Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৯ মুহাররম,১৪৪৭ হিজরী || ০৫ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৯ মুহাররম,১৪৪৭ হিজরী || ০৫ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    দুর্বৃত্ত ইসরায়েলের বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল যেন ‘বিশাল কারাগার’



    পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি ‘বড় কারাগারে’ পরিণত হয়েছে। শহরটির পূর্ব প্রান্তজুড়ে পাঁচ মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী ফটক এবং একমাত্র প্রবেশপথে সেনা চৌকিতে পাহারা বসিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

    দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনীর নির্মিত দেয়াল ও চেকপয়েন্টগুলো পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকে এখন বলছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের প্রতিবন্ধকতা নাটকীয়ভাবে বেড়েছে যা শহর ও গ্রামগুলোকে এক স্থায়ী অবরোধের মধ্যে ফেলে দিয়েছে। সিনজিলের চারপাশে স্থাপিত বেড়া এই অঞ্চলে গড়ে ওঠা প্রতিবন্ধকতার একটি বিশেষ উদাহরণ।

    সিনজিলের ডেপুটি মেয়র বাহা ফোকায়া বলেছেন, যারা একসময় আশপাশের জমিতে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন কার্যত বিচ্ছিন্ন। তিনি বলেন, বেড়াটি ৮ হাজার বাসিন্দাকে মাত্র ১০ একর জমির মধ্যে আটকে ফেলেছে। এর ফলে ব্যক্তিগত মালিকানাধীন আশপাশের ২ হাজার একর জমি থেকে তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি বলেন, মানুষজনকে ভয় দেখাতে এবং ফিলিস্তিনি জনগণের মনোবল ভেঙে দিতে দখলদার ইসরায়েলি বাহিনী এই নীতি নিয়ে থাকে।

    কয়েক দশক আগে ইসরায়েল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কথা বললেও বর্তমানে ইসরায়েলের কট্টর-ডানপন্থি সরকারে এমন প্রভাবশালী বসতি স্থাপনকারী কর্মী রয়েছে, যারা প্রকাশ্যে পুরো পশ্চিম তীর সংযুক্ত করার দাবি করছে।

    সাত সন্তানের জনক ৫২ বছর বয়সী মুসা শাবানেহ বলেন, ‘সিনজিল এখন এক বিশাল কারাগার’।

    নার্সারিতে গাছের চারা লাগিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন মুসা। সেই নার্সারির মাঝখান দিয়েই চলে গেছে ইসরায়েলের দেওয়া বেষ্টনী। এতে রোজগারের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে বলে জানান মুসা।

    তিনি বলেন, আমাদের এখন নার্সারিতে যাওয়া নিষেধ। আমার যত গাছ ছিল, সব পুড়িয়ে ফেলা হয়েছে, শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা আমাদের জীবিকাও কেড়ে নিল।

    গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন থেকে পশ্চিম তীর মোটা দাগে রক্ষা পেলেও, এখানকার জীবন ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। ইসরায়েলে কাজ করার ওপর নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শ্রমিকের জীবিকা হঠাৎ বন্ধ হয়ে গেছে। চলতি বছরের শুরুতে, উত্তরের জেনিনে ইসরায়েলি আগ্রাসনের কারণে পশ্চিম তীরের হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

    ইসরায়েলি দখলদারিত্বের অধীনে পশ্চিম তীরে সীমিত স্ব-শাসন পরিচালনা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে, এসব দমননীতি ইচ্ছাকৃত। দখলদাররা ফিলিস্তিনি জনগণের জীবনকে অত্যন্ত দুর্বিষহ করতে সম্ভাব্য সব কিছু করছে।


    তথ্যসূত্র:
    1. West Bank town becomes ‘big prison’ as Israel fences it in
    https://tinyurl.com/vy8x25ka
    2. Israeli fences turn West Bank’s Sinjil into prison without walls
    https://tinyurl.com/56z5kbp5

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    লেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের হামলা চালাল দুর্বৃত্ত ইসরায়েল


    যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে লেবাননে আবারও হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। ৪ জুলাই, শুক্রবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একাধিক গোলা বর্ষণ করে। এতে বসতবাড়ি, সরকারি যানবাহন এবং একটি কারখানা ধ্বংস হয়। বর্বর এ হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত তিনজন।

    ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের দিকে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা বর্বর ইসরায়েলি গোলাবর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন।

    ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়, দখলদার ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং নতুন কোনো সামরিক অভিযান চালাবে না। কিন্তু চুক্তি স্বাক্ষরের আট মাস পেরিয়ে গেলেও ইসরায়েল সেনা সরায়নি; বরং নতুন করে হামলা চালিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

