গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আবারও ভয়াবহ মাত্রায় হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। গাজার অসহায় জনগণের ওপর এই অবিরাম বর্বরতায় প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। গাজা উপত্যকায় গত কয়েকদিন ধরে দখলদার ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা নতুন করে রক্তাক্ত করেছে অবরুদ্ধ এই জনপদকে।
সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ৮ মে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ১০৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া সন্ত্রাসী ইসরায়েলের এই নতুন হামলা অভিযানে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৬৫০ জনের বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলের এই গণহত্যামূলক আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৬০ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ২৬৪ জন। এরই মধ্যে গাজার বড় একটি অংশে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। প্রায় প্রতিটি হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কিছু প্রতিক্রিয়া দেখা গেলেও তা কার্যকর কোনো পদক্ষেপে রূপ নেয়নি। আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলা চলছে। কিন্তু তবুও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন; বরং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও নতুন মাত্রায় হত্যা অভিযান চালানো হচ্ছে।
গাজার নিরস্ত্র জনগণের ওপর এই একতরফা আক্রমণ বিশ্ব বিবেককে চরমভাবে নাড়া দিলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষের মৃত্যু এই যুদ্ধকে আজ কেবল একটি রাজনৈতিক সংঘর্ষে রাখেনি— বরং এটি পরিণত হয়েছে মানবতার চরম বিপর্যয়ে।
তথ্যসূত্র:
1. Gaza death toll nears 52,800 with no let-up in Israel’s brutal war
-https://tinyurl.com/2m935w3v
2. Gaza death toll nears 52,800 with no let-up in Israel’s brutal war
– https://tinyurl.com/bdfejjud