Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ মুহাররম,১৪৪৭ হিজরী || ২৪ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ মুহাররম,১৪৪৭ হিজরী || ২৪ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    কাশ্মীরে ৩ মুসলিম যুবককে গ্রেফতার করল ভারতীয় দখলদার বাহিনী


    ভারতের অবৈধ দখলদারিত্বে থাকা জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় তিন নিরপরাধ কাশ্মীরি যুবককে গ্রেফতার করেছে দখলদার ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনী কাশ্মীরিদের ন্যায়সঙ্গত স্বাধীনতার দাবিকে দমন করতে পরিকল্পিতভাবে নির্বিচার এসব অভিযান পরিচালনা করে।

    গত ২৩ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) যৌথভাবে বান্দিপোরার গারুরা এলাকায় তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এ সময় তারিক আহমদ, বিলাল আহমদ ও মুদাসসির আহমদ নামের তিন যুবককে আটক করে।

    পরবর্তীতে দখলদার বাহিনী দাবি করে, তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, এ ধরনের অভিযোগ বারবারই সাজানো নাটক হিসেবে প্রমাণিত হয়েছে, যা কাশ্মীরিদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর একটি নিয়মিত কৌশল।

    অত্যাচারের মাত্রা এখানেই শেষ হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতের দমনমূলক ও বিতর্কিত আইন ‘অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন’— (ইউএপিএ)’র আওতায় মামলা রুজু করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই আইনটি একটি কালো আইন, যা সন্দেহভাজনদের অধিকারের প্রতি কোনো সম্মান দেখায় না।

    তথ্যসূত্র:
    1. Indian forces arrest three youth in Bandipora
    https://tinyurl.com/mvbx9pv2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় আরও ২ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল


    দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা। চলমান এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ এবং সংবাদকর্মীরা। বর্বর ইসরায়েলি বিমান হামলায় এবার নতুন করে প্রাণ হারালেন আরও দুই ফিলিস্তিনি সাংবাদিক। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ফটোসাংবাদিক তামের আল-জা’আনিন এবং সংবাদপত্র সম্পাদক ওয়ালা আল-জাবারি।

    ২৩ জুলাই, বুধবার গাজার মিডিয়া অফিসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তামের আল-জা’আনিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার হয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন এবং ময়দান থেকে বাস্তবতার ছবি তুলে আনতেন। অন্যদিকে, ওয়ালা আল-জাবারি একাধিক গণমাধ্যমে সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন এবং সম্প্রতি মানবিক সংকট নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এই দুই সংবাদকর্মীকে হত্যা করেছে। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গাজার মিডিয়া অফিস বলেছে, “ইসরায়েলি দখলদার বাহিনী সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে। এটি শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ নয়, বরং তথ্যপ্রবাহ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।”

    ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ২৩১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সংখ্যা একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা হলেও, গাজায় বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত।


    তথ্যসূত্র:
    1. Israel kills 2 more Palestinian journalists in Gaza, death toll rises to 231
    https://tinyurl.com/37r8ne46
    2. Two more journalists killed
    https://tinyurl.com/2fm6zetw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় খাদ্য সংকট চরমে, অনাহারে আরও ১০ জনের মৃত্যু


      গাজায় অনাহারে মৃত্যু আরও গভীর সংকটে রূপ নিয়েছে। ২৩ জুলাই, বুধবার খাদ্যাভাবে আরও অন্তত ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি আগ্রাসনের পর অপুষ্টিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১১ জনে, যার বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে।

      গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

      এছাড়া ২৩ জুলাই, বুধবার সন্ত্রাসী ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৩৪ জন সাহায্যপ্রার্থীও ছিলেন।

      বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চলতি বছর অপুষ্টির কারণে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫ বছরের নিচের অন্তত ২১টি শিশু রয়েছে। সংস্থাটি আরও জানায়, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন তারা কোনো খাদ্য সহায়তা পৌঁছাতে পারেনি এবং বর্তমানে কিছু খাদ্য প্রবেশ করলেও তা চাহিদার তুলনায় অনেক কম।

      এক বিবৃতিতে মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও রিফিউজিস ইন্টারন্যাশনালের মতো ১১১টি সংগঠন জানায়, “বিধ্বংসী দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে” অথচ গাজার ঠিক বাইরে টনকে টন খাদ্য, পানি ও ওষুধ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যেগুলোর প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

      আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে জানান, ক্ষুধা এখন বোমার মতোই মরণঘাতী হয়ে উঠেছে। মানুষ এখন আর পর্যাপ্ত খাবারের জন্য নয়, কেবল কিছু একটা পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে। স্থানীয়রা এই ক্ষুধাকে একটি ধীর ও যন্ত্রণাদায়ক মৃত্যু” বলে অভিহিত করছেন, যা বর্বর ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত অপচেষ্টার ফল।


      তথ্যসূত্র:
      1. Hunger crisis deepens in Gaza as 10 more starvation deaths reported
      https://tinyurl.com/2fm6zetw
      2. Gazans ‘wasting away’ as mass starvation spreads, humanitarian groups warn
      https://tinyurl.com/tpbu75sy
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X