বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের ফলে হাসপাতালগুলো কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবে চিকিৎসাসেবা দিতে গিয়ে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলছে, এ পরিস্থিতি দ্রুত সমাধান না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
সাম্প্রতিক আগ্রাসনের ফলে উত্তর গাজার হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে। আহত ও অসুস্থদের দীর্ঘ সারির কারণে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। বিদ্যুৎ সংকট, জ্বালানি ঘাটতি ও ওষুধের ঘাটতির ফলে প্রতিটি হাসপাতালে সংকট চরম আকার ধারণ করেছে।
বর্বর ইসরায়েলি অবরোধের ফলে অঞ্চলটিতে জরুরী সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জীবনরক্ষাকারী ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম পাঠানো সম্ভব হচ্ছে না। এতে করে সাধারণ অপারেশন, ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং নবজাতক সেবাকেন্দ্রগুলো কার্যত অচল হয়ে পড়ছে। বহু পরিবারকে তাদের আহত সদস্যদের নিয়ে সীমিত জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, স্বাস্থ্যকেন্দ্রে জায়গার অভাব এতটাই তীব্র যে অনেক রোগীকে করিডর ও হাসপাতালের আঙিনায় শুয়ে থাকতে হচ্ছে।
একই সঙ্গে গাজা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বাধ্য করার আদেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যে কয়েকটি হাসপাতাল সরাসরি হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিদিন নতুন করে হতাহত বাড়ায় তারা কার্যত ভেঙে পড়ছেন।
গাজার উত্তরাঞ্চলে হাসপাতালগুলোর এই বিপর্যস্ত পরিস্থিতি শুধু স্বাস্থ্যব্যবস্থার ধ্বংস নয়, বরং হাজারো আহত ও অসুস্থ মানুষের জীবনের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। জরুরি ভিত্তিতে সরবরাহ লাইন চালু করা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসা কার্যক্রম সচল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যথায় অঞ্চলটির স্বাস্থ্যখাত সম্পূর্ণ ভেঙে পড়বে, আর সাধারণ মানুষের সামনে বেঁচে থাকার ন্যূনতম সুযোগটুকুও হারিয়ে যাবে।
তথ্যসূত্র:
1 WHO chief calls for immediate end to ‘inhumane conditions’ in Gaza
– https://tinyurl.com/ff5dpdxu
2. WHO chief says northern Gaza hospitals on ‘brink of collapse’ due to new offensive
– https://tinyurl.com/7hdxpe9m
Comment