Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৪ মুহাররম,১৪৪৭ হিজরী || ২০ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৪ মুহাররম,১৪৪৭ হিজরী || ২০ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    ইহুদিবাদী দখলদার বাহিনীর নির্মমতা: গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর পিপার স্প্রে



    গাজায় চলমান ইহুদিবাদী দখলদার পক্ষের নৃশংসতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি আল জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা সানাদ এর যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের শাকৌশ এলাকায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর পিপার স্প্রে ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করছে।

    এই ভিডিওটি ১০ জুলাই রেকর্ড করা হয় এবং ২০ জুলাই, রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত বিতর্কিত সংস্থা GHF-এর খাদ্য বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ পরিসংখ্যান, যা ইহুদিবাদী দখলদার পক্ষের মানবতাবিরোধী অপরাধকে আরও স্পষ্ট করে তুলেছে।

    ইহুদিবাদী দখলদার বাহিনীর নির্মমতার চিত্র ভিডিওটিতে ধরা পড়েছে, যেখানে তিনজন সশস্ত্র সেনাকে ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষদের দিকে পিপার স্প্রে ছুঁড়তে দেখা গেছে। ক্ষুধার্ত মানুষগুলো আতঙ্কে ছোটাছুটি করছে, কেউ কাপড় দিয়ে মুখ ঢাকছে, আবার কেউ পিঠে ময়দার বস্তা নিয়ে দৌড়াচ্ছে।

    ভিডিও দেখুনঃ



    লিংক: https://archive.org/details/pepper-s...inians-in-gaza

    এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। GHF মে মাসের শেষে গাজায় তাদের আগ্রাসন শুরু করার পর থেকে কমপক্ষে ৮৯১ ফিলিস্তিনি খাবার নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের ১৫ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ৬৭৪ জনই নিহত হয়েছেন GHF-এর সাইটগুলোর নিকটে ।

    ইহুদিবাদী দখলদার পক্ষের এই নৃশংসতা শুধু পিপার স্প্রেই সীমাবদ্ধ নেই। গাজায় ইসরায়েলি হামলায় শনিবার ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ জন ছিলেন খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ । এছাড়া, গাজা সিটির আল-শিফা হাসপাতালে দুই ফিলিস্তিনি মারা গেছেন ক্ষুধার কারণে, যাদের মধ্যে রয়েছে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু ।


    তথ্যসূত্র:
    1. Starving Palestinians pepper-sprayed at GHF aid site in Gaza, video shows
    https://tinyurl.com/d5hzedh9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বর্বর ইসরায়েলি অবরোধে অনাহারে মৃত্যু ৩৫ দিনের শিশুর, গাজায় নিহত আরও ১১৬



    দখলদার ইহুদিবাদী ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে গাজায় অনাহারে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু গাজা সিটির আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে মারা যায়। ২০ জুলাই, রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ১৯ জুলাই, শনিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া। তিনি বলেন, “অপুষ্টি বা অপর্যাপ্ত খাদ্যগ্রহণে মৃতদের মধ্যে এই নবজাতকও রয়েছে। এদিন আমাদের হাসপাতালে অন্তত দুজন ব্যক্তি অনাহারে মারা যান।”

    এদিকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি একাধিক ভয়াবহ হামলায় আরও ১১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে।

    গাজার দক্ষিণে খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রাফাহের উত্তর-পশ্চিমে দুটি আলাদা স্থানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। তারা এই প্রাণহানির পেছনে বর্বর ইসরায়েলি হামলাকে দায়ী করেছেন।

    মোহাম্মদ আল-খালিদি নামে এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে বলেন, “তারা ইচ্ছা করে গুলি চালিয়েছে। একদিকে জিপ আর অন্যদিকে ট্যাংক আসতে দেখে আমরা পালাতে চেয়েছিলাম, কিন্তু তারা গুলি শুরু করে।”

    আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-বারবারি তার চাচাতো ভাইকে হারিয়েছেন। তিনি বলেন, “এই কেন্দ্রগুলো আসলে মৃত্যু ফাঁদ। মানুষ শুধু একটু খাবারের আশায় আসে, কিন্তু ফিরে যায় লাশ হয়ে।”

    এই ঘটনাগুলো ঘটেছে এমন এক সময় যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে কাতর হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়ছে। অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।”

    এদিকে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড জানান, ‘গত ১৪২ দিনে আমরা একটি ট্রাকও গাজায় প্রবেশ করাতে পারিনি।” তিনি বলেন, “যাঁরা বলছেন ত্রাণ প্রবাহ স্বাভাবিক হচ্ছে, তারা বাস্তবতা অস্বীকার করছেন।’

    তথ্যসূত্র:
    1. Weeks-old baby starves to death as Israel kills 116 Palestinians in Gaza
    https://tinyurl.com/52ruc2v4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত, ১০টি স্থানে তল্লাশি অভিযান


      ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চারটি জেলার ১০টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশের ভয়ঙ্কর কাউন্টার-ইন্টেলিজেন্স উইং (সিআইকে)। এই অভিযান বিশেষভাবে পরিচালিত হয় গান্দেরবাল, বুদগাম, পুলওয়ামা এবং শ্রীনগরে।

      গত ১৯ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, গান্দেরবাল জেলায় ছয়টি, বুদগামে দুটি এবং পুলওয়ামা ও শ্রীনগরে একটি করে স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ঘরের সদস্যদের হয়রানি করা হয় এবং পরিবারগুলোর ওপর ভয়ভীতি প্রদর্শন করা হয়।

      ভারতীয় বাহিনী নিয়মিতই কাশ্মীরজুড়ে এ ধরনের অভিযান পরিচালনা করে, যার উদ্দেশ্য রাজনৈতিক বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করা। এসব অভিযানে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হয়, এমনকি নারী ও শিশুরাও ভারতীয় বাহিনীর নির্যাতন থেকে রেহাই পায় না।


      তথ্যসূত্র:
      1. CIK raids 10 locations across IOJK
      https://tinyurl.com/yyn69tte
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X