নিজামপুর কলেজ এলাকায় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ০৫

চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।
গণমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার সকালে নিজামপুর কলেজের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে আনার জেরে বিকেলে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সন্ধ্যায় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় রকেট লঞ্চার দিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল চৌধুরী গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
তথ্যসূত্র:
১. মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫
-https://tinyurl.com/3mmf5ydy
Comment