ভারতে পালানোর সময় আটক আওয়ামী লীগ নেতা
ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোপালগঞ্জ জেলার সদর থানার বিনাপানি গার্লস স্কুল রোডের মৃত মইনউদ্দিনের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা আজম সপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেয়। তার পাসপোর্টে স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ি থানার দুটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।
তথ্যসূত্র:
১.ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জ আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
-https://tinyurl.com/5hyzpfea
Comment