নির্বিচার হত্যাযজ্ঞের ভেতরে নিজেদের দুর্ঘটনায় বিপর্যস্ত দখলদার বাহিনী

গাজা সিটির উত্তরে দখলদার ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সামরিক হামভি উল্টে আহত হয়েছে অন্তত ১০ সেনা। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ২১ সেপ্টেস্বর, রবিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। দীর্ঘদিন ধরে গাজায় নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো দখলদার বাহিনী এবার নিজেদেরই অভিযানে নতুন বিপর্যয়ের মুখোমুখি হলো।
ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, উত্তর গাজায় একটি সামরিক হামভি উল্টে যায়, তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ওয়াল্লা নিউজ সাইটের তথ্যমতে, আহত ১০ সেনার মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে জেরুজালেমের হাদাসা আইন কেরেম হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আটজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর করা হয়। চ্যানেল ৭ নিশ্চিত করেছে, আহত সেনারা কুখ্যাত কফির ব্রিগেডের সদস্য।
ওয়াল্লা সূত্রে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে দখলদার ইসরায়েল প্রায় ৭০ হাজার সেনা গাজা সিটিতে মোতায়েন করেছে, যা শহরটিকে কার্যত পুনর্দখলের প্রচেষ্টার অংশ। যুদ্ধের ভেতরে যুদ্ধ চালানোর মতো এই পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী শুধু ফিলিস্তিনিদের ওপরই নয়, বরং নিজেদের ভেতরেও বিপর্যয়ের শিকার হচ্ছে।
অন্যদিকে, চলমান দমনপীড়নে গাজায় ফিলিস্তিনিদের রক্তস্রোত থামছেই না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজারের বেশি। শুধু তাই নয়, খাদ্য, ওষুধ ও জ্বালানির অবরোধে অন্তত ৪৪২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু। এ দৃশ্য একদিকে যেমন দখলদার বাহিনীর বর্বরতার প্রমাণ দিচ্ছে, অন্যদিকে দুর্ঘটনায় আহত সেনাদের খবর সেই নৃশংসতার মাঝে ব্যঙ্গাত্মক বৈপরীত্য তুলে ধরছে।
গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর রক্তাক্ত অভিযানের ভেতরে সেনাদের এই দুর্ঘটনা যেন এক প্রতীকী চিত্র। নির্বিচারে শিশু ও নারীদের হত্যা করে যাদের দম্ভচিত্র আঁকা হয়েছিল, তারাই আজ নিজেদের যন্ত্রপাতি আর অবৈধ যুদ্ধে আটকা পড়ে ধ্বংসের মুখে। ফিলিস্তিনের মাটিতে দখলদারদের প্রতিটি পদক্ষেপ এখন কেবল নতুন রক্তপাতের নয়, বরং নিজেদের পতনের দিকেও ইঙ্গিত করছে।
তথ্যসূত্র:
1. 10 Israeli soldiers injured as military vehicle overturns near Gaza City
– https://tinyurl.com/yy78b72j
Comment