দখলদার ইহুদিদের আগ্রাসনে পশ্চিম তীরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার

ইহুদিবাদী দখলদার পক্ষ ইসরায়েলের সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জর্ডান ভ্যালি ও জেরিকো অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের আগ্রাসন ও সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বহু ফিলিস্তিনি পরিবার তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। সশস্ত্র ইহুদি বসতিবাদীরা ফিলিস্তিনি রাখালদের জোরপূর্বক তাদের চারণভূমি থেকে তাড়িয়ে দিয়েছে এবং তাদের বসতিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। এছাড়াও, দখলদার ইসরায়েলি বাহিনীর সমর্থনে নতুন অবৈধ বসতি নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনি ভূমি দখলের এই নয়া ষড়যন্ত্র চালাচ্ছে।
১১ আগস্ট, সোমবার ইহুদিবাদী দখলদার বসতি স্থাপনকারীরা উত্তর জর্ডান ভ্যালির হাম্মা অঞ্চলে ফিলিস্তিনি রাখালদের উপর হামলা চালায়। তারা রাখালদের তাদের চারণভূমি থেকে জোরপূর্বক বের করে দেয় এবং তাদের গ্রামে অনুপ্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাসে এই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতিবাদীদের সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ২৫টিরও বেশি ফিলিস্তিনি পরিবার তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
এদিকে, জেরিকোর উত্তরাঞ্চলীয় শালাল আল-আউজা গ্রামে ইহুদিবাদী সন্ত্রাসীরা তাদের গবাদিপশু ছেড়ে দিয়ে ফিলিস্তিনি বাসিন্দাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে। এই ধরনের ঘটনা এখন প্রায় দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি, রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত আত্তারা শহরের জাবাল আল-খিরবা এলাকায় দখলদার ইসরায়েলি বসতিবাদীরা বুলডোজার নিয়ে এসে জোরপূর্বক জমি দখল করে নতুন একটি অবৈধ আউটপোস্ট নির্মাণ শুরু করেছে।
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতা শুধুমাত্র ভূমি দখলের লালসাতেই সীমাবদ্ধ নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের অস্তিত্বকে নির্মূল করার একটি সুপরিকল্পিত নীলনকশা। আন্তর্জাতিক আইন, মানবাধিকার চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করে সন্ত্রাসী ইসরায়েল তার এই বর্বরোচিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাশ্চাত্যের মৌন সমর্থন ও অর্থনৈতিক পৃষ্ঠপোষকতাই ইসরায়েলকে এই অপরাধ চালিয়ে যাওয়ার সাহস যুগিয়ে চলেছে।
তথ্যসূত্র:
1. Jewish settlers attack Palestinian areas in JV and Jericho
– https://tinyurl.com/bdhfny47
Comment