoor, Turkey Expresses Solidarity With Pakistan
      https://tinyurl.com/yc3rfh5u
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় প্রতি ৪০ মিনিটে একজন ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী



        ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ১৬ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। উপত্যকাটিতে শিশু মৃত্যুর হার প্রতি ৪০ মিনিটে একটি।

        সোমবার (৫ মে) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে, খবর বার্তাসংস্থা সিনহুয়ার।

        গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতের সংখ্যা ১৬ হাজার ২৭৮ জন। যার মধ্যে ৯০৮ জন শিশু এবং ৩১১ জন নবজাতক জন্মের পরে মারা গেছে।

        তিনি বলেন, চলতি বছরের মার্চের শুরুতে দখলদার ইসরায়েল ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শিশু এবং গর্ভবতী মহিলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

        তিনি আরও বলেন, বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণে অনেক শিশু দিনে মাত্র একবার তাও অসম্পূর্ণ খাবার খেয়ে বেঁচে আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও সঠিক পুষ্টির অভাব তো রয়েছেই।

        তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার শিশু মৌলিক চাহিদা ছাড়াই বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে বাস করছে। অন্যদিকে গর্ভবতী নারীদেরও হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

        ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর গত ২ মার্চ থেকে গাজায় পণ্য সরবরাহ ও ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল।


        তথ্যসূত্র:
        1.Israel kills a child in Gaza every 40 minutes, health ministry says
        -https://tinyurl.com/3p67ktcd
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তর প্রদেশে আরও ৫৭ টি মাদ্রাসা বন্ধ করলো উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন; ক্ষুব্ধ স্থানীয় মুসলিমরা



          ‘অবৈধ স্থাপনার’ অভিযোগ তুলে ভারতের উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় আর ৫৭ টি মাদ্রাসা ও ধর্মীয় স্কুল সিলগালা করেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন সারা দেশব্যাপি চলমান আগ্রাসনের অংশ হিসেবে ওই এলাকায়ও আগ্রাসন চালিয়েছে। এই ঘটনায় স্থানীয় স্থানীয় মুসলিম সম্প্রদায় ও শিক্ষাবিদদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

          সর্বশেষ শ্রাবস্তী জেলার ইকুয়ানা ও যমুনা এলাকায় ১৩ টি মাদ্রাসা বন্ধ করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের দাবী সরকারি জায়গায় ওই মাদ্রাসাগুলো স্থাপন করা হয়েছে।

          সিলগালা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মাদ্রাসা হল ‘নুরিয়া ফাতিমা লিল বানাত’ নামক একটি মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছিল ২০১৯ সালে। উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের আগ্রাসনের পর মাদ্রাসা প্রাঙ্গনটি পুরো ফাঁকা অবস্থায় পড়ে ছিল। এর আগেও ৩০০ শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠানটি ভর্তি ছিল। (মহিলা শিক্ষার্থী)। প্রশাসন কর্তৃক নোটিশ পাওয়ার মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাসায় পাঠিয়েছে।

          মাদ্রাসার পরিচালক সৈয়দ সিরাজুদ্দিন হাশেমী গণমাধ্যমকে জানিয়েছে, ‘আমাদেরকে ১০ মে’র মধ্যে মাদ্রাসা খালি করার জন্য চাপ দেয়। এই মাদ্রাসাটি কয়েকশত পিছিয়ে পড়া মহিলা শিক্ষার্থীকে খাদ্য, বাসস্থান, ও ইসলামি শিক্ষা গ্রহণ করছিল। ভারতে কি শিক্ষার অর্থ এইটাই?’

          মুহাম্মদ সাইদ নামক একজন মাদ্রাসার শিক্ষক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বাচ্চাগুলো শান্তিপূর্ণভাবে পড়ালেখা করছিল। যদি এখানে কোন সমস্যা থেকে থাকে, তাহলে সিলগালা করার পরিবর্তে অন্য ব্যবস্থা নিতে পারতো।’

          এই মাদ্রাসা সিলগালা করার এই ঘটনা শুধু শ্রাবস্তীএলাকায় সীমাবদ্ধ নয়। পার্শ্ববর্তী মহারাজগঞ্জ জেলায় বিশেষকরে নেপাল সীমানায় নতুনায়া তেহসিলে আরও ছয়টি মাদ্রাসাকে নোটিশ দিয়েছে। জেলা সংখ্যালঘু কল্যাণ অফিসার নিরাজ আগারওয়াল মাদ্রাসাগুলোকে তাদের কার্যক্রম ও ফান্ডিংয়ের বিস্তারিত জানতে চেয়ে নোটিশ দিয়েছে।

