Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৬ মুহাররম,১৪৪৭ হিজরী || ০২ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৬ মুহাররম,১৪৪৭ হিজরী || ০২ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    ভারতের মুম্বাইয়ে ১,৫০০টি ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরিয়ে দিল পুলিশ



    ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার ও হাইকোর্টের নির্দেশে মুম্বাই পুলিশ শহর ও আশেপাশের এলাকায় অবস্থিত প্রায় ১,৫০০টি ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরিয়ে দিয়েছে। পুলিশ দাবি করছে, এই পদক্ষেপ সব ধর্মের উপাসনালয়ের ক্ষেত্রেই সমভাবে প্রয়োগ করা হয়েছে। তবে বাস্তবিক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মুসলিম সম্প্রদায়ের ওপর, যার ফলে সমাজে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    গত ১ জুলাই ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া জানায়, মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী বলেছে, ‘এই পদক্ষেপ কোনও নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়। মসজিদ, মন্দির, গির্জা সব ধরনের উপাসনালয় থেকেই লাউডস্পিকার সরানো হয়েছে। তবে, ধর্মীয় উৎসবের সময় অনুমতি নিয়ে শব্দ দূষণ আইনের আওতায় অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহারের সুযোগ থাকবে।’

    ধর্মীয় বাস্তবতায় দেখা যায়, মুসলিমদের জন্য আজান শুধু একটি রীতি নয়, বরং প্রতিদিন পাঁচবারের এক অপরিহার্য ধর্মীয় দায়িত্ব। বিপরীতে, হিন্দু বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে লাউডস্পিকার ব্যবহার মূলত উৎসব কিংবা বিশেষ আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে। এই প্রেক্ষাপটে, যদিও আইনত নিয়মটি সব ধর্মের জন্য এক, বাস্তবে তা মুসলিমদের ধর্মীয় চর্চার ওপর অসামঞ্জস্যভাবে বেশি প্রভাব ফেলছে।

    মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক পরিসরে অসন্তোষ তীব্র হয়েছে। মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন নেতা ও সমাজকর্মীরা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

    এরই মধ্যে বিজেপি নেতা কীর্ত সৌম্য দাবি করেছে, ‘গত ২৯ জুন (রবিবার), বহু মসজিদ থেকে লাউডস্পিকার সরানো হয়েছে। এটি একটি বড় অর্জন।’ তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, লাউডস্পিকার অপসারণ শুধু প্রশাসনিক নির্দেশ মানার অংশ নয়, বরং একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার রাজনৈতিক অভিপ্রায়ও এতে জড়িত। অনেকেই এই বক্তব্যকে হিন্দুত্ববাদী প্রশাসনিক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন, যা মুসলিম সমাজে আরও ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে।

    তথ্যসূত্র:
    1. Police Remove Loudspeakers From 1,500 Places of Worship in Mumbai
    https://tinyurl.com/rrdhmp9x
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ১,০০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েল




    ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মম হামলা ও অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতায় গত ৭ অক্টোবর ২০২৩ থেকে পশ্চিম তীরে ১০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজায় গণহত্যার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি করেছে।

    এই বর্বরতা শুধু সেনাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অবৈধ ইহুদি বসতি থেকে আসা সশস্ত্র দখলদাররাও নির্বিচারে ফিলিস্তিনি গ্রামে হামলা চালাচ্ছে। তারা বাড়িঘরে আগুন দিচ্ছে, মানুষকে আক্রমণ করছে, জমি দখল করে নিচ্ছে এবং ফিলিস্তিনিদের নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য করছে। দখলদারদের অনেককে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সশস্ত্র করে তোলা হয়েছে এবং ইসরায়েলি বাহিনীর অংশ হিসেবে “একীভূত” করা হয়েছে। এতে করে দখলদার বাহিনী ও সন্ত্রাসী বসতি দখলদারদের মধ্যে পার্থক্য কার্যত উঠে গেছে।

    ইসরায়েলি সরকার এই সহিংসতাকে একরকম বৈধতা দিয়ে তাদের লক্ষ্য বাস্তবায়ন করছে—পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অঞ্চলটিকে স্থায়ীভাবে দখল করা। ২০২৪ সালে ইসরায়েল যতটা ফিলিস্তিনি ভূমি জবরদখল করেছে, তা গত ২০ বছরের সম্মিলিত ভূমি দখলের চেয়েও বেশি। এই ভূমি দখলের নেতৃত্বে রয়েছে ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যে ২০২৩ সালে ‘সেটেলমেন্ট প্রশাসন’ নামে একটি নতুন দপ্তরের দায়িত্ব নেয়। সেই দপ্তরের মাধ্যমেই পশ্চিম তীরকে কার্যত দখল করে ইসরায়েলি আইন সেখানে চালু করার পাঁয়তারা চলছে।

