প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ০৪

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে রয়েছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন গ্রুপের আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫)। অপরদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমর্থিত গ্রুপের আহতরা হল: আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫), এবং আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।
সংঘর্ষের কারণ হিসেবে গণমাধ্যমের বরাতে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিল বিএনপির সাইফুল গ্রুপ ও ফারুক গ্রুপের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের কারণ হিসেবে দুই গ্রুপ একে অপরকে দায়ী করছে।
তথ্যসূত্র:
১. মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪
– https://tinyurl.com/a3zsxxab
Comment