Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ মুহাররম,১৪৪৭ হিজরী || ১৪ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ মুহাররম,১৪৪৭ হিজরী || ১৪ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    দুর্বৃত্ত ইসরায়েলের লাগামহীন বর্বরতায় গাজায় নিহত ছাড়াল ৫৮ হাজার




    গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসনে ১৩ জুলাই, রবিবার একদিনেই নিহত হয়েছেন আরো কমপক্ষে ১৩৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪২৫ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের আগ্রাসনে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।

    গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, রবিবার গাজা সিটির একটি ব্যস্ত বাজারে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ১৭ জন। নিহতদের মধ্যে একজন বিখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে, একটি পানি সংগ্রহস্থলে বর্বর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। তারাও পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়। এতে আরো ১৭ জন আহত হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় মোট শহীদের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৮,০২৬ জনে, যার মধ্যে ৮৩৩ জন শহীদ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে বা সেগুলোর আশেপাশে। এছাড়া সর্বমোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,৩৮,৫২০ জনে, যাদের মধ্যে ৫,৪৩২ জনও ছিলেন ত্রাণ সহায়তা প্রার্থী।

    এদিকে, ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে দেখা যায় গাজায় ৫,৮০০ জনের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। যার মধ্যে ১,০০০ জনেরও বেশি শিশুর অবস্থা গুরুতর।

    ইউনিসেফ এবং জাতিসংঘের আরো সাতটি সংস্থা যৌথ বিবৃতি জারি করে সতর্ক করে দিয়েছে যে, গাজায় জ্বালানি সরবরাহে ইসরায়েলের অবরোধের ফলে উপত্যকায় হাসপাতাল, পানি ব্যবস্থা, স্যানিটেশন নেটওয়ার্ক এবং অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাওয়ার হুমকি তৈরি হচ্ছে।


    তথ্যসূত্র:
    1 Gaza death toll passes 58,000 amid relentless Israeli attacks
    https://tinyurl.com/2sumz5s7
    2. Israel bombs Gaza market, water point, as total death toll passes 58,000
    https://tinyurl.com/mr2x3hfh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলো বিমান


    যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ মডেলের উড়োজাহাজ। স্থানীয় সময় ১৩ জুলাই, রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যাওয়া বিমানের ধ্বংসাবশেষে বিস্ফোরণ হয় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

    রবিবার বিকেলে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। কিন্তু রানওয়ে ত্যাগের পরপরই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে ভগ্নাবশেষে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত না হলেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে।

    বিচক্র্যাফট বি ২০০ ধরনের বিমান সাধারণত ২ জন পাইলট ও ৯ জন পর্যন্ত যাত্রী পরিবহন করতে সক্ষম। যদিও দুর্ঘটনার সময় এতে কত জন যাত্রী ছিল — তা এখনো জানা যায়নি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটি নেদারল্যান্ডভিত্তিক জিউশ এভিয়েশনের মালিকানাধীন ছিল। এটি মূলত অসুস্থ রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং ভেতরে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত ছিল।

    ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিসের দল পাঠানো হয়। পাশাপাশি, দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স দ্রুত সেখানে পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

    ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি জিউশ এভিয়েশনের ছিল। তারা আরও জানায়, এই ধরনের বিমান সাধারণত জরুরি মেডিকেল পরিবহন বা এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়।


    তথ্যসূত্র:
    1 Southend airport shut and flights grounded after small plane crashes in flames
    https://tinyurl.com/2tutvytt
    2. Southend Airport plane crash latest: Airport shut and flights cancelled as aircraft crashes moments after take-off
    https://tinyurl.com/2s3jdh8e
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল


      যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় এক ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা।

      দাবানলটি হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করে ফেলে। প্রচণ্ড গরম, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে, দমকলকর্মী এবং ভেতরে থাকা হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।

      গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমের একমাত্র পার্কের অভ্যন্তরের আবাসন ব্যবস্থা ছিল এই লজটি। আগুনে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল।

      প্রথমদিকে এটিকে নিয়ন্ত্রিত আগুন হিসেবে শুরু করা হলেও পরে তা দমন করতে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ প্রচেষ্টা চালানো হয়। কর্তৃপক্ষ সতর্ক করেছে, চিকিৎসা বর্জ্য প্ল্যান্ট পুড়ে যাওয়ার কারণে ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার কারণ হতে পারে।

