Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৮ সফর, ১৪৪৭ হিজরী || ০৩ রা আগস্ট, ২০২৫ ঈসায়ী​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৮ সফর, ১৪৪৭ হিজরী || ০৩ রা আগস্ট, ২০২৫ ঈসায়ী​

    স্কুলের দেওয়াল থেকে শেখ মুজিবের ছবি নামাতে অস্বীকৃতি প্রধান শিক্ষিকার; ক্ষুব্ধ এলাকাবাসী



    নেছারাবাদে সরকার পরিবর্তনের পর অধিকাংশ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনো সেই ছবি টাঙানো রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন বলেছে, ‘আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তাই আমি আমার বিদ্যালয় থেকে তার ছবি সরাব না। কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায়, তাহলে নিজে এসে সরাবে। আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না।’ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।

    বিদ্যালয়ে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্যে এলাকার রাজনৈতিক মহলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের বক্তব্য, যেখানে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সেখানে এখনো বিদ্যালয়ে মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্য মোটেও শুভ লক্ষণ নয়।


    তথ্যসূত্র:
    ১. ‘আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে পারব না’
    https://tinyurl.com/4tw3xkvk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা




    রংপুরের কাউনিয়া উপজেলায় টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা। টাকার বিনিময়ে ভিজিএফ-ভিজিডি কার্ড, বয়স্ক, বিধবা ‘ভাতার কার্ড’ করে দেওয়াসহ নানা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এসএম আমিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে।

    অভিযোগ আছে, উপকারভোগী কার্ড করার জন্য কখনো প্রাপ্ত ভাতার সমুদয় টাকা, কখনো অগ্রিম, কখনো বা ভাতার টাকার একটি অংশ নেয় ইউপি সদস্য পলাশ। আবার, টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ করলে হেনস্তার শিকার কিংবা কার্ড বাতিলের হুমকিও দেয় সে। এছাড়াও নিজের পরিবারের ও আত্মীয়স্বজনের নামে টিসিবি, মাতৃকালীন ভাতা ও (ভিডব্লিউবি) কার্ডসহ নানা রকম সরকারি সুবিধা ভোগ করে পলাশ।

    এ নিয়ে আফরোজা নামে একজন ভুক্তভোগী ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রায় এক মাস হলেও এখনও মেলেনি কোনো প্রতিকার।

    লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দা হতদরিদ্র রিকশাচালক সোহেল মিয়া সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করে সেটা দিয়ে চার জনের সংসারে নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। এই অভাব অনটনের জন্য রিকশাচালক সোহেল মিয়ার স্ত্রী আফরোজা বেগম বালাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এসএম আমিরুল ইসলাম পলাশের কাছে ভিজিডি কার্ড এর জন্য অনুরোধ করে। তখন মেম্বার পলাশ ভিজিডি কার্ডের জন্য আফরোজা বেগমের কাছে ৭ হাজার টাকা দাবি করে। ৭ হাজার টাকা দিলে দ্রুত ভিজিডি কার্ড করে দিবে বলে জানায় সে। অভাব অনটনের সংসারে এতো টাকা দিতে পারবে না বলে জানায় আফরোজা বেগম। পরে মেম্বার ৫ হাজার টাকায় রাজি হয় এবং নগদ ৩ হাজার টাকা গ্রহণ করে। বাকী ২ হাজার টাকা কার্ড দিলে পরিশোধ করবেন- বলে জানায় আফরোজা বেগম। কয়েকমাস ধরে কার্ড দেওয়ার কথা বলে টালবাহনা করে মেম্বার পলাশ। কার্ডের চাপ দিলে গত ৭ জুলাই মেম্বার ৩ হাজার টাকা ফিরত দিয়ে বলে, কার্ড হয়নি। কার্ড না হওয়ার বিষয়ে জানতে চাইলে পলাশ মেম্বার আফরোজা বেগমকে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে বলেন, এবিষয়ে কাউকে কিছু বললে তার এবং সন্তানের সমস্যা হবে।


    তথ্যসূত্র:
    ১. টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা
    https://tinyurl.com/4ccpjv79
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      মামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা


      বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেয়ায় আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

      আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। সে বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করত।

