ভারতের বিহারে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিশাল সমাবেশে অনুষ্ঠিত

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর প্রতিবাদে গত ২৯ জুন ভারতের বিহার রাজ্যের পাটনায় এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইমারত শরিয়াহ নামে একটি সংগঠন। ভারতের অন্যতম প্রধান মুসলিম সামাজিক-ধর্মীয় সংগঠনটির আহ্বানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পাটনার গান্ধী ময়দান জনসমুদ্রে পরিণত হয়। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীরা সমাবেশে যোগ দেন।
‘সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও’ শীর্ষক এ সমাবেশে ইমারত শরিয়াহর প্রধান মাওলানা ফয়সাল ওয়ালী রহমানি বলেন, ওয়াকফ সংশোধনী আইন সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন করে, ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত হানে এবং উপাসনালয়ের সুরক্ষা হ্রাস করে। তিনি আরও জানান, এই আইনের বিরুদ্ধে ৩০০টিরও বেশি আবেদন জমা দেওয়া হলেও কেন্দ্রীয় সরকার সেগুলি অবজ্ঞা করে বাতিল করেছে। তার ভাষায়, এটি কোনো সংস্কার নয়, বরং আদর্শিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ।
প্রসঙ্গত, এ বছরের এপ্রিল মাসে ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনটি মুসলিম সংগঠন, সংখ্যালঘু অধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বর্তমানে আইনটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সম্মুখীন, যেখানে এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি চলছে।
সমাবেশে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে চারটি মূল দাবি জানানো হয়:
১. ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ অবিলম্বে প্রত্যাহার; ২. ওয়াকফ সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ; ৩. সংখ্যালঘু প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সংসদীয় পর্যালোচনা কমিটি গঠন; ৪. সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা ক্ষুন্ন না করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা রহমানি বলেন, ‘এই আইন সংস্কারের নামে সম্প্রদায়ে বিভাজন সৃষ্টি করছে। এটি ভারতীয় মুসলমানদের ঐতিহাসিক অবদান ও ধর্মীয় ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা।’ তিনি গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
ইমারত শরিয়াহ জানিয়েছে, তারা রাস্তায় এবং আদালতে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাবে, যতদিন না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র:
1. Massive Rally in Patna Against Amended Waqf Act: Imarat e Shariah Leads “Save Constitution, Save Waqf” Movement
– https://tinyurl.com/y7jz82ms
Comment