কারাগার থেকে ফেসবুক পোস্টে নির্বাচনের জন্য দোয়া চাইল শ্রমিকলীগ নেতা

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমিক আলোচিত শাহ মোহাম্মদ রাজন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মির্জা মাজহারুল ইসলাম ওরফে মিলন কারারুদ্ধ অবস্থায় থেকে ‘মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ’ নির্বাচনে সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র কিনেছে।
পাশাপাশি ‘Mirza Milon’ নামে তার ফেসবুক আইডি ব্যবহার করে কারাগারে থাকার পরও প্রচারণা চালানোর বিষয়টি আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
সে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক ছিল। এছাড়া সে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
গত ১০ জুলাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চিনিকল শ্রমিক রাজন হত্যায় দোষী সাব্যস্ত করে মাজহারুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রায়ের পর তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ হওয়ার দিন তার “Mirza Milon” নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে রায় সম্পর্কে তার শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে গত সোমবার (২৫ আগস্ট) ফেসবুকে পরপর তিনটি পোস্ট দেয়। সেই পোস্ট আবার নিজ আইডি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শেয়ার দেয় সে। পোস্টগুলিতে নিজেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে উল্লেখ করে মধুখালী বাজার ব্যবসায়ী সমাজের কাছে ‘দোয়া, আশীর্বাদ ও সমর্থন’ প্রত্যাশা করে।
তথ্যসূত্র:
১. কারাগার থেকে ফেসবুক পোস্টে নির্বাচনের জন্য দোয়া চাইলেন শ্রমিকলীগ নেতা!
– https://tinyurl.com/ycywctt7
Comment