আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল, হতাহত অনেক

ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছে। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি গণমাধ্যম কার্যালয়।
ইয়েমেনের আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, সানার দক্ষিণ-পশ্চিমে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জওফ প্রদেশের রাজধানী আল-হাজমে স্থানীয় সরকারি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহী এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘প্রাথমিক হিসাবে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে ও আহত ১১৮ জন। সিভিল ডিফেন্স, অ্যাম্বুল্যান্স ও উদ্ধার দল এখনো নিখোঁজদের খুঁজছে।
আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় আল-জওফ প্রদেশের সরকারি ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উত্তর ইয়েমেনে, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগে ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী ও ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়—গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তিদের হত্যাকাণ্ড।
প্রসঙ্গত, গত কয়েক মাসে সন্ত্রাসী ইসরায়েল একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে প্রধান বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে, যাতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli army says it bombed Houthi targets in Yemen
– https://tinyurl.com/y8fs434a
Comment