উত্তরপ্রদেশে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করলো তিন উগ্র হিন্দুত্ববাদী যুবক

ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে তিন উগ্র হিন্দু যুবক হামলা করে এক মুসলিম যুবককে হত্যা করেছে। বুধবার (২৩ জুলাই) ফতেহপুরের কাশিরাম কলোনির কাছে এই হামলার ঘটনা ঘটে। নিহত ওই মুসলিম যুবকের নাম মুহাম্মদ আরিশ (১৭)। ভুক্তভোগী ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মুহাম্মদ আরিশ যখন স্কুল থেকে ফিরছিল এসময় হামলাকারীরা – (হর্ষবর্ধন পাণ্ডে, দীপক সাভিতা ও ভারত সরকার) হাতে লাঠি ও রড নিয়ে জন্য অপেক্ষা করছিল। আরিশ কাশিরাম কলোনির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা তাকে গালিগালাজ করতে থাকে এবং উপর্যুপুরি মারধর করতে থাকে। অতিরিক্ত মারধরের ফলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন ওই মুসলিম যুবক।
আরিশের দাদা স্থানীয় গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মারধরের ফলে ভুক্তভোগী আরিশ ঘটনাস্থলেই রক্ত বমি করেছিলেন। ওই এলাকা রক্তে ভেসে গিয়েছিল।
আরিশকে প্রথমে ফতেহপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কানপুরে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার (২৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে আরিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুই মাস পূর্বে উগ্রবাদী একটি হিন্দু সংগঠনের সাথে যুক্ত হর্ষবর্ধনের সাথে আরিশের কথা কাটাকাটি হয়। এর পর থেকেই হর্ষবর্ধন আরিশকে হুমকি দিয়ে আসছিল।
তথ্যসূত্র:
1. 17-Year-Old Muslim Student Killed in Attack in Uttar Pradesh’s Fatehpur, Two Arrested
– https://tinyurl.com/3pddepxr
Comment