    ২০২৫ সালের জানুয়ারি মাসে দখলদার বাহিনী পশ্চিম তীরে ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। এরপরের দুই মাসে নিহত হয় আরও অন্তত ৩৪ জন। অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দখলদার বাহিনীর চলমান অভিযান ও অভিযান চলাকালীন বসতিতে চালানো গোলাবর্ষণে। তাদের দাবি, তারা ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চালাচ্ছে, তবে বাস্তবে শিশু, নারীসহ বহু নিরস্ত্র নাগরিক এই হামলায় শহীদ হয়েছেন।

    জেনিন, তুলকারেম, নুর শামস, ফারাআ ও নাবলুসের শরণার্থী শিবিরগুলোতে চালানো হয়েছে বড় পরিসরের সামরিক অভিযান। এই এলাকাগুলোতে গাজা স্টাইলে অবরোধ আরোপ, বাসিন্দাদের উচ্ছেদ ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। অনেক জায়গায় পুরো পুরো এলাকা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ফিলিস্তিনিরা আর ফিরে আসতে না পারে।

    অক্টোবর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, বসতি দখলদাররা প্রায় ১,৮০০ টি হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের ওপর। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই আরও অন্তত ৪১৪টি হামলার তথ্য পাওয়া গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। এসব হামলার বেশিরভাগই সংঘটিত হয়েছে পশ্চিম তীরের ‘এরিয়া সি’ অঞ্চলে, যেখানে ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ বিদ্যমান। অনেক জায়গায় ফিলিস্তিনিদের সম্পত্তিতে আগুন লাগানো হয়েছে, গবাদি পশু হত্যা করা হয়েছে এবং খোলা রাস্তায় নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।

    ফিলিস্তিনিরা বলছে, তাদের আর কোনো প্রতিরক্ষা অবশিষ্ট নেই। প্রতিরোধ করতে গেলে দখলদার বাহিনী আরও ভয়াবহ হামলা চালাবে—এই ভয়ে তারা যেন নিজ ঘরেও নিরাপদ নয়। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এখন কেবল গাজা নয়, বরং গোটা ফিলিস্তিনেই এক গণনিধনযজ্ঞের আয়োজন করেছে।


    তথ্যসূত্র:
    1. Israel has killed 1,000 Palestinians in the West Bank since October 7, 2023
    https://tinyurl.com/3a4bwvvw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন-পীড়ন: জুনে ৫ জন নিহত, ৪৫ জন গ্রেফতার


      ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে জুন মাসে ভারতীয় বাহিনীর পরিচালিত দমনমূলক অভিযানে পাঁচজন মুসলমান নিহত হয়েছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগ থেকে ১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজনকে ভুয়া বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে।

      প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেল বাহিনী, কেন্দ্রীয় মজুত পুলিশ বাহিনী, বিশেষ অভিযানে নিয়োজিত দল, কাশ্মীরের গোপন নজরদারি বিভাগ, জাতীয় তদন্ত সংস্থা এবং রাজ্য তদন্ত সংস্থার বাহিনী মিলে কাশ্মীরজুড়ে অভিযান চালিয়ে ৪৫ জন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই রাজনৈতিক কর্মী এবং যুবক।

      জুন মাসজুড়ে দখলদার বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে অন্তত ২১৪টি ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসব অভিযানে রাতের বেলায় বাড়ি ঘেরাও, তল্লাশি ও পরিবারের সদস্যদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটে।

      এছাড়া, কাশ্মীরিদের আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন ১৯টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে রয়েছে বসতবাড়ি ও কৃষিজমি। বিশ্লেষকদের মতে, এটি ভারতীয় শাসক দলের সেই কৌশলের অংশ, যার মাধ্যমে কাশ্মীরিদের রাজনৈতিক অবস্থান ও স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করার চেষ্টা চলছে।

      প্রশাসনের দমনমূলক পদক্ষেপ এখানেই শেষ হয়নি। একই সময়ে চারজন কাশ্মীরি সরকারি কর্মচারীকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


      তথ্যসূত্র:
      1. Indian forces martyr five Kashmiris in June
      https://tinyurl.com/mu74v52s
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        এইচএসসি পরীক্ষায় নকল সরবারহরে সময় আটক কলেজ ছাত্রদল সভাপতি


        এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় এক ছাত্রদল নেতা আটক হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষা চলাকালীন টাঙ্গাইলের কালিহাতীতে শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

        তার নাম মৃদুল হাসান। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এছাড়া ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

        উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক গণমাধ্যমকে বলেন, আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কালিহাতী কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।


