গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিদিন নতুন করে ভয়াবহতা তৈরি করছে। ড্রোন হামলা, বিমান হামলা ও স্থল থেকে গোলাবর্ষণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দখলদার বাহিনীর সাম্প্রতিক হামলায় খাদ্যসাহায্যের জন্য লাইনে দাঁড়ানো মানুষসহ আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি অনাহার ও পুষ্টিহীনতায় মৃত্যুর ঘটনাও ক্রমেই বাড়ছে। ২২ আগস্ট, শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
২১ আগস্ট, বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিভিন্ন স্থানে একাধিক বর্বর ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল সাধারণ মানুষ, যারা অনেক ক্ষেত্রে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। খাদ্য সংকট ও দুর্ভিক্ষে বিপর্যস্ত এই অঞ্চলে সাহায্যপ্রার্থীদের ওপর হামলা আন্তর্জাতিক মহলে আরও উদ্বেগ সৃষ্টি করেছে।
গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর গোলাবর্ষণে অন্তত পাঁচজন প্রাণ হারান। নেটজারিম করিডোরে সাহায্যের জন্য অপেক্ষমাণ একজন নিহত হন।
গাজার আল-তুফাহ এলাকার আল-জারকা অঞ্চলে ড্রোন হামলায় দুইজন নিহত ও অনেকে আহত হন। একই দিনে সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজন এবং আরেকটি বাড়িতে শিশুসহ আটজন নিহত হন। শহরের উত্তর-পশ্চিমের আল-শাতি এলাকায় এক পরিবারের বাড়িতে হামলায় আরও চারজন প্রাণ হারান।
দক্ষিণ গাজার রাফাহ শহরে খাদ্যসাহায্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর বোমা বর্ষণ করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে আরও তিনজন শহীদ ও অনেকে আহত হন বলে নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় সাহায্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলায় সাতজন শহীদ ও অন্তত ১৮ জন আহত হন। এদিকে সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা ও জাইতুন এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, বৃহস্পতিবার অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুইজন মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যার মধ্যে ১১২ জন শিশু। সামগ্রিকভাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত বর্বর ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন কমপক্ষে ৬২ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. Israeli strikes kill 50 Gazans, including aid seekers
– https://tinyurl.com/5n7nb95h
Comment