গাজায় তীব্র ক্ষুধা-অপুষ্টি, সোয়া ৩ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ, অবরোধ ও খাদ্যসংকট মিলিয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। শিশুদের অবস্থা সবচেয়ে শোচনীয়, অনাহার ও অপুষ্টি গাজাকে মৃত্যুউপত্যকায় পরিণত করছে। ২৪ আগস্ট, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রায় দুই বছরের বেশি সময় ধরে অবরোধ ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। চিকিৎসকরা বলছেন, এত শিশুদের চিকিৎসা করতে কমপক্ষে ১০টি বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন। কিন্তু খাদ্য ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সাহায্য গাজায় পৌঁছাতে না দেওয়ায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে আখ্যা দিয়েছে।
গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, শুধু শিশু নয়, আহত ও অসুস্থ গাজাবাসীদের অনেকেই অপুষ্টিতে ভুগছেন। নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু হাসপাতালের পরিচালক আহমদ আল-ফারা বলেন, তাঁর হাসপাতালে ভর্তি ১২০ জন শিশু তীব্র অপুষ্টির শিকার। তিনি সতর্ক করেছেন, এই শিশুদের সারাজীবন এর মাশুল দিতে হবে।
২২ আগস্ট, শুক্রবার প্রকাশিত দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC)–এর প্রতিবেদনে গাজা নগর প্রশাসনিক অঞ্চল ও আশপাশে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে, আর পরিস্থিতি চলতে থাকলে দেইর আল-বালাহ ও খান ইউনিসেও শিগগির দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। গত দুই বছরে গাজায় অপুষ্টিতে মারা গেছে অন্তত ২৮১ জন, যাদের মধ্যে ১১৪ শিশু।
তথ্যসূত্র:
1.Tens of thousands of Palestinian children starving in Gaza tent camps
– https://tinyurl.com/57sha2f6
Comment