কাশ্মীরে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী

ভারতীয় বাহিনী দখলকৃত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার এবং ডোডা জেলায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে, যেখানে বেসামরিক নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদনে জানা গেছে, গত ৯ আগস্ট কিশতওয়ার জেলার ২৬টি বাড়িতে অভিযান চালানো হয়, যার মধ্যে রয়েছে মুহাম্মদ আমিন ভাটের বাসভবন, যাকে ভারতীয় কর্তৃপক্ষ স্বাধীনতাপন্থী হিসেবে চিহ্নিত করেছে। অভিযানের সময়ে, বেসামরিক নাগরিকদের বাড়ি ধ্বংস, তাদের সম্পত্তি জব্দ এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
এছাড়াও এর আগে ভারতীয় বাহিনী ডোডা জেলায় অন্তত ১৫টি স্থানে একযোগে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোবাইল ফোন, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি জব্দ করেছে।
তথ্যসূত্র:
1. Dozens of houses raided in massive crackdowns in Kishtwar, Doda districts of IIOJK
– https://tinyurl.com/5fmj7ane
Comment