কাশ্মীরে আরও এক মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত

দখলদার ভারত কাশ্মীরে দমন-পীড়নের যে পথ বেছে নিয়েছে, তা এখন ক্রমশ ইসরায়েলের ফিলিস্তিন দখলের কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি শ্রীনগরের খানিয়ার এলাকায় দেড় কোটি টাকার একটি মুসলিম মালিকানাধীন আবাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
কাশ্মীর মিডিয়া সার্ভিস সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ভারতের বিরুদ্ধে কর্মকাণ্ডের অভিযোগে মাসুদ হুসেন শাহ নামে এক কাশ্মীরির জমি বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, জব্দকৃত সম্পত্তিটির মধ্যে রয়েছে একটি কাঠামোসহ ৮ মারলা এবং ২০২ বর্গফুট জমি, যা মাসুদের বাবা মুহাম্মদ ইউসুফ শাহ-এর নামে নিবন্ধিত ছিল।
দখলদার প্রশাসন ইউএপিএ নামক একটি কঠোর আইনের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কাশ্মীরিদের দমন করতে দীর্ঘদিন ধরেই এ কালো আইনের ব্যবহার হচ্ছে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিল করে অঞ্চলটিকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে। সেই সময় থেকেই সেখানে কাশ্মীরিদের উচ্ছেদ, জমি বাজেয়াপ্তি এবং বহিরাগতদের জমি ও নাগরিকত্ব সুবিধা দেওয়ার মাধ্যমে জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া শুরু হয়, যা এখনো চলমান।
তথ্যসূত্র:
1. Another civilian property seized in IIOJK under draconian UAPA
– https://tinyurl.com/299pvjhj
Comment