        তথ্যসূত্র:
        ১. এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় ছাত্রদল নেতা আটক
        -https://tinyurl.com/38brn47k
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ছাত্রীর ইমোতে ইবি শিক্ষকের ভিডিও কল




          জনপ্রিয় যোগাযোগ অ্যাপ ইমোতে (imo) ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম ড. আজিজুল ইসলাম। সে ওই বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছে ভুক্তভোগী ছাত্রী। অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে ও ফোনকলে নানাভাবে হয়রানি করার অভিযোগ উল্লেখ করেছে। পরে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিভাগ থেকে আজিজুল ইসলামকে সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশাসন।

          জানা গেছে, গত ২৯ জুন বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই ছাত্রী। এ ছাড়া কল না ধরলে ফল খারাপ করানো, কুরুচিপূর্ণ মেসেজ দেওয়া, যৌন হয়রানি ও বাজে ইঙ্গিত প্রদান—এসব নানাবিধ অভিযোগ করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

          অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, ‘স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেয়। আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন।’ ওই শিক্ষক বলে, ‘অনেক দিন তোমাদের দেখি না, তোমরা মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিচ্ছি।’ তারপর সে বলে, ‘তোমার কি কথা বলার লোক আছে?’ আমি বলি, ‘না, নেই ।’ তখন সে বলেন, ‘এখন বলছ কেউ নাই, কিছুদিন পর তো দেখব, ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছ।’

          অভিযোগে ওই ছাত্রী আরও বলেন, ‘স্যার ক্লাসে বিভিন্ন সময় আমাকে উদ্দেশ্য করে বাজে ইঙ্গিত করে কথা বলে। আমার উচ্চতা নিয়ে তিনি কুরুচিপূর্ণ জোকস করে। আমি বিবাহিত হওয়ায় বিয়ের পর স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আমাকে বিভিন্ন মন্তব্য করে। সে আমাকে সবার মাঝে ক্লাসে দাঁড় করিয়ে “মেন্সট্রুয়েশন সাইকেল” নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, যা আমার জন্য খুবই অপমানজনক। এভাবে বিভিন্ন সময় উনি ক্লাসে বাজে ইঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন এবং হুমকি দেয় যে তার কোর্সে ভালো রেজাল্ট করতে পারব না।’


          তথ্যসূত্র:
          ১. ছাত্রীর ইমোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভিডিও কল, অতঃপর…
          https://tinyurl.com/mrxn3pc2
          zz0.pvbdl0w9fqnzz
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫; আতঙ্কিত এলাকাবাসী



            বরগুনার তালতলীতে পাল্টাপাল্টি কর্মসূচির জেরে উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

            মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে তালতলী উপজেলা শহরের সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ব্যাপক লাঠিচার্জ করে। সংঘর্ষের সময় শহরে চরম আতঙ্ক বিরাজ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।

            জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল (৩০ জুন) আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে ব্যবসায়ী আবুল কালাম মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। এতে মামুন-রিয়াজ গ্রুপের নেতারাও উপস্থিত ছিল।

            সংবাদ সম্মেলনের পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আহ্বায়ক শহিদুল হকের অনুসারীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজন করে। একই সময়ে মামুন ও রিয়াজের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।


            তথ্যসূত্র:
            ১. বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
            https://tinyurl.com/5dyf56mu
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              অন্যায়ভাবে বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো কাজাখস্তান



              কাজাখস্তানে নিষিদ্ধ হয়েছে বোরকা ও নিকাব। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ৩০ জুন, সোমবার একটি নতুন আইন স্বাক্ষর করেছে। এ আইনে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। যদিও আইনে সরাসরি ‘নিকাব’ বা ‘বোরকা’ শব্দ ব্যবহৃত হয়নি, কিন্তু নতুন এই বিধান যে সরাসরি ইসলামি পর্দা-বিধানের বিরুদ্ধেই প্রণীত, তা আর গোপন থাকেনি।

              এই আইন অনুযায়ী, এমন কোনো পোশাক পরা যাবে না যা “মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে।” এর মধ্য দিয়ে মূলত মুসলিম নারীদের নিকাব ও বোরকার মতো ইসলামী পোশাক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ ইসলামে পর্দা শুধু ঐচ্ছিক সাজসজ্জা নয়, বরং এটি একটি ঈমানের অংশ, এক গুরুত্বপূর্ণ ফরজ বিধান।

              কাজাখ প্রেসিডেন্ট এর আগে একাধিকবার মুখ ঢাকার পোশাকের সমালোচনা করে বলেছিলেন, “এমন কালো পোশাক আমাদের ঐতিহ্য নয়। জাতীয় পোশাক পরিধানই আমাদের সংস্কৃতি।” অথচ ইসলামি বিধানকে তুচ্ছ করে জাতীয় পোশাকের কথা বলা একজন মুসলিম দেশের শাসকের পক্ষে কতটা গ্রহণযোগ্য—তা নিয়ে গোটা উম্মাহ আজ প্রশ্ন তুলছে।

