Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি || ২১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি || ২১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    নির্বিচার হত্যাযজ্ঞের ভেতরে নিজেদের দুর্ঘটনায় বিপর্যস্ত দখলদার বাহিনী


    গাজা সিটির উত্তরে দখলদার ইসরায়েলি সেনাদের বহনকারী একটি সামরিক হামভি উল্টে আহত হয়েছে অন্তত ১০ সেনা। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ২১ সেপ্টেস্বর, রবিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। দীর্ঘদিন ধরে গাজায় নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো দখলদার বাহিনী এবার নিজেদেরই অভিযানে নতুন বিপর্যয়ের মুখোমুখি হলো।

    ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়, উত্তর গাজায় একটি সামরিক হামভি উল্টে যায়, তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ওয়াল্লা নিউজ সাইটের তথ্যমতে, আহত ১০ সেনার মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে জেরুজালেমের হাদাসা আইন কেরেম হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আটজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তর করা হয়। চ্যানেল ৭ নিশ্চিত করেছে, আহত সেনারা কুখ্যাত কফির ব্রিগেডের সদস্য।

    ওয়াল্লা সূত্রে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে দখলদার ইসরায়েল প্রায় ৭০ হাজার সেনা গাজা সিটিতে মোতায়েন করেছে, যা শহরটিকে কার্যত পুনর্দখলের প্রচেষ্টার অংশ। যুদ্ধের ভেতরে যুদ্ধ চালানোর মতো এই পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী শুধু ফিলিস্তিনিদের ওপরই নয়, বরং নিজেদের ভেতরেও বিপর্যয়ের শিকার হচ্ছে।

    অন্যদিকে, চলমান দমনপীড়নে গাজায় ফিলিস্তিনিদের রক্তস্রোত থামছেই না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজারের বেশি। শুধু তাই নয়, খাদ্য, ওষুধ ও জ্বালানির অবরোধে অন্তত ৪৪২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু। এ দৃশ্য একদিকে যেমন দখলদার বাহিনীর বর্বরতার প্রমাণ দিচ্ছে, অন্যদিকে দুর্ঘটনায় আহত সেনাদের খবর সেই নৃশংসতার মাঝে ব্যঙ্গাত্মক বৈপরীত্য তুলে ধরছে।

    গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর রক্তাক্ত অভিযানের ভেতরে সেনাদের এই দুর্ঘটনা যেন এক প্রতীকী চিত্র। নির্বিচারে শিশু ও নারীদের হত্যা করে যাদের দম্ভচিত্র আঁকা হয়েছিল, তারাই আজ নিজেদের যন্ত্রপাতি আর অবৈধ যুদ্ধে আটকা পড়ে ধ্বংসের মুখে। ফিলিস্তিনের মাটিতে দখলদারদের প্রতিটি পদক্ষেপ এখন কেবল নতুন রক্তপাতের নয়, বরং নিজেদের পতনের দিকেও ইঙ্গিত করছে।


    তথ্যসূত্র:
    1. 10 Israeli soldiers injured as military vehicle overturns near Gaza City
    https://tinyurl.com/yy78b72j
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনে শহীদ আরও ৯১


    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় মাত্র একদিনে আরও ৯১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পরিবারের ৫ সদস্যও রয়েছে। ২১ সেপ্টেস্বর, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ২০ সেপ্টেস্বর, শনিবার একদিনেই দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

    বর্বর ইসরায়েলি সেনারা গাজা সিটি দখল করতে এবং সেখানকার মানুষদের দক্ষিণের তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দিতে আকাশ ও স্থল হামলা চালাচ্ছে। শনিবারের হামলায় বসতবাড়ি, স্কুলে তৈরি আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী ট্রাককে নিশানা করা হয়। শুধু এসব হামলাতেই শহীদ হয়েছেন অন্তত ৭৬ জন।

