Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি || ১১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি || ১১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল, হতাহত অনেক




    ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছে। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি গণমাধ্যম কার্যালয়।

    ইয়েমেনের আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, সানার দক্ষিণ-পশ্চিমে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জওফ প্রদেশের রাজধানী আল-হাজমে স্থানীয় সরকারি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

    ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহী এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘প্রাথমিক হিসাবে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে ও আহত ১১৮ জন। সিভিল ডিফেন্স, অ্যাম্বুল্যান্স ও উদ্ধার দল এখনো নিখোঁজদের খুঁজছে।

    আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় আল-জওফ প্রদেশের সরকারি ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উত্তর ইয়েমেনে, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা।

    এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগে ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী ও ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়—গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তিদের হত্যাকাণ্ড।

    প্রসঙ্গত, গত কয়েক মাসে সন্ত্রাসী ইসরায়েল একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে প্রধান বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে, যাতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।


    তথ্যসূত্র:
    1. Israeli army says it bombed Houthi targets in Yemen
    https://tinyurl.com/y8fs434a

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || দিল্লিতে হজ্বযাত্রীদের মন্দিরে নিয়ে হিন্দুদের মতো সেজদা দিতে বাধ্য করল হিন্দুত্ববাদীরা



    ভারতে দিল্লির যমুনা বাজার এলাকায় হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন কয়েকজন মুসলিম হজ্বযাত্রী। হামলাকারীরা হজ্বযাত্রীদের মন্দিরে নিয়ে গিয়ে হিন্দুদের মতো সেজদা দিতে বাধ্য করেছে।

    গত ১০ সেপ্টেম্বর মুসলিম মিররের এক প্রতিবেদনে জানা যায়, গত ২২ আগস্ট দিল্লি থেকে সাহারানপুর যাত্রার সময় হজ্বযাত্রীরা পথিমধ্যে একটি মন্দিরের কাছে খাবারের জন্য থামেন। তখনই তারা উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন।

    এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা হজ্বযাত্রীদের ইসলামবিদ্বেষী ভাষায় গালিগালাজ করেছে, জোরপূর্বক বয়স্ক মুসলিমদের মাথার টুপি খুলে নিয়েছে এবং মন্দিরে টেনে নিয়ে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে। এ সময় তারা মুসলিম যাত্রীদের হিন্দুদের মত মন্দিরে সেজদা দিতেও বাধ্য করে।

    ভিডিওতে হামলাকারীদের একজন মিথ্যা অভিযোগ করেছে যে, যাত্রীরা রাস্তার পাশে প্রস্রাব করেছিল, তাই তাদের ওপর হামলা চালানো হয়েছে। সে আরও বলেছে, ‘এটা আমাদের মন্দির। আমি এখানে মাথা নত করি, এখন আমিও তাদেরকে তা করতে বাধ্য করব।’

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

    ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
    https://archive.org/details/umrah-pi...sed-11-09-2025


    তথ্যসূত্র:
    1. Umrah pilgrims allegedly harassed by Hindutva group near Delhi temple
    https://tinyurl.com/yucmnrwp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় ইসরায়েলি গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনকারী ইসলাম-বিদ্বেষী পডকাস্টার ‘চার্লি কার্ক’ আততায়ীর গুলিতে নিহত



      মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ ভ্যালি ইউনিভার্সিটি (UVU)-তে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন চার্লি কার্ক নামে এক আমেরিকান ইসলাম-বিদ্বেষী, প্রো-জায়োনিস্ট এক্টিভিস্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছে।

      ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর, বুধবার স্থানীয় সময় দুপুরে, কার্কের “American Comeback Tour”-এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে।

      চার্লি কার্ক তার ইসলাম-বিদ্বেষী এবং প্রো-জায়োনিস্ট এক্টিভিটির জন্য পরিচিত। আমেরিকায় ইসলাম ও মুসলিমদের অবস্থানের বিরুদ্ধে এবং অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের পক্ষে সে প্রতিনিয়ত প্রচার প্রচারণা চালিয়ে গেছে, এমনকি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত।

      ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্বৃত্ত ইসরায়েলের ব্যাপক মাত্রার গণহত্যার ব্যাপারে সে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সেমিনার ও বিতর্কের আয়োজন করতো, যা আমেরিকানদের মনে ইসরায়েলের এই বর্বরোচিত গণহত্যার প্রতি জনসম্মতি উৎপাদনে ভূমিকা রাখতো। এছাড়া সে বিভিন্ন টকশো এবং পডকাস্টের মাধ্যমেও ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা এবং দখলদারিত্বের পক্ষে মিথ্যা ন্যারেটিভ নির্মাণ করে গেছে।

      গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর ১০ দিন পর এক এক্স বার্তায় সে লিখে-
      “গাজার নারী ও শিশুদের মৃত্যু হামাসের দোষ, ইসরায়েলের নয়; যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে মৃত্যুগুলো আমেরিকার নয়, বরং জাপানের দোষ ছিল। যখন কোনো সরকার অযৌক্তিক ও হত্যাযজ্ঞমূলক আগ্রাসনে লিপ্ত হয়, তখন এর ফলশ্রুতিতে যা কিছু ঘটে, তার জন্য দায়ভার সেই সরকারকেই নিতে হয়।”