              কাজাখস্তান সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচয় দিলেও বাস্তবতা হলো, তারা আজ ইসলামের মৌলিক বিধানগুলোকেই নির্মমভাবে অবজ্ঞা করছে। এই প্রথম নয়—২০২৩ সালেই কাজাখ সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করে। এর ফলে অন্তত ১৫০ জন মেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগে বাধ্য হয়, যারা বিশ্বাস করত যে হিজাব শুধু ঐচ্ছিক সাজসজ্জা নয়, বরং তা তাদের ইসলামী আত্মপরিচয়ের অংশ।

              ইসলামে নারীদের পর্দা একটি ফরজ (আবশ্যিক) বিধান, যা কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে নির্ধারিত। কিন্তু দুঃখজনকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আজ সেই ইসলামী বিধানকে পদদলিত করে পশ্চিমা সংস্কৃতির পদানত হয়ে পড়ছে। তারই এক নজির স্থাপন করল কাজাখস্তান।

              এই পদক্ষেপগুলোকে কেবল সামাজিক সংস্কার বা নিরাপত্তার অজুহাতে জায়েজ করার চেষ্টাই নয়, বরং এটি ইসলামি আদর্শ ও মুসলিম নারীর আত্মমর্যাদাকে নিষ্ক্রিয় করে তোলার একটি গভীর ষড়যন্ত্র। মুসলিম নারীর পর্দা কেবল পোশাক নয়—এটি তার আত্মপরিচয়, তার ঈমানের বহিঃপ্রকাশ। একে নিষিদ্ধ করা মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া।


              তথ্যসূত্র:
              1. 70% Population Is Muslim, Yet This Country Just Banned Burqa And Hijab In Public
              https://tinyurl.com/52349yk3
              2. Kazakhstan bans niqab – Find out which other Muslim majority nations have said no to Islamic veils
              https://tinyurl.com/mrebwar6
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত



                যুক্তরাষ্ট্রের ওহাইওর উত্তরপূর্বাঞ্চলে রবিবার সকালে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছে। বিমানটিতে দুই ক্রু ও চার যাত্রী ছিল। ইয়ংসটাউন-ওয়ারেন রেজিয়নাল এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ার সাত মিনিট পর এটি বিধ্বস্ত হয়।

                স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হয়।

                নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন ছিলে পাইলট ও কো-পাইলট। নিহতদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের তিন সদস্য।

                স্থানীয় সময় সকাল সাতটা এক মিনিটে কিং গ্রেভস রোডে দুর্ঘটনা সংক্রান্ত একটি কল পায় ওহাইও স্টেট হাইওয়ে প্যাট্রল। বিমানবন্দর থেকে দুই মাইল পূর্বে হাউল্যান্ড টাউনশিপের কাঠ গাছবেষ্টিত এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

                কর্মকর্তারা জানায়, বিমানটি মন্টানার বোজম্যান এলাকার দিকে যাচ্ছিল।

                ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রেভেনা রবিবার সংবাদ সম্মেলনে জানায়, দুর্ঘটনার পর কেউই বেঁচে নেই। খবর পেয়ে প্রাথমিক সাড়াদানকারীরা বিধ্বস্ত বিমান থেকে দেহগুলো উদ্ধার করে। দেহগুলোকে করোনারের কার্যালয়ে রাখা হয়েছে। স্বজনদের তথ্যের ভিত্তিতে এগুলো শনাক্ত করা হবে।



                তথ্যসূত্র:
                1. Wealthy steel magnate and family killed when their plane crashed in Ohio moments after takeoff
                https://tinyurl.com/4nx8nfc3
                2. Wealthy steel tycoon and his family killed in horror plane crash
                https://tinyurl.com/mw83es9c

                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে শিক্ষার্থীদেরকে অধ্যাক্ষের নোটিশ



                  বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে বুধবার (২ জুলাই)। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ নিতে নোটিশ দিয়েছে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

                  মঙ্গলবার (১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষের সই করা এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

                  অনুষ্ঠানটির বিবরণ দিয়ে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের ওই নোটিশে বলা হয়, ‘সরকারি আজিজুল হক কলেজ সংশ্লিষ্ট সকলকে কলেজ শাখার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২ জুলাই বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

                  অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি-২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়া বিধি-২৫(৩) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নির্বাচনে প্রচারণা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।’

                  তথ্যসূত্র:
                  ১. ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ শিক্ষার্থীদের নোটিশ অধ্যক্ষের
                  https://tinyurl.com/2r7y75ju
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment

                  Working...
                  X