ভারতের উত্তরপ্রদেশে গরু বহনের সন্দেহে মুসলিম ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শাহজাহানপুর জেলায় এক মুসলিম ট্রাকচালককে গরু বহনের সন্দেহে পিটিয়ে হত্যা করেছে একদল হিন্দুত্ববাদী। হামলার পর তারা চালকের ট্রাকটিতেও আগুন ধরিয়ে দেয়।
গত ৮ আগস্ট মুসলিম মিররের এক প্রতিবেদনে জানানো হয়, শাহজাহানপুর জেলার অন্তর্গত বাদাউন রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কাঁওয়ার যাত্রায় অংশ নেওয়া কিছু ব্যক্তি ট্রাক থেকে দুর্গন্ধ পেয়ে সেটি থামায় এবং গরু পরিবহনের সন্দেহে চালককে বেধড়ক মারধর শুরু করে। পরে ট্রাক পরীক্ষা করে দেখা যায়, সেখানে গরু ছিল না, কিছু পশুর চামড়া ছিল।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হামলা থামাতে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা কেবল ভুক্তভোগীকে হেফাজতে নেয়, কিন্তু হামলাকারীদের প্রতিরোধ বা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখেনি। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং চালকের ওপর পাথর নিক্ষেপ করতে থাকে, যার ফলে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র:
1. Muslim truck driver beaten to death by Kanwariyas in police presence in UP over suspicion of carrying cattle
– https://tinyurl.com/59emfkkm
Comment