          মহারাজগঞ্জে নোটিশপ্রাপ্ত মাদ্রসাগুলো হল:

          ১. মাদ্রাসা গাউসিয়া রিজভিয়া আহলে সুন্নত জিয়াউল উলুম
          ২. মাদ্রাসা ইহসানুল মুসলিমিন
          ৩. মাদ্রাসা আরাবিয়া নুরুল উলূম
          ৪. আরাবিয়া মুহাম্মদ মিসবাহুল উলূম
          ৫. মকতব তামিল কুরআন, বাঘা
          ৬. মাদ্রাসা ইয়ার আলভিয়া আহলে সুন্নতে ফয়জুল উলূম

          স্থানীয় মুসলিম সম্প্রদায় হঠাৎ এই নোটিশকে উদ্দেশ্য প্রণোদিত ও অবৈধ বলে অভিহিত করেছেন।

          স্থানীয় একজন ইসলামিক চিন্তাবিদ মাওলানা রশিদ কাসেমী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যদি স্থানীয় সরকার সত্যিকার অর্থে শিক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন থাকতো, তাহলে কেন কেবল মুসলিম প্রতিষ্ঠানগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? আইন কানুনের নামে মুসলিমদের হয়রানি করাই উদ্দেশ্য।’

          ওই সকল মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা প্রশাসনের চলমান আগ্রাসনে চিন্তিত ও উদ্বিগ্ন। জামিয়া নুরিয়ায় অধ্যয়নরত এক শিক্ষার্থীর অভিভাবক রুবিনা বেগম গণমাধ্যমকে জানিয়েছে, ‘আমরা গরিব মানুষ। প্রাইভেট স্কুলে সন্তান পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেল আমাদের কী হবে?’

          একমাস আগেও আজমগড় ও বিজনুর জেলায় কয়েক ডজন মাদ্রাসা বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়।

          মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়া-লেখার ভবিষ্যৎ কী হবে এই বিষয়ে কোনও কথাই বলেনি প্রশাসন।

          উত্তর প্রদেশের গোটা রাজ্য জুড়ে মুসলিম প্রতিষ্ঠাগুলোর উপর চলমান আগ্রাসনে ভয় ও শঙ্কায় রয়েছেন প্রতিষ্ঠানের পরিচালকগণ। তারা আশঙ্কা করছেন, সরকারের মাদ্রাসা ও মুসলিম প্রতিষ্ঠান বিরোধী এই আগ্রাসন আরও বৃদ্ধি পাবে।


          তথ্যসূত্র:
          1. 57 Madrasas Shut Down in UP’s Shravasti, Crackdown Widens to Maharajganj District
          -https://tinyurl.com/54upf4je
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!



            কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) এদিন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে ৭ মে, বুধবার ৬ শতাংশের বড় পতন ঘটেছে।

            পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এদিন মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড-অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলার চেষ্টা করছিল।

            একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশনের শেয়ার, যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে।

            দাসো-এর স্টক ২০২৫ সালের শুরুতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৩২.২০ ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে ৫৯.৪৩% বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার। যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। হঠাৎ ৬% কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি। তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

            পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, আমাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি। সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি পিএএফের অভিযান প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দেন।

            পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়া একটি রাফাল এবং একটি এসইউ-৩০ বিমান বাহাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাল এলওসি থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। সূত্র আরও জানায়, হেরন ড্রোনটিকে একটি পৃথক অভিযানে ভূপাতিত করা হয়েছে।


            তথ্যসূত্র:
            1.Rafale maker’s shares plunge as Pakistan downs 5 Indian jets
            -https://tinyurl.com/3xwa7bwj
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ৫ ভারতীয় পাইলটকে বন্দী করেছে পাকিস্তান



              পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদেরও বন্দি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

              ৭ মে, বুধবার দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।

              ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে। এ সময় ভূপাতিত ফাইটার জেটগুলোর ৫ ভারতীয় পাইলটকে বন্দী বন্দি করেছে পাকিস্তান সেনাবাহিনী

              ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত, ২০২০ সাল থেকে জেটগুলো ভারতে আসা শুরু করে।

              এছাড়াও, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছে ইসলামাবাদ। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে এর অবস্থান।


              তথ্যসূত্র:
              1.
              Defence Minister Khawaja Asif official update: 5 Indian Jets are downed
              -https://tinyurl.com/2e82yvf2
              2. Pakistan Says Five Indian Planes Shot Down
              https://tinyurl.com/yutmtvct
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X