      পারিবারিক সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, আল আমিনের চাষের জমি দখলের চেষ্টা করছিল প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন এবং ফজলুল হক। এ নিয়ে আল আমিন তাদের বিরুদ্ধে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই অভিযুক্তরা আল আমিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই দিন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ও তার বাবা আফসার আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে সোয়া এক লাখ টাকাও ছিনিয়ে নেয়। আহত অবস্থায় চার দিন হাসপাতালে থাকার পর আল আমিন মারা যায়।


      তথ্যসূত্র:
      ১. মামলা তুলে না নেয়ায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
      https://tinyurl.com/mt7te755
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কর্মদিবসে রাজধানীতে দুই দলের সমাবেশ; তীব্র যানজটে ভোগান্তিতে পরীক্ষার্থীরা ও সাধারণ মানুষ


        রাজধানীতে কর্মদিবসের সকালে দুটি রাজনৈতিক দলের পৃথক সমাবেশের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা।

        জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করায় এসব এলাকায় যানচলাচলে সৃষ্টি হয়েছে সংকট।

        সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লক্ষ্য করা গেছে। একদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস, অন্যদিকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার দিন হওয়ায় সড়কে মানুষের চাপ আরো বেড়েছে।


        তথ্যসূত্র:
        ১. কর্মদিবসে সমাবেশ; রাজধানীজুড়ে তীব্র যানজট
        https://tinyurl.com/48j8btyj
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ০৫


          কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

          শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে ঘটনাটি ঘটেছে।

          আটকেরা হল, ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), উপজেলা ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।

          পুলিশ ও ভুক্তভোগী সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গেল রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর পালিয়ে যায়।


          তথ্যসূত্র:
          ১. কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৫
          https://tinyurl.com/yhkv2jma
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ঘরবাড়ি হারিয়ে অসহায় আসামের মজলুম মুসলিমরা




            সম্প্রতি ভারতের আসামের বিভিন্ন এলাকায় হিন্দুত্ববাদী বিজেপি সরকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর ফলে শত শত মুসলিম পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। জোরপূর্বক উচ্ছেদের কারণে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। নারী ও শিশুসহ অসংখ্য মানুষ জানেন না কোথায় যাবে, কোথায় থাকবে, কী খাবে।

            গত ২ আগস্ট ‘হিন্দুত্ব ওয়াচ’ এ সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে, ভিডিওতে দেখা যায় আসামের ধুবরির বিলাসিপাড়ায় উচ্ছেদ অভিযানে ভুক্তভোগী মজলুম মুসলিম পরিবারগুলো ক্রন্দনরত অবস্থায় মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করছে।

            ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:



            তথ্যসূত্র:
            1. Bengali-origin Muslim residents evicted during the Bilasipara eviction drive in Dhubri broke down in tears
            https://tinyurl.com/3dyph3fr
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি, একদিনে শহীদ আরও ৬২



              ২ আগস্ট, শনিবার ভোর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, অবরুদ্ধ গাজার বেশ কিছু হাসপাতাল সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ত্রাণপ্রার্থী।

              নিহতের মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় ছিলেন। সংস্থাটির কার্যক্রম শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে যাওয়া লোকজনকে নির্বিচারে গুলি করে শহীদ করছে।

              গত সপ্তাহে দখলদার ইসরায়েল ঘোষণা করেছিল যে, তারা কিছু এলাকায় যুদ্ধে ‌‘কৌশলগত বিরতি’ বাস্তবায়ন শুরু করবে যেন ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো যায়। কিন্তু তারা হামলা স্থগিত করার কথা বললেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থেমে নেই।

              মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ত্রাণ নেওয়ার চেষ্টা করতে গিয়ে কমপক্ষে এক হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ৯৩ জন শিশুসহ আরও ১৬৯ জন ফিলিস্তিনি অনাহার বা অপুষ্টিতে মারা গেছেন।

              গাজার দেইর আল-বালাহ থেকে শনিবার আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ত্রাণ সরবরাহ সত্ত্বেও ফিলিস্তিনিদের অবস্থা অপরিবর্তিত রয়ে গেছে। বাজারে খাবার প্রায় নেই, আর যেটুকু আছে সেটি অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ফলে জীবন ঝুঁকিতে ফেলে খাবার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

              মানবাধিকার সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলছে, সহায়তা পৌঁছানোর পথ বন্ধ থাকলে এবং বর্বর ইসরায়েলি হামলা বন্ধ না হলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।


              তথ্যসূত্র:
              1.Israeli attacks kill 62 Palestinians in Gaza, including three near aid site
              https://tinyurl.com/bddj2a35
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম গরুব্যবসায়ীদের উপর হিন্দুত্ববাদীদের হামলা


                ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে চার মুসলিম গরুব্যবসায়ী হিন্দুত্ববাদী হামলার শিকার হয়েছেন। বৈধ কাগজপত্রসহ গরু পরিবহন করছিলেন এমন সুনির্দিষ্ট তথ্য থাকার পরও, ওই ব্যবসায়ীদের হাত বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং জনসমক্ষে কান ধরে ঘোরানো হয়।

                ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত ৩১ জুলাই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুসলিম ব্যবসায়ীরা একটি গরুর হাট থেকে পশু কিনে ফিরছিলেন, এবং তারা বৈধ পশু পরিবহনের কাগজপত্রও সঙ্গে রেখেছিলেন। তবু তাদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনা হয় এবং তাদের বাংলাদেশি পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়।

                বিস্ময়করভাবে, ঘটনাস্থলটি স্থানীয় থানার মাত্র ২০০ মিটার দূরে হলেও, হামলাকারীরা প্রায় নির্বিঘ্নে তাদের কাজ সম্পন্ন করে।

                এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুত্ববাদী উগ্রবাদ ও মুসলিম বিদ্বেষের ক্রমবর্ধমান ধারাবাহিকতা।

                ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:


                তথ্যসূত্র:
                1. BJP Members Assault, Parade Muslim Cattle Traders in West Bengal’s Durgapur; Two Arrested
                https://tinyurl.com/sktyy3db
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  কাশ্মীরে দখলদার বাহিনীর দমন-পীড়ন অব্যাহত, আরও ৫ যুবক শহীদ




                  অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের কুলগামে দখলদার ভারতীয় সামরিক বাহিনীর এক যৌথ অভিযানে পাঁচ জন কাশ্মীরি যুবক শহীদ হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ভারতীয় বাহিনীর নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন কাশ্মীরি মুসলিম।

                  কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, গত ১ জুলাই সন্ধ্যায় দেবসারের আখাল বনাঞ্চলে ভারতীয় সেনা, সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই যুবকদের শহীদ করেছে। ভারতীয় সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে অভিযান এখনও চলমান, যা এলাকার জনজীবনকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

                  এর আগে শ্রীনগরের দাচিগাম ও পুঞ্চের কাসিলিয়ান এলাকায় দুটি পৃথক অভিযানে ভারতীয় সেনাবাহিনী পাঁচ যুবককে শহীদ করেছিল।

                  তবে, এই চলমান দমন-পীড়নের মধ্যেও কাশ্মীরিরা তাদের স্বাভাবিক অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং দখলদার ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করছে।


                  তথ্যসূত্র:
                  1. Indian troops martyr five more youth in Kulgam
                  https://tinyurl.com/yvvekr4n
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    গাজায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি শিশুর মাথায় অথবা বুকে গুলি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী




                    দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘ ১০ মাস ধরে অবরুদ্ধ গাজায় তাদের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের ভয়াল চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে, যেখানে শিশুদের সরাসরি টার্গেট করে গুলিবর্ষণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। শিশুরা কোথাও নিরাপদ নয়—না খাদ্য সহায়তার লাইনে, না মানবিক “সেইফ করিডর”-এ, এমনকি নিজ ক্যাম্পের সামনেও নয়। ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্রটির হিংস্রতা যেন মানবতা ও শিশুত্বের সব সীমা অতিক্রম করেছে।

                    বিবিসির এক প্রতিবেদন বলছে, অক্টোবর ২০২৩ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত গাজায় অন্তত ১৬৮ জন ফিলিস্তিনি শিশুকে গুলি করা হয়েছে, যাদের মধ্যে ৯৫ জনকে গুলি করা হয়েছে মাথা ও বুকে—যা নিশ্চিত মৃত্যুর লক্ষ্যে চালানো হয়। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ছিল ১২ বছরের কম বয়সী নিষ্পাপ শিশু।

                    এই প্রতিবেদন তৈরি করতে শত শত ভিডিও, মেডিকেল স্ক্যান, চাক্ষুষ সাক্ষ্য, মানবাধিকার সংস্থার রিপোর্ট ও ফিল্ড জার্নাল বিশ্লেষণ করতে হয়েছে।

