ভারতে নেকাব পরা অভিভাবকদের স্কুলে প্রবেশে বাধা

ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের একটি বেসরকারি স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠকে অংশ নিতে আসা মুসলিম অভিভাবকদের নেকাব পরা অবস্থায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসলামবিদ্বেষী এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া জানায়, গত ২৭ সেপ্টেম্বর নিউ ভিশন ইন্টার কলেজে ঘটনাটি ঘটে। সেখানে অভিভাবকরা জানিয়েছেন যে, স্কুলে প্রবেশের আগে তাদের বোরকা এবং নেকাব খুলে ফেলতে বলা হয়, যা অনেকেই অগ্রহণযোগ্য মনে করেন।
একজন অভিভাবক জানান, ‘নেকাব খুলতে বলা হয়, তারপরই আমাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।’ এ ঘটনার পর কিছু অভিভাবক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হন। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা ছাত্রদের ইউনিফর্ম নিয়ে নির্দেশনা দিতে পারেন, কিন্তু অভিভাবকদের পোশাক সম্পর্কে কোনো বিধি হতে পারে না। আমরা তিন বছর ধরে আমাদের সন্তানদের এখানে পাঠাচ্ছি, কিন্তু আজকের মতো পরিস্থিতির মুখোমুখি কখনো হইনি।’
তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকজন অভিভাবককে স্কুলের বাইরে অপেক্ষা করানো হয়। অবশেষে তাদেরকে চলে যেতে হয়।
তথ্যসূত্র:
1. UP School Bans Entry to Parents Wearing Niqab
– https://tinyurl.com/5e4f39t6
Comment