গাজায় ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে সন্ত্রাসী ইসরায়েল, বিধ্বস্ত ৮৮ শতাংশ অঞ্চল

গাজায় বিগত পৌনে দুই বছর ধরে চলা আগ্রাসনের সময় মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল অন্তত ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে। যার ফলে ফিলিস্তিনের এই অবরুদ্ধ উপত্যকাটির ৮৮ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬২ বিলিয়ন ডলারের বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর অঞ্চলটির মোট এলাকার ৮৮ শতাংশের বেশি ধ্বংস করে দিয়েছে এবং ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে। গতকাল শুক্রবার গাজা সরকারের জনসংযোগ বিভাগ প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনের ৬৫০ তম দিন উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় ১ লাখ ২৫ হাজার টন বোমা ফেলেছে এবং এর ফলে ক্ষতির পরিমাণ ৬২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই নির্মম আগ্রাসনের ফলে ‘২০ লাখের বেশি সাধারণ মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে’ এবং উপত্যকার ৩৬০ বর্গকিলোমিটারের ৭৭ শতাংশ ভূখণ্ড দখল করেছে সন্ত্রাসী ইসরায়েল।
এই ভয়াল যুদ্ধের সবচেয়ে নির্মম চিত্রগুলোর মধ্যে রয়েছে চিকিৎসাসেবার উপর সরাসরি হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে ৩৮টি হাসপাতাল, ৯৬টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, ১৪৪টি অ্যাম্বুলেন্স। হত্যা করেছে ১ হাজার ৫৯০ জন চিকিৎসাকর্মীকে। আটক করেছে আরও ৩৬২ জনকে। এর পাশাপাশি সাংবাদিকরাও ছিল তাদের লক্ষ্যবস্তু। এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২৮ জন সাংবাদিক এবং আটক হয়েছেন ৪৮ জন। ত্রাণ সহায়তা নিয়ে কাজ করা ৭৭৭ জন কর্মীও প্রাণ হারিয়েছেন।
ঘর হারানো মানুষদের বড় অংশ আশ্রয় নিয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে, যেগুলোতে নেই পর্যাপ্ত খাবার, পানীয় জল বা ওষুধ। এরই মধ্যে অপুষ্টিজনিত কারণে ৬৮ জন শিশু এবং প্রচণ্ড ঠাণ্ডায় ১৭ জন শিশু মারা গেছে। এক ভয়াবহ স্বাস্থ্য সংকট আজ পুরো গাজা জুড়ে বিরাজ করছে। ২ মিলিয়নের বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ, যার মধ্যে ৭১ হাজার হেপাটাইটিসে আক্রান্ত।
ইসরায়েলের পরিকল্পিত নৃশংসতা শুধু বাস্তব জীবনের ওপর সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান ও এমনকি মৃতদের কবরেও। মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, তারা ২,৪২০টি মৃতদেহ কবরস্থান থেকে তুলে নিয়ে গেছে এবং হাসপাতালের ভেতরেই তৈরি করেছে ৭টি গণকবর। আরও ভয়ঙ্কর তথ্য হলো—এই আগ্রাসনে গাজার ৮৩৩টি মসজিদ ও ৩টি গির্জাও আক্রান্ত হয়েছে। আর ধ্বংস করা হয়েছে ৪০টি কবরস্থান।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত ও নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজারের বেশি শিশু ও ১২ হাজার ৫০০ নারী। নিহত নারীদের মধ্যে ৮ হাজার ১৫০ জন মা এবং ৯৫৩ জন শিশু।
তথ্যসূত্র:
1. Israel has destroyed 88% of Gaza Strip since Oct. 7, 2023: Gaza Media Office
– https://tinyurl.com/4r7uepfm
Comment