অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মাঝে গোলাগুলি, আহত আহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া– পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে চার জন আহত হয়েছে। গুরুতর আহত জিৎ হোসেন নামে এক ছাত্রদলকর্মীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় রোববার দিনব্যাপী ওই এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করেছিল।
স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, কয়েকদিন আগে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. রাসেল পারভেজ জামিনে মুক্তি পায়। এ উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে স্কুলছাত্র রুহুল কুদ্দুস যোগ দেয়। পূর্ব শত্রুতার জেরে শনিবার বিকালে যুবদল নেতা বাপ্পীর নেতৃত্বে লাঠিসোঁটা সজ্জিত যুবকেরা কুদ্দুসকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুই গ্রুপ ফের মুখোমুখি হয়। শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া। একপর্যায়ে যুবদল নেতা বাপ্পী ও জেলা স্বেচ্ছাসেবকদলের এক নেতার নেতৃত্বে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে আতঙ্কে চারপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে।
তথ্যসূত্র:
১. ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সংঘর্ষ-গুলি, আহত ৪
– https://tinyurl.com/4c2tn8c4
Comment