গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ শহীদ আরও ১০৫

ফিলিস্তিনের গাজায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্ত ইসরায়েল। নৃশংস ইসরায়েলি বিমান হামলায় ২ সেপ্টেম্বর, মঙ্গলবার একদিনেই কমপক্ষে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩২ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহের সময়। নিহতদের মধ্যে শিশু, নারী ও সাংবাদিকও রয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্বৃত্ত ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এ জন্য টানা হামলা চালানো হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকায়, বিশেষ করে আল-সাবরা মহল্লায়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির বাসিন্দারা এখন খাঁচার ভেতর বন্দির মতো, যেখানে যেতেই তাদের ওপর বোমা পড়ছে।
খাদ্য সংকটও ভয়াবহ আকার নিয়েছে। শুধু মঙ্গলবার একদিনেই অনাহারে মারা গেছে আরও ১৩ জন। বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১-জনে।
খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় পানির জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাতজন শিশু। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, রক্তে ভেজা পানির জার আর শিশুদের নিথর দেহ পড়ে আছে সেই জায়গায়, যেটিকে দখলদার ইসরায়েল আগে নিরাপদ অঞ্চল বলেছিল।
গাজা সিটিতে আল-আফ পরিবারের বাড়িতে এক হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, এসব হামলা স্পষ্টতই যুদ্ধাপরাধ।
সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক— আল-মানারার রাসমি সালেম ও ইমান আল-জামলি। এ নিয়ে ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০-এর বেশি। গণমাধ্যম পর্যবেক্ষক সংগঠনগুলো বলছে, ইতিহাসে এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।
তথ্যসূত্র:
1. Children, journalists among 105 killed in Israeli onslaught in Gaza
– https://tinyurl.com/bddhzr62
Comment