Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৮ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ০১লা অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৮ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ০১লা অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    ‘দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে’ কুষ্টিয়ায় ৩৮টি মন্দিরে মূর্তির মুখে দাড়ি দিয়েছে হিন্দুরা; সমালোচনার ঝড়



    কুষ্টিয়ায় ৩৮টি পূজামণ্ডপে হিন্দুদের দূর্গা পূজায় দাড়ি যুক্ত অসুরের মূর্তি বানিয়েছে হিন্দুরা। রবিবার ( ২৯ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ৩৮ টি মন্দিরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে মুখ বেঁধে দেওয়া হয়।

    এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

    হিন্দুরা অসুরকে তাদের কথিত দেবতার বিপরীত হিসেবে মনেকরে। তাদের কথিত দেবতা অসুরকে হত্যা করে অশুভ শক্তির বিনাশ করবে বলে তারা বিশ্বাস করে।

    অসুরের মুখে দাড়ি দিয়ে তারা মুসলিমদের অশুভ শক্তি হিসেব উপস্থাপন করেছে এবং তাদের হত্যা করা সম্মানজনক বা করনীয় কাজ বলে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছে অনেকে।

    অনেকেই বলেছেন, অসুরের মুখে দাড়ি থাকে না কিন্তু হিন্দুরা ইচ্ছাকৃত মুখে দাড়ি দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতেই নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ছবি পোষ্ট করে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবেশ চন্দ্র বিশ্বাস ক্যাপশনে লেখে,‍‍”মুখে দাড়ি গোঁফ থাকার কারণে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কুষ্টিয়া জেলার ৩৮ টি মন্দিরে অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছে”।

    তথ্যসূত্র:
    ১.https://tinyurl.com/yter6m6y
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    খুনি হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস; সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় চাপাতে বিপুকে বলে ‘থোরাসা হাদিয়া দে দো’


    চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল পলাতক খুনি হাসিনা। আন্দোলন দমাতে ইন্টারনেটের মতো বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল তার। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে হাসিনার একটি ফোনালাপের রেকর্ডে। ওই রেকর্ড গত বছরের ২৪ জুলাইয়ের এবং সম্প্রতি সেটি গণমাধ্যমের হাতে আসে।

    গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর ওই ফোনালাপের কলরেকর্ডটি গণমাধ্যমের হাতে এসেছে। পাঠকদের জন্য ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো-

    ফোনালাপে নসরুল হামিদ বিপু বলে, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই। একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ।

    শেখ হাসিনা বলে, ২৪ লাখ! তাহলে এটা নিউজ করো।

    উত্তরে বিপু বলে, করছি তো। সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকার শহর ঘুরছি।

    হাসিনা বলে, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না।

    বিপু বলে, আরে দেখাবেন কেমনে! কালকে আমি জোর করে বললাম, এতগুলো ছবি তুললা একটাও তো দেখাইলা না।

    হাসিনা বলে, আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো।

    বিপু বলে, হু ঠিকাছে। ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকা আমি বলছি। হইছে কি আমি বিএনপি-জামায়েত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে।

    উত্তরে হাসিনা বলে, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।

    বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর দেওয়ার ষড়যন্ত্রও করেন শেখ হাসিনা।

    ফোনে হাসিনাকে বলতে শোনা যায়, শিবির আর ছাত্রদল মিলেই যে (অগ্নিসংযোগ) করছে, মানে বিএনপি-জামায়েত যে করছে, এটা বারবার বলতে হবে, লিখতে হবে। আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। কারণ বিদেশে খবর যাচ্ছে ছাত্রলীগ এসব করছে। ছাত্রলীগ তো মাইর খেয়ে বের হয়ে চলে আসছে। তাদের তো কিচ্ছু নাই, কাপড়চোপড় নাই। বলে, আপা আমরা এক কাপড়ে।


    তথ্যসূত্র:
    ১.নসরুল হামিদকে শেখ হাসিনা, ‘থোরাসা হাদিয়া দে দো’
    -https://tinyurl.com/mrxywafh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বঙ্গোপসাগর থেকে ০২টি ট্রলারসহ ১৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


      বঙ্গোপসাগর মাছ ধরতে যাওয়া কক্সবাজারের টেকনাফের দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকরা গণমাধ্যমকে জানান, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত।

      মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের অদূরে দুটি ট্রলারসহ ওই ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ সাজেদ আহমেদ।

      তিনি বলেন, ‘ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিলেন। এর মধ্যে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনছি। বারবার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতির সৃষ্টি হয়। তাই এ বিষয়ে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।’

      এর আগে, ১২ সেপ্টেম্বর ৫টি ট্রলারে ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে একটি ট্রলারের ১৭ জন জেলে কৌশলে পালিয়ে আসে। এ ছাড়া বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া আরাকান আর্মি হাতে আরও ১১৪ জেলে বন্দি রয়েছে। এ সময় ১৯টি ট্রলারও আটক করে তারা।

      তথ্যসূত্র:
      ১.দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
      -https://tinyurl.com/5n8eyzv2
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X