দুর্বৃত্ত ইসরায়েলের বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল যেন ‘বিশাল কারাগার’

পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি ‘বড় কারাগারে’ পরিণত হয়েছে। শহরটির পূর্ব প্রান্তজুড়ে পাঁচ মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী ফটক এবং একমাত্র প্রবেশপথে সেনা চৌকিতে পাহারা বসিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।
দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনীর নির্মিত দেয়াল ও চেকপয়েন্টগুলো পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকে এখন বলছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের প্রতিবন্ধকতা নাটকীয়ভাবে বেড়েছে যা শহর ও গ্রামগুলোকে এক স্থায়ী অবরোধের মধ্যে ফেলে দিয়েছে। সিনজিলের চারপাশে স্থাপিত বেড়া এই অঞ্চলে গড়ে ওঠা প্রতিবন্ধকতার একটি বিশেষ উদাহরণ।
সিনজিলের ডেপুটি মেয়র বাহা ফোকায়া বলেছেন, যারা একসময় আশপাশের জমিতে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন কার্যত বিচ্ছিন্ন। তিনি বলেন, বেড়াটি ৮ হাজার বাসিন্দাকে মাত্র ১০ একর জমির মধ্যে আটকে ফেলেছে। এর ফলে ব্যক্তিগত মালিকানাধীন আশপাশের ২ হাজার একর জমি থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি বলেন, মানুষজনকে ভয় দেখাতে এবং ফিলিস্তিনি জনগণের মনোবল ভেঙে দিতে দখলদার ইসরায়েলি বাহিনী এই নীতি নিয়ে থাকে।
কয়েক দশক আগে ইসরায়েল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কথা বললেও বর্তমানে ইসরায়েলের কট্টর-ডানপন্থি সরকারে এমন প্রভাবশালী বসতি স্থাপনকারী কর্মী রয়েছে, যারা প্রকাশ্যে পুরো পশ্চিম তীর সংযুক্ত করার দাবি করছে।
সাত সন্তানের জনক ৫২ বছর বয়সী মুসা শাবানেহ বলেন, ‘সিনজিল এখন এক বিশাল কারাগার’।
নার্সারিতে গাছের চারা লাগিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন মুসা। সেই নার্সারির মাঝখান দিয়েই চলে গেছে ইসরায়েলের দেওয়া বেষ্টনী। এতে রোজগারের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে বলে জানান মুসা।
তিনি বলেন, আমাদের এখন নার্সারিতে যাওয়া নিষেধ। আমার যত গাছ ছিল, সব পুড়িয়ে ফেলা হয়েছে, শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা আমাদের জীবিকাও কেড়ে নিল।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন থেকে পশ্চিম তীর মোটা দাগে রক্ষা পেলেও, এখানকার জীবন ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। ইসরায়েলে কাজ করার ওপর নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শ্রমিকের জীবিকা হঠাৎ বন্ধ হয়ে গেছে। চলতি বছরের শুরুতে, উত্তরের জেনিনে ইসরায়েলি আগ্রাসনের কারণে পশ্চিম তীরের হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরায়েলি দখলদারিত্বের অধীনে পশ্চিম তীরে সীমিত স্ব-শাসন পরিচালনা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে, এসব দমননীতি ইচ্ছাকৃত। দখলদাররা ফিলিস্তিনি জনগণের জীবনকে অত্যন্ত দুর্বিষহ করতে সম্ভাব্য সব কিছু করছে।
তথ্যসূত্র:
1. West Bank town becomes ‘big prison’ as Israel fences it in
– https://tinyurl.com/vy8x25ka
2. Israeli fences turn West Bank’s Sinjil into prison without walls
– https://tinyurl.com/56z5kbp5
Comment