ভারতে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে বিশ্ববিদ্যালয়ের মুসলিম অধ্যাপক গ্রেফতার

ভারতে সরকারবিরোধী বক্তব্য বা নিজ সম্প্রদায়ের পক্ষ নেওয়া যেন এখন সবচেয়ে বড় অপরাধ। বিশেষ করে মুসলিমরা যদি ন্যায়বিচার, বৈষম্য কিংবা রাষ্ট্রীয় প্রচারণার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলেন, তবে তাদের ঠাঁই হয় জেলখানায়। এই দমননীতির সর্বশেষ শিকার হলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ।
গত ১৮ মে ভারতীয় গণমাধ্যম মাকতুম মিডিয়া জানায়, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্য করার অভিযোগে দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজেপি যুব মোর্চার নেতা গৌরব রানা এবং হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রেনু ভাটিয়া।
অধ্যাপক মাহমুদাবাদ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছিলেন, অনেক ডানপন্থি সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভালো। তবে তারা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তাহলে সেটাই হবে প্রকৃত দেশপ্রেম।
তিনি আরও বলেন, কর্নেল কুরেশির সংবাদ সম্মেলনসহ অপারেশন সিন্দুরের বিভিন্ন উপস্থাপনাকে ‘অপটিক্স’ বা ‘লোক দেখানো’ বলে মনে হয়। এটি যদি বাস্তবতার প্রতিফলন না হয়, তাহলে তা কেবলই ‘ভণ্ডামি’ ছাড়া আর কিছু নয়।
তার এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের দাবি করে, মাহমুদাবাদের মন্তব্য ভারতীয় সশস্ত্র বাহিনীর নারী কর্মকর্তাদের অপমান করেছে এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দিয়েছে।
মাহমুদাবাদ দাবি করেন, তার পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে ও তিনি সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা প্রয়োগ করে শান্তি ও ঐক্যের বার্তা দিতে চেয়েছেন।
অন্যদিকে, ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিল মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। তা সত্ত্বেও, এখনো পর্যন্ত ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ শুধুমাত্র হিন্দুত্ববাদীদের কথিত অভিযোগের ভিত্তিতে মুসলিম অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে দ্রুত গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদাবাদের সমর্থনে ঝড় উঠেছে। বহু বিশিষ্টজন এটিকে ‘বাকস্বাধীনতার বিরুদ্ধে আঘাত’ এবং মুসলিম বিদ্বেষের প্রাতিষ্ঠানিক রূপ বলে উল্লেখ করছেন। একাধিক ছাত্র সংগঠন ও মানবাধিকার কর্মী বলছেন, ‘ভারতে আজ মুসলিম হিসেবে কথা বলা মানেই অপরাধ করা।’
তথ্যসূত্র:
1. Ashoka University professor Ali Khan Mahmudabad arrested on BJP leader’s complaint for remarks on Operation Sindoor
– https://tinyurl.com/yjnx63bz
Comment