গাজার শিশুদের জীবন-মৃত্যুর লড়াই: অপুষ্টিতে ভুগছে হাজারো নবজাতক

দখলদার ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। চলমান যুদ্ধ, বিমান হামলা ও কঠোর অবরোধের কারণে গাজার লাখো মানুষ আজ মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত। বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ।
ইউনিসেফ জানিয়েছে, গাজায় এখন শিশুরা চরম পুষ্টিহীনতায় ভুগছে। এমনকি বহু মা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে, সন্তানদের বুকের দুধ খাওয়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছেন। এতে অসংখ্য নবজাতক শিশুর মৃত্যু ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে গেছে।
৭ জুলাই, সোমবার এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানায়, গাজায় সহায়তা প্রবেশে সন্ত্রাসী ইসরায়েলের বাধার কারণে হাজার হাজার শিশু প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের শরীরে পর্যাপ্ত পুষ্টি পৌঁছাতে পারছে না, ফলে তারা ধীরে ধীরে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে। খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে রাখায় শিশুদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, ত্বকের রোগসহ নানা প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিচ্ছে নবজাতকদের মধ্যে। মাতৃদুগ্ধ না পাওয়ায় তারা অপুষ্টির শিকার হয়ে দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
চলমান আগ্রাসনে বহু মা নিহত হয়েছেন বা আহত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। আবার যারা জীবিত আছেন, তাদের অনেকেই চরম অপুষ্টিতে ভুগছেন। পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় তাদের শরীরে দুধ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে সন্তানদের দুধ খাওয়াতে পারছেন না। শিশুরা না খেয়ে কাতরাচ্ছে কিংবা দূষিত পানি ও বিকল্প উৎস থেকে খাওয়ায় মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। এভাবে প্রতিদিন গাজার কোন না কোন অঞ্চলে শিশুর মৃত্যু ঘটছে।
তথ্যসূত্র:
1. ‘Thousands of babies in Gaza lack proper nutrition’: UNICEF chief
– https://tinyurl.com/23n6wwz3
Comment