বর্বর ইসরায়েলি অবরোধে গাজায় ক্ষুধায় একদিনে শহীদ ১৮ জন

মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েলের বর্বর অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রান সহায়তা পৌঁছাতে পারছে না। এ কারণে ২০ জুলাই, রবিবার গাজায় ক্ষুধা, পানিশূন্যতা ও অপুষ্টিজনিত কারণে অন্তত ১৮ জন শহীদ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
শহীদদের মধ্যে একটি চার বছর বয়সী শিশু রয়েছে, যার নাম রাজান আবু জাহের। সে চরম অপুষ্টি ও ক্ষুধার কারণে রবিবার প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা।
এছাড়া রবিবার গাজাজুড়ে অন্তত ১১৫ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৮৫ জনকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা অবস্থায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত ইসরায়েলি সেনারা।
দখলদার ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়, এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি শহীদ এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জনে, আহত হয়েছেন আরো ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। শহীদদের বেশিরভাগই নারী ও শিশু।
মার্চ থেকে জুন মাসের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর স্বাস্থ্যকেন্দ্রগুলো পাঁচ বছরের নিচের শিশুদের ওপর প্রায় ৭৪,০০০টি স্বাস্থ্য পরীক্ষা চালায়, যার মধ্যে ৫,৫০০টি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত হয় এবং ৮০০টি শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস জানিয়েছে, গাজার পরিবারগুলো ‘বিপর্যয়কর ক্ষুধা মোকাবিলা করছে, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কেউ কেউ সাহায্য পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছে।
তথ্যসূত্র:
- Updates: 18 in Gaza die from starvation in one day amid Israeli blockade
- In just 24 hours, 18 civilians in Gaza have died due to starvation
Comment