      চার্লি কার্ক নিহতের একদিন আগে গত ৯ সেপ্টেম্বর ইসলামকে আমেরিকার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এক এক্স পোস্টে নিজেরই একটি ভিডিও শেয়ার করে লিখেছে, “বামপন্থীরা ইসলাম নামক তরবারির সাহায্যে আমেরিকার গলা কাটতে চাচ্ছে।” এইসময় আমেরিকায় দৈনিক পাঁচবার আজানের বিরোধিতা করে সে।
      এক্স পোস্টটির লিঙ্কঃ https://x.com/charliekirk11/status/1965281328108343507

      চার্লি কার্ক আমেরিকায় গান-ভায়োলেন্স বা মারণাস্ত্র পরিবহনের বৈধতা দিতে ২০২৩ সালে একবার বিদ্রূপাত্মকভাবে বলেছিল:
      “প্রতি বছর কিছু মানুষের গুলিতে মারা যাওয়া দুঃখজনক হলেও মূল্যবান, কারণ অন্তত আমরা (বাইবেলের) সেকেন্ড এমেন্ডমেন্ট বা দ্বিতীয় সংশোধনী (অস্ত্র বহনের অধিকার) ধরে রাখতে পারছি।”

      তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে সন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের দুই প্রেসিডেন্টসহ বহু দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও হোয়াইট হাউজ তার মৃত্যুতে আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে এবং মার্কিন হাউস স্পিকার জনসন চার্লি কার্কের মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করে এক মিনিট নীরবতা পালন করে।


      তথ্যসূত্র
      https://tinyurl.com/msdbjf7r
      https://tinyurl.com/wrfe2f5n
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ফরিদপুরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি, আটক ০১



        ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করায় লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। লাল মিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।

        মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে হাট থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেয়।

        ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিম রহমান গণমাধ্যমকে বলেন, সাতৈর হাটে আমি নিজ কানে ওই বৃদ্ধকে মহানবীকে নিয়ে কটুক্তি করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। আমরা চাই, আদালতের মাধ্যমে তার কঠোর শাস্তি হোক।


        তথ্যসূত্র:
        ১. বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় বৃদ্ধ আটক
        -https://tinyurl.com/2kczcxpe
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নিজেকে ‘মাসীহ’ ঘোষণা করে খ্রিস্টান ধর্ম প্রচার করছে নুরাল পাগলার ছেলে, টার্গেট দরিদ্র সুন্দরী তরুণীরা



          সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে তখনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এলো তার বড় ছেলে নুরতাজ নোভার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে নুরতাজের তরুণী, কিশোরী মেয়েদেরসহ এলাকার মানুষদের বিভিন্ন প্রলোভনে খ্রিষ্টান বানানোর।

          খ্রিষ্টান বানানো তরুণী ও লোকজনদের সাথে তার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যায়, সাদা কাপড় পরিহিত অবস্থায় নুরতাজের সাথে বেশ কয়েকজন তরুণী, কিশোরীও। দলবদ্ধভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়ায় মানুষের বাড়িতে গিয়ে গান বাজনাও করে।

          এসব ভিডিও প্রসঙ্গে জানা যায়, স্থানীয় কিছু নির্ভরযোগ্য সুত্র গণমাধ্যমকে জানায়, নুরা পাগলার বড় ছেলে নুরতাজ নোভা ঢাকায় বসে খ্রিষ্টান ধর্ম প্রচারের নামে কাজ চালাচ্ছে। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরিফকে ব্যবহার করে সে সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছে, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছে।

          তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম, শরিফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভাসহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানা যায়। স্থানীয় সূত্র আরও বলছে, এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণ বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে, আরও অনেক যুবক-যুবতীকে টেনে আনা সহজ হয়। তাই প্রথম ধাপেই নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল।

          নূরাল পাগলা চলে গেছে, কিন্তু তার উত্তরসূরীরা থেমে নেই এমনটিই জানাচ্ছে স্থানীয়রা। তার ছেলে নূরতাজ নোভা এখনো সক্রিয়। আর তার চারপাশে ঘুরছে একদল নারী-পুরুষ, সবাই সাদা কাপড়ে ঢাকা। তাদের দলবদ্ধ চলাফেরা দেখলে মনে হয় যেন ভূতের বাহিনী। তারা গ্রামে গ্রামে যায়, গান গায়, শান্তির কথা বলে। কিন্তু আসল টার্গেট নারী, বিশেষ করে তরুণী আর সুন্দরী মেয়েরা।

          স্থানীয়দের সুত্রে আরও জানা যায়, তাদের কৌশল খুব সহজ তারা প্রথমে বলে “আমরা আল্লাহর বান্দা।” পরে বলে “আমরা ঈসা নবীর উম্মত।” তারপর রবিবার প্রার্থনায় নিয়ে যায়। শেষমেষ বলে “খ্রিস্ট ধর্মেই মুক্তি।” এছাড়া হত দরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করে তাদের অর্থের প্রলোভন দেখায়, চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এরপরই নানা কৌশলে মুসলিম থেকে খ্রিষ্টান ধর্মে রূপান্তর করে।

          তথ্যসূত্র:
          ১. নুরা পাগলার ছেলে নুরতাজ নিজেকে মশীহ ঘোষণা করে খ্রিষ্টান বানানোর যে ভয়ানক ফাঁদ পাতে!
          https://tinyurl.com/ykn37udj
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X