ভারতে ‘জয় শ্রী রাম’ স্লোগান না বলায় ইমামকে মারধর

ভারতে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় জয় শ্রী রাম স্লোগান দিতে অস্বীকার করার কারণে স্থানীয় এক ইমামকে নৃশংসভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
গত ২২ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গত ২০ সেপ্টেম্বর আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমাম মুস্তাকীম জানান, কয়েকদিন ধরে একদল যুবক তাকে বিরক্ত করে আসছিল। ঘটনার দিন, যখন তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, ওই যুবকেরা হঠাৎ তাকে সাইকেল থামাতে বাধ্য করে এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান বলার জন্য চাপ দিতে থাকে। স্লোগান না বলায়, তারা তাকে বেদম মারধর করে এবং জীবিত অবস্থায় কবর দিয়ে দেয়ার হুমকি দেয়।
এই মারধরের ঘটনায় ইমাম গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ দাবি করছে, এটি একটি সাধারণ মারধরের ঘটনা এবং ধর্মীয় বিষয় এর সঙ্গে যুক্ত নয়। তবে ইমামের পরিবার এবং স্থানীয় মুসলিম সম্প্রদায় মনে করছে, এটি একটি ধর্মীয় বিদ্বেষমূলক হামলা।
মানবাধিকার কর্মীরা এবং স্থানীয় জনগণ এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করা যায়।
বর্তমানে ইমাম মুস্তাকীম চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ইমামের ঘটনার বিবরণ:
লিংক: https://archive.org/details/imam-mar...dia-20-09-2025
তথ্যসূত্র:
1. Imam Assaulted Over Refusal to Chant ‘Jai Shri Ram’ in UP’s Aligarh District
– https://tinyurl.com/5az4xnfc
Comment