গাজায় বিপর্যস্ত মানবিক পরিস্থিতি, অনাহারে একদিনে প্রাণ গেল ১৫ জনের

মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েলের বর্বর অবরোধের ফলে ফিলিস্তিনের গাজায় ২২ জুলাই, মঙ্গলবার মাত্র একদিনে অনাহারে শহীদ হয়েছেন অন্তত ১৫ জন। শহীদদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সি এক নবজাতক শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অনাহারে মারা যাওয়া ছয় সপ্তাহ বয়সি ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির। দুধের অভাবে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই ক্ষুধা-দারিদ্র্যের মুখোমুখি গাজায় সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বাজারে কোথাও দুধ নেই, আর পাওয়া গেলেও একটি ছোট টিনের কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত। ’
আল জাজিরা বলছে, ২২ জুলাই, মঙ্গলবার না খেয়ে মৃত্যুবরণকারী অন্যদের মধ্যে আরও তিন শিশুও রয়েছে। তাদের একজন ১৩ বছর বয়সি আব্দুলহামিদ আল-ঘালবান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে দখলদার ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০১ জন অপুষ্টি ও অনাহারে শহীদ হয়েছে। এর মধ্যে ৮০ জনই শিশু। আর অধিকাংশ শহীদ হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।
গত মার্চে দখলদার ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিলে খাদ্য মজুত ফুরিয়ে যায়। পরে মে মাসে সীমিত আকারে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মূলত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে বিতরণ হয়।
কিন্তু এই সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি জায়গায় সহায়তা নিতে গিয়ে শহীদ হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে মে মাসের পর থেকে।
জিএইচএফ-এর এই সহায়তা বিতরণ ব্যবস্থা এক প্রকার ‘নৃশংস মৃত্যুফাঁদ’। সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষজনের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে, যেন তাদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1. Gaza posts 15 new deaths from hunger, taking toll since Israel’s war to 101
– https://tinyurl.com/4d2umykz
2. Baby boy starves to death in Gaza as hunger spreads, medics say
– https://tinyurl.com/bde9u8pj
Comment