    এদিনই গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি বোমায় ধ্বংস হয়েছে। এতে তার ভাই, ভাবি ও তাদের সন্তানসহ অন্তত পাঁচজন মারা যান।

    আবু সালমিয়া বলেন, ‘আমি জরুরি বিভাগে ডিউটি করছিলাম। হঠাৎ আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ সামনে আসে। এখন আর কিছুই অবিশ্বাস্য নয়— প্রিয়জনেরা হয়তো শহীদ হয়ে যাচ্ছে, নয়তো আহত হয়ে আসছে।’

    হামাস এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’। ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ১ হাজার ৭০০ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে।

    এদিকে শহরের নাসর এলাকায় আরেকটি হামলায় একটি ট্রাকের ওপর ইসরায়েলি ড্রোন আঘাত হানে, এতে অন্তত চারজন নিহত হন। তাদের রক্তাক্ত মরদেহ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।

    ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এর আগে সেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। ইসরায়েলি সেনারা শুধু গত দুই সপ্তাহেই অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে।


    তথ্যসূত্র
    1. Israeli forces kill 91 in Gaza, including civilians fleeing Gaza City
    – httpstinyurl.comun632cub
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ মার্কিন সেনা নিহত



      যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছে। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

      এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর, বুধবার রাত প্রায় ৯টার দিকে। নিজেদের ব্যর্থতা গোপন রাখতে সাময়িক ভাবে নিহতের এ খবর প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ঘটনার ৪ দিন পর অবশেষে চারজন সেনা নিহতের খবর টি স্বীকার করল যুক্তরাষ্ট্র। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

      এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ করেই এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কেন এটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন।

      মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট চারজন সেনা সদস্য ছিল। তারা সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিল, যাদের বিশেষায়িত প্রশিক্ষণ ও মিশন পরিচালনার জন্য পরিচিত। দুর্ঘটনায় চারজনই ঘটনাস্থলেই নিহত হয়।


      তথ্যসূত্র:
      1.US Army says 4 special ops troops presumed dead in Washington State helicopter crash
      https://tinyurl.com/2kmdndjd
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সুদানে মসজিদে আমিরাত-সমর্থিত ‘আরএসএফ’ বাহিনীর হামলা: শহীদ ৭৫ জন বেসামরিক মুসলিম




        সুদানে, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) এক হামলায় ৭৫ জন বেসামরিক মুসলিম নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

        ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ জানিয়েছে যে, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার, পশ্চিমাঞ্চলীয় শহর ফাশিরের কাছে বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পের মসজিদে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। রাজধানী দারফুরের উত্তরে অবস্থিত ক্যাম্পটিতে নৃশংস এই হামলার ঘটনায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। ভয়াবহ এই হামলাটি সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দ্বারা পরিচালিত হয়েছে।

        প্রায় ১৮ মাস ধরে “(ইসলামিক কুর্দিশ ন্যাশনাল কোয়ালিশন” (এনজিও) কর্তৃক অবরুদ্ধ ফাশির শহরটি। শহরটি সুদানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দারফুর অঞ্চলের শেষ প্রাদেশিক রাজধানী। শুক্রবার এনজিও বাহিনী ফাশির দখলের চেষ্টা করার সময় এই ড্রোন হামলাটি চালানো হয়।

        ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউমেনিটেরিয়ান রিসার্চ ল্যাব কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে, আবু সোউক ক্যাম্প এবং প্রাক্তন ইউএনএএমআইডি শান্তিরক্ষা ঘাঁটি সহ একাধিক ফ্রন্টে এনজিও বাহিনী অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হতাহতের ঘটনা যাচাই করা এবং সাহায্যের সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে।

        উল্লেখ্য যে, ২০২৩ সালের এপ্রিলে সুদানে শুরু হওয়া এই যুদ্ধ, এখন তৃতীয় বছরে পদার্পণ করেছে। আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি দেশটিতে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

        তথ্যসূত্র:
        https://tinyurl.com/jk5k37su
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X