      দাবানলের এই হুমকি শুধু অ্যারিজোনাতেই সীমাবদ্ধ নেই। প্রায় ৪১৮ কিলোমিটার দূরে কলোরাডোর ব্ল্যাক ক্যানিয়ন অফ দ্য গানিসন ন্যাশনাল পার্কেও বজ্রপাতের কারণে আগুন লেগেছে, যার ফলে সেখান থেকেও সমস্ত কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। পুরো অঞ্চলজুড়ে প্রায় দশটি দাবানলের সৃষ্টি হয়েছে।


      তথ্যসূত্র:
      1. Wildfires destroy historic lodge on Grand Canyon’s North Rim, park says
      https://tinyurl.com/yc8hypv8
      2. Wildfire destroys historic Grand Canyon Lodge, forces North Rim closure for the season
      -https://tinyurl.com/yp3hpxym
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় ৩৬০ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী ইসরায়েল



        ইহুদিবাদী দখলদার ইসরায়েল অব্যাহতভাবে গাজার উপর পরিচালিত গণহত্যার অংশ হিসেবে এবার মানবতার অন্যতম স্তম্ভ—চিকিৎসাসেবাকেও ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। ১৪ জুলাই, সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গণহত্যা অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬০ জন চিকিৎসা কর্মীকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে বহু চিকিৎসক রয়েছেন, যাদের অনুপস্থিতিতে হাজার হাজার আহত ফিলিস্তিনির চিকিৎসা কার্যত বন্ধ হয়ে গেছে।

        স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গ্রেফতারকৃত চিকিৎসাকর্মীরা বর্তমানে বন্দিশিবিরে অমানবিক, দুঃসহ এবং অমানুষিক পরিবেশে জীবনযাপন করছেন। তাদের উপর চলছে মানসিক ও শারীরিক নির্যাতন।”

        এই অমানবিক অবস্থার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দখলদার ইসরায়েলের এই অপরাধকে আন্তর্জাতিকভাবে অপরাধ হিসেবে ঘোষণা করে এবং বন্দি চিকিৎসকদের তাৎক্ষণিক মুক্তির জন্য কার্যকর ব্যবস্থা নেয়।

        অন্যদিকে, একই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায় যে, অক্টোবর ২০২৩ সালে বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১,৪০০ জন চিকিৎসাকর্মীকে শহীদ করেছে দখলদার বাহিনী, যার ফলে গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে।

        বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র যুদ্ধাপরাধ নয়, বরং একটি ধর্মীয় ও জাতিগত নির্মূল অভিযানের অংশ, যেখানে ইহুদিবাদী সাম্রাজ্য মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংস করতে তাদের বিচ্ছিন্ন করে দিতে চায়—চিকিৎসা, খাদ্য, পানি, বিদ্যুৎ, এমনকি মানবতা থেকেও।


        তথ্যসূত্র:
        1 At least 360 medical personnel arrested in Gaza since Oct 2023 Israeli invasion
        https://tinyurl.com/mrvjuukb
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভিডিও || অসুস্থ কাশ্মীরি শিশুকে হাসপাতালে যেতে দিলো না ভারতীয় সেনাবাহিনী





          ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ জেলার কাজিগুন্ড এলাকায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক চরম মানবাধিকার লঙ্ঘনের একটি ঘটনা ঘটেছে। অসুস্থ এক কাশ্মীরি শিশুকে হাসপাতালে নিতে চাইলে তার পরিবারকে থামিয়ে দেয় দখলদার সেনাবাহিনী।

          কাশ্মীর মিডিয়া সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই এক অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার বাবা-মাকে বহনকারী গাড়ি থামিয়ে দেয় ভারতীয় বাহিনী। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অসহায় বাবা-মা সেনাদের কাছে অনুনয়-বিনয় করছেন এবং বলছেন, ‘আমাদের সন্তান অসুস্থ, যদি আমরা সময়মতো হাসপাতালে না পৌঁছাই, তাহলে সে মারা যেতে পারে।’

          ভিডিওতে দেখা যায়, শিশুটি গাড়ির পিছনের সিটে শুয়ে কাতরাচ্ছে। বাবা-মা মরিয়া হয়ে সেনাদের বুঝানোর চেষ্টা করলেও তাদের মিনতি উপেক্ষা করে সেনারা গাড়ি চলাচলে বাধা দেয়।

          তবে, একই সময়ে একটি ভারতীয় গাড়িকে কোনো বাধা ছাড়াই যেতে দেয়া হয়। তাছাড়া, অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী যানবাহনগুলোকে অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়।

          ভিডিও দেখুন:



          তথ্যসূত্র:
          1. Indian troops deny hospital access to ailing Kashmiri child in IOJK
          https://tinyurl.com/57xppdms
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X