                    দখলদার ইসরায়েলি বাহিনী নিজেদের ঘোষিত “সেইফ জোন” এবং “মানবিক করিডোর” গুলোকেও পরিণত করেছে রক্তাক্ত মৃত্যু উপত্যকায়। শিশুদের কেউ কেউ নিহত হয়েছে খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায়, আবার কেউ নিজের ত্রাণ তাঁবুর সামনে খেলছিল—ঠিক সেই সময়েই পেছন থেকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী স্নাইপাররা।

                    জাতিসংঘের শিশু সংস্থা জানায়, সন্ত্রাসী ইসরায়েল প্রতিদিন গড়ে একটি শ্রেণিকক্ষের সমপরিমাণ শিশু হত্যা করছে।
                    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত ৫০,০০০ শিশু ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে নিহত বা আহত হয়েছে।

                    এমনকি দখলদার ইসরায়েলি সেনারাই স্বীকার করেছে, তারা ফিলিস্তিনি শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে, যাতে তারা বিস্ফোরক বা পাতা ফাঁদ শনাক্ত করতে পারে

                    এই প্রতিবেদন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গাজার নিষ্পাপ শিশুদের উপর কী ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। এমনকি সন্ত্রাসী ইসরায়েল নিজেরা “সেইফ জোন” বলে দাবি করেও, সেখানেও শিশুদের গুলি করা হয়েছে। এই ধরনের হামলা শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এটা মানবতার বিরুদ্ধেই আগ্রাসন।


                    তথ্যসূত্র:
                    1.Israeli forces in Gaza shot at least 100 Palestinian children in head or chest: report
                    https://tinyurl.com/2s4kfu2d
                    2.Two girls shot in Gaza – BBC pieces together what happened and looks at dozens more child shootings
                    https://tinyurl.com/3xdzxdef
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment


                    • #11
                      আল-আকসা প্রাঙ্গণে দখলদারদের হানা, নাচ-গানের নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলি মন্ত্রী


                      অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের চরমপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

                      ৩ আগস্ট, রবিবার অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল দলের নেতৃত্ব দেয় সে। এক ‘স্মরণসভায়’ মিলিত হয়ে তারা গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়।

                      জেরুজালেম ইসলামিক ওয়াকফের মতে, কমপক্ষে ১ হাজার ২৫১ জন অবৈধ বসতি স্থাপনকারী সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তালমুদিক আচার-অনুষ্ঠান চালায়। ওয়াফা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ছিল লিকুদ আইনপ্রণেতা অমিত হালেভি এবং বেন-গভির।

                      ফিলিস্তিনি কর্মকর্তারা কট্টর ইহুদিদের এই কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক ও ধর্মীয় উস্কানির নজিরবিহীন বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন।

                      জেরুজালেম গভর্নরেট এই বৃহৎ পরিসরে সংগঠিত অনুপ্রবেশের ‘স্পর্শকাতরতা’ সম্পর্কে সতর্ক করে এটিকে আল-আকসা মসজিদের পবিত্রতা এবং ফিলিস্তিনিদের অধিকারের ‘পরিকল্পিত লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। এই অনুপ্রবেশের সময় মুসল্লিসহ স্থানীয় সাংবাদিক এবং আল-আকসা রক্ষীদের ওপর আক্রমণও চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে।

                      প্রাঙ্গণের ভেতর থেকে এক বিবৃতিতে দখলদার ইসরায়েলি মন্ত্রী বেন-গভির বলেছে, ‘টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং আমরা এখানে চিরকাল থাকব।’ মধ্যরাতের পর জেরুজালেমের পুরাতন শহরজুড়ে বেন-গভিরের নেতৃত্বে আরেকটি অবৈধ বসতি স্থাপনকারী পদযাত্রার কয়েক ঘণ্টা পরেই আল-আকসায় অনুপ্রবেশের ঘটনা ঘটে।

                      জেরুজালেম গভর্নরেট এই বছরের ইহুদি ‘আচার-অনুষ্ঠানকে’ আল-আকসার জন্য ‘সবচেয়ে বিপজ্জনক দিনগুলোর মধ্যে একটি’ হিসাবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি সরকারের পূর্ণাঙ্গ সংযোগ মসজিদের ধর্মীয় ও আইনি মর্যাদা পরিবর্তনের প্রচেষ্টাকে উৎসাহিত করছে।


                      তথ্যসূত্র:
                      1. Far-right Israeli minister leads mass illegal settler incursion into Al-Aqsa Mosque
                      https://tinyurl.com/yd3jrvwt
                      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                      Comment

                      Working...
                      X