    এ অবস্থায় লেবাননের জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। মানুষ আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় রয়েছে। অনেকেই বলছেন, চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করে বর্বর ইসরায়েল শুধু লেবাননের সার্বভৌমত্বকেই আঘাত করছে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।


    তথ্যসূত্র:
    1. Israel bombards home, workshop in southern Lebanon in new ceasefire violation
    https://tinyurl.com/53urvn53
    2. Israel bombards home, workshop in southern Lebanon in new ceasefire violation
    https://tinyurl.com/mtsrp657
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ‘যার হাতে ময়দার বস্তা, তাকেই মাথায় গুলি’: গাজায় এমএসএফ কর্মীর লোমহর্ষক বিবরণ


      গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছেন ডক্টরস উইদাউট বর্ডারস (MSF)-এর এক কর্মী। বেঁচে ফিরেও ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না তিনি।

      বেঁচে ফেরা এমএসএফ কর্মী জানান, “পাঁচটি ট্রাক দাঁড় করানো হয়েছিল, মানুষ আসছিল ময়দা সংগ্রহ করতে। হঠাৎ করে চারপাশ থেকে গুলি আসতে শুরু করল। যার হাতেই ময়দার বস্তা ছিল, তাকেই মাথায় গুলি করা হচ্ছিল”। নিরাপত্তার কারণে উক্ত কর্মীর নাম প্রকাশ করা হয়নি।

      তিনি জানান, ঘটনার সময় স্নাইপার, ট্যাংক ও ড্রোন দিয়ে চারদিক থেকে মানুষদের টার্গেট করা হচ্ছিল। ময়দার বস্তাগুলো ছিল রক্তে ভেজা। অনেক লাশ পড়ে ছিল মাটিতে। আমরা এক বাড়ির ধ্বংসস্তূপের নিচে লুকিয়েছিলাম। তখন একটি ড্রোন এসে মাইক দিয়ে জানায়—‘হাতে কিছু নিতে পারবে না, লাশ বা আহত কাউকে তুলতে পারবে না। শুধু সামনে হাঁটো।’

      অনেকেই সেখানে রয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরও ট্যাংক থেকে গোলাবর্ষণের আওয়াজ শোনা যাচ্ছিল। তরুণ ছেলেরা এক বস্তা ময়দার জন্য মারা যাচ্ছিল, কেউ কেউ তখনও জীবিত ছিল।

      খাদ্যের জন্য মানুষের এই অসহায়তা বর্ণনার বাইরে। দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে খাদ্য প্রবেশ সীমিত করছে, আর সামরিকীকৃত খাদ্য বিতরণ ব্যবস্থা তৈরি করেছে, যা অপমানজনক এবং প্রাণঘাতী। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা পদ্ধতিগত ও পরিকল্পিত ক্ষুধার্ত করে রাখার কৌশল গাজার মানুষকে ধ্বংস করে দিচ্ছে।

      দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে ১৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২৫ জন। সন্ত্রাসী ইসরায়েলের নৃশংস আগ্রাসনে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।


      তথ্যসূত্র:
      1. “Young men, dying for a bag of flour.”
      https://tinyurl.com/54new2r7
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কাশ্মীরের কিশতোয়ারে ভারতীয় বাহিনীর অভিযানে যুবক গুলিবিদ্ধ, গ্রেফতার কয়েকজন



        অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় টানা তৃতীয় দিনের মতো ঘেরাও ও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

        কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, গত ৩ জুলাই থেকে জেলার কানজাল মান্ডু ও কুচল-চাতরু এলাকায় সেনা ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দখলদার বাহিনী অভিযানে ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করছে এবং কাশ্মীরি স্বাধীনতাকর্মীদের খুঁজে পেতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে গোটা এলাকা ঘিরে রেখেছে।

        স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ভারতীয় বাহিনীর গুলিতে একজন যুবক আহত হয়েছেন।

        এদিকে, পুলওয়ামা জেলার ত্রাল এলাকার ওয়াগাদ ক্রসিংয়ে চালানো আরেক অভিযানে দুই কাশ্মীরি যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী। গ্রেফতারকৃতদের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ বা গেরিলা সংগঠনের সহায়তাকারী বলে দাবি করে সেনারা বলেছে, ওই দুই যুবক ত্রাল ও অবন্তীপোরা এলাকায় স্বাধীনতাপন্থীদের অস্ত্র ও রসদ সরবরাহে যুক্ত ছিল।

        প্রসঙ্গত, কাশ্মীরজুড়ে প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযান, ধরপাকড় ও হয়রানি চালাচ্ছে দখলদার ভারতীয় বাহিনী। বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরের জনগণকে ভয়ভীতি দেখিয়ে দমন করাই এসব অভিযানের লক্ষ্য।


        তথ্যসূত্র:
        1. Indian troops continue cordon and search operation in Kishtwar
        https://tinyurl.com/4x67a8bk


        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কাশ্মীরে মদের দোকান চালু করেছে দখলদার ভারত, প্রতিবাদে ধর্মঘট ডেকেছে মুসলিমরা




          ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন দখলকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাতমালু এলাকায় একটি মদের দোকান খোলার উদ্যোগ নিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা বলছেন, এটি কাশ্মীরের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

          ৪ জুলাই থেকে ধর্মঘট শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে বাতমালু ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও স্ট্রিট ভেন্ডর ইউনিয়নের সদস্যরা। তারা প্রশাসনের সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন। অন্যথায় আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

          ব্যবসায়ীরা বলেন, কাশ্মীর বর্তমানে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই সময়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র। তারা বলেন, ‘আমরা নেশার বিরুদ্ধে লড়ছি, অথচ প্রশাসন এখন মদ চাপিয়ে দিচ্ছে।’

          হুরিয়ত নেতা ও প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমার ফারুক বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের ধর্ম, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে আঘাত হানে।’ তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘কাশ্মীরি মুসলিমদের আবেগকে অগ্রাহ্য করা যাবে না।’

          প্রতিবাদকারীরা বলেন, এটি শুধু ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে নয়। এটি একটি পরিকল্পিত সামাজিক অবক্ষয়ের কৌশল। কাশ্মীরিরা এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না। প্রশাসন যদি দাবির প্রতি শ্রদ্ধা না দেখায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


          তথ্যসূত্র:
          1. Srinagar traders protest against opening of liquor shop , call it assault on Kashmiri culture
          https://tinyurl.com/3y36f9s6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            গুলি করে হত্যার তিন মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ


            বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ হস্তান্তর করেছে। শনিবার (৫ জুলাই) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

            নিহত ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।

            বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করে। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।

            শনিবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মেইন সীমান্ত পিলার ৬০ এর নিকটে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ওয়াসিম আকরামের বাবা রমজান আলী এবং তার বড় ভাই মেহেদী হাসান মরদেহ গ্রহণ করে।


            তথ্যসূত্র:
            ১. তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
            https://tinyurl.com/38xjrh3p
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ‘বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিও’— মুদি দোকানির কাছে ইবি ছাত্রদল নেতাদের চাঁদা দাবি





              ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ক্ষুদ্র দোকানীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হল ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন। ঈদের ছুটিতে দোকান বন্ধ রাখার পরে দোকান খুললে তারা প্রথমে দেখা করতে বলে এবং পরবর্তীতে বড় ভাইয়ের জন্য কিছু টাকা চেয়েছে বলে অভিযোগ দোকানী আহাদের। জানা যায়, রবীন্দ্র নজরুল কলা ভবনের বিপরীত পাশে একটি ছোট দোকান চালায় আব্দুল্লাহ আহাদ।

              ঈদের আগে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তার দোকানের বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায় এজন্য পরবর্তীতে সে আর সহসাই দোকান চালু করতে পারেনি। এরপরে অভিযুক্ত ছাত্রদল নেতা উল্লাস তাকে দেখা করতে বলে এবং দেখা না করলে দোকান ছেড়ে দিতে বলে। দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা উল্লাস তাকে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে বলে।

              ভুক্তভোগী দোকানী আহাদ গণমাধ্যমকে জানায়, ঈদের বন্ধের সময় আমাকে একদিন উল্লাস ভাই ফোন দিয়ে বলে তুমি আমার সাথে দেখা করিও। তো আমি কিছুদিন পর ওনার সাথে দেখা করি। ওনি তখন বলে যে, তুমি কী দোকান ছাড়বা। আমি বললাম যে, ভাই আমি ছাড়বো না, বন্ধের পর দোকান চালু করবো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে।

              আমার সাথে একদিন দেখা করিও। এরপর একদিন দেখা করি কিন্তু কিছু বলে নাই। আজকের হঠাৎ দুপুর একটার দিকে উল্লাস ভাই আর সাব্বির ভাই দোকানে এসে বাইরে নিয়ে যায় তারপর বলে যে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে। আমি বললাম যে আমি কিছু আগেই দোকান খুললাম এখন তো টাকা নেই। পরে বলে যে আমরা বুধবারের দিন আসবো।

              তুমি টাকা রেডি করে রাখিও, কোন সমস্যা হইলে ভাই দেখবেনে। কিন্তু কত টাকা দিতে হবে সেটার পরিমাণ বলে নাই। বলছে যে বড় ভাই আসলে তখন দিয়ে দিও। আর কোনো সমস্যা হলে বড় ভাই দেখবে।

              তথ্যসূত্র:
              ১. ‘বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিও’— মুদি দোকানির কাছে ইবি ছাত্রদল নেতাদের চাঁদা দাবি
              https://tinyurl.com/4vyhs62z
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X