‘অনুশীলন’ হিসেবে গাজার ছেলেদের গোপন অঙ্গকে লক্ষ্য করে গুলি চালায় বর্বর ইসরায়েলি সেনারা

দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাযজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডা. নিক মেনার্ড গাজায় ফিলিস্তিনি ছেলেদের ওপর গুলিবর্ষণকে ইসরায়েলি সেনাদের “ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু অনুশীলন” হিসেবে বর্ণনা করেছেন। ৫ সেপ্টেম্বর, শুক্রবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
গাজায় ফিলিস্তিনি ছেলেদের গুলিবর্ষণের ক্ষত সম্পর্কে কথা বলতে গিয়ে ওই চিকিৎসক বলেন, অনেক ছেলেই এমন আঘাত নিয়ে চিকিৎসা নিচ্ছে যা স্পষ্টতই তাদের গোপন অঙ্গকে/অণ্ডকোষে লক্ষ্য করে গুলি করার কারণে হয়েছে।
এদিকে গাজায় বরাবরের মতো থেমে নেই ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন। শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় শুধু গাজা সিটিতেই অন্তত ৩০ জনসহ মোট ৪৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়। এর মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।
শহর দখলের জন্য বৃহৎ পরিসরে চালানো অভিযানে দখলদার ইসরায়েলি সেনারা বাস্তুচ্যুত পরিবারদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে।
শুধু গাজা সিটি নয়, মধ্য গাজার নুসাইরাতের অস্থায়ী আশ্রয়কেন্দ্রেও বর্বর ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি ঘটেছে। সেখানে উম্মে নাবিল আল-আইশ তার একাধিক আত্মীয়কে হারিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা আমাদের না খাইয়ে রাখে, পানি থেকে বঞ্চিত করে, ঘরছাড়া করে এবং সন্তানদের হত্যা করে—আর বিশ্ব শুধু দেখছে।’
তথ্যসূত্র:
1. Palestinian boys shot in testicles as “target practice”
– https://tinyurl.com/u5